নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
পাঁচলা গঙ্গাধরপুর বিদ্যামন্দির এবং বালিকা বিদ্যামন্দিরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাঁচলা বি এড কলেজ প্রাঙ্গণে। মোট ১২টি ইভেন্টে প্রায় সাড়ে পাঁচশো ছাত্র-ছাত্রী যোগ দেয়। স্কুলগুলির প্রতিষ্ঠাতা সন্তোষ দাস, বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মমতা গুহ ঠাকুরতা, বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর খাঁড়া প্রমুখ উপস্থিত ছিলেন।
|
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
সাঁকরাইল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ২ ফেব্রুয়ারি আড়গোড়িতে এক অনুষ্ঠানে চাঁপাতলা আজিজিয়া হাইমাদ্রাসা, আড়গড়ি হাইমাদ্রাসা ও পাঁচপাড়া হাইমাদ্রাসার ৫৪০ জন ছাত্রীকে সাইকেল বিতরণ করা হল। খরচ হয়েছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন তহবিল থেকে। হাজির ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, স্থানীয় বিধায়ক শীতল সর্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি বীণা চক্রবর্তী প্রমুখ।
|
বাগনানে সাংস্কৃতিক অনুষ্ঠান |
দু’দিন ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল বাগনানে। দুর্লভপুর নেতাজি সঙ্ঘের উদ্যোগে ২৬-২৭ জানুয়ারি এই অনুষ্ঠান হল সঙ্ঘ প্রাঙ্গণে। সম্পাদক কেশব ঘোষ জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ প্রভৃতি অনুষ্ঠান ছাড়াও নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও ছিল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা।
|
পাঁচলা জুজারসাহা পি এন মান্না ইন্সটিটিউশনের প্রাক্তনীরা পুনর্মিলন উৎসব মাতলেন গত রবিবার ৩ ফেব্রুয়ারি। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছিল। |