টুকরো খবর
অভিযোগ ধর্ষণের, ধৃত
ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত সাজিদ খানের বাড়ি কৃষ্ণনগরের কাছে ঝিটকিপোতা পশ্চিমপাড়ায়। অভিযোগ, রবিবার রাতে এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত সাজিদ খান ওই রাতে গ্রামের এক মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে কলাবাগানে নিয়ে গিয়ে অত্যাচার চালায়। বিষয়টি জানাজানি হতে গ্রামবাসীরা সাজিদকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই মহিলা বাপের বাড়িতে থাকতেন। ওই মহিলার অভিযোগ, “সাজিদ আমাকে বিয়ের প্রস্তাব দিত। আমি রাজি ছিলাম না। সেই জন্য আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।” ওই রাতে লেন ওই মহিলা। ওই মহিলার কথায়, “ওই রাতে বারান্দায় মা ও ভাইজির পাশে শুয়েছিলাম। হঠাৎ সাজিদ আমার মুখ চেপে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে নিয়ে যায়। কোনও রকমে পালিয়ে এসে ঘটনাটি সকলকে জানাই।” গ্রামবাসী সাজিদকে বেধড়ক মারধর করেন। স্থানীয় বাসিন্দা কাশেম শেখ বলেন, “সাজিদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ধৃতের বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে।” সাজিদের অবশ্য দাবি, “আমাকে ফাঁসানো হয়েছে।”

দুর্নীতির নালিশ, ভাঙচুর চালাল শ্রমিকেরা
বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের জন্য ফর্ম বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার দুপুরে উত্তেজিত শ্রমিকেরা ভাঙচুর চালাল নিমতিতার কেন্দ্রীয় বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালে। অশান্তিতে বন্ধ হয়ে যায় ফর্ম বন্টন প্রক্রিয়া। পরে সুতি ও সামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঘণ্টা দুয়েক পরে বেলা দু’টো নাগাদ পুনরায় শুরু হয় ফর্ম বিলি। শ্রমিকদের অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থার নাম ভাড়িয়ে কয়েক জন কাউন্টার থেকে গোছা গোছা ফর্ম তুলে ৫০০ টাকায় বিক্রি করছিল। ঔরাঙ্গাবাদের বিড়ি শ্রমিক রোজিনা বিবি বলেন, “জনা কয়েক দালাল প্রচুর ফর্ম তুলে মোটা টাকার বিক্রি করছে শ্রমিকদের মধ্যে।” আইএনটিইউসির বিড়ি শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক বাদলা আলির বক্তব্য, “ওই হাসপাতালের কর্মীদেরল কাছ থেকে কয়েক জন দালাল যথেচ্ছভাবে ফর্ম নিচ্ছিল। এতেই শ্রমিকদের মধ্যে অশান্তি ছড়ায়।” সিটুর বিড়ি শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, “পুলিশের সাহায্য ছাড়াই চলছিল ফর্ম বিলি। দালালেরা প্রচুর ফর্ম তুলে তা শ্রমিকদের বিলি করায় তাঁরা বিক্ষোভ দেখায়।”

শান্তিপুরে কলেজে সংঘর্ষ
দ্বিতীয় বর্ষে ভর্তি চলাকালীন সংঘর্ষে জড়াল ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার শান্তিপুর কলেজের ওই ঘটনায় তিন জন আহত হয়েছেন। কলেজের সামনে বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদে শান্তিপুর থানার সামনে রাত পর্যন্ত বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের সদস্যেরা। দলের ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আলি শেখের অভিযোগ, “প্ররোচনা ছাড়া দলের সদস্যদের মারধর করে তৃণমূল ছাত্র পরিষদ।” শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ সরকার বলেন, “আমাদের ছাত্রদের উপর বিনা কারণে চড়াও হয় ছাত্র পরিষদের সদস্যেরা। ঠেকাতে গেলে আমাদেরও মারে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শঙ্কর সোম বলেন, “ভর্তি চলাকালী দু’দল ছাত্র গণ্ডগোল করে। পরে পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে। রাত পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলেছে।”

মনোনয়নপত্র দাখিল
রেজিনগরের অকাল নির্বাচনের জন্য সোমবার বেশ কয়েকজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিলেন। রাজ্যের প্রানিসম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর শাসক দল তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেসের রবিউল আলম চৌধুরী ও আরএসপির সিরাজুল ইসলামও এ দিন সদলবলে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়াও এআইইউডিএফ-এর তরফে মৌলানা নূর মহম্মদ তাঁর মনোনয়নপত্র জমা দেন। সদর মহকুমা শাসক অধীর বিশ্বাস বলেন, “মনোনয়নপত্র দাখিল করা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ ফেব্রুয়ারি।”

বাস উল্টে জখম
একটি বেসরকারি বাস নয়ানজুলিতে উল্টে জখম হয়েছেন ১৭ জন। হাসপাতালে ভর্তি ১১ জন। সোমবার বড়ঞার বেলগ্রাম মোড়ের কাছে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই সড়কে কুলি থেকে কলেশ্বর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভর্তি। গত তিন বছরে সংস্কার হয়নি। সে জন্যই এ দিন ওই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। অন্য দিকে, লরির ধাক্কায় জখম হয়েছে বছর দশেকের এক বালিকা। সে কান্দি হাসপাতালে ভর্তি। সোমবার খড়গ্রামের পারুলিয়া উতলাই মোড়ের কাছে খড়গ্রাম-তারাপীঠ রাজ্য সড়কের ঘটনা।

অস্বাভাবিক মৃত্যু
বড়ঞার পাটশালিকা গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে অর্ণব মাঝির (২৩)। রবিবার রাতে বাড়ির কাছে একটি মাঠে ওই যুবকের দেহ মেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.