টুকরো খবর
তেলেঙ্গানা নিয়ে বৈঠক সনিয়ার সঙ্গে কিরণের
পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবি নিয়ে সনিয়া গাঁধীর সঙ্গে সোমবার আলোচনায় বসলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। সোমবার তিনি অন্ধ্রের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সচিব গুলাম নবি আজাদের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেন। দেখা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও। কেন্দ্র যে সময়ের মধ্যে তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্ত ঘোষণার আশ্বাস দিয়েছিল তা পেরিয়ে গেলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তা নিয়ে ক্ষোভ বেড়েছে তেলেঙ্গানাপন্থীদের। তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি রবিবারই হাইওয়ে অবরোধ করে সারা মাসব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে। দলের মুখপাত্র পি সি চাকো অবশ্য আশ্বাস দিয়েছেন, কংগ্রেস তেলেঙ্গানা-বিরোধী নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে আরও সময় প্রয়োজন।

নরিম্যানের ইস্তফা
সলিসিটর-জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন রোহিনতন নরিম্যান। নিজে কোনও কারণ উল্লেখ না করলেও আইনমন্ত্রী অশ্বিনী কুমারের সঙ্গে মতভেদের ফলেই নরিম্যান ইস্তফা দিয়েছেন বলে জল্পনা চলছে প্রশাসনের বিভিন্ন স্তরে। বিতর্কের মধ্যেই ২০১১ সালের ২৩ জুলাই সলিসিটর-জেনারেল পদে যোগ দিয়েছিলেন নরিম্যান। একটি মামলায় তৎকালীন সলিসিটর-জেনারেল গোপাল সুব্রহ্মণ্যমকে না জানিয়ে নরিম্যানকে নিজের পক্ষ সমর্থনের দায়িত্ব দেন টেলিকমমন্ত্রী কপিল সিব্বল। তার পরেই ইস্তফা দেন সুব্রহ্মণ্যম। সম্প্রতি কিছু বিষয়ে অশ্বিনী কুমারের সঙ্গে নরিম্যানের মতবিরোধ হয়েছিল বলে সরকারি সূত্রে খবর। সোমবার আইনমন্ত্রী বলেছেন, “সহকর্মীর জন্য আমার শুভেচ্ছা রইল।” ইস্তফা নিয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

বসন্তকে জায়গা ছেড়ে বিদায়ের পথে শীত
কখনও ধুন্ধুমার ব্যাটিং, কখনও বা উচ্চচাপের বাউন্সারে মুখ থুবড়ে পড়া। ওঠা-নামার মরসুম শেষ করে দক্ষিণবঙ্গ থেকে এ বার বিদায়ের পালা শীতের। বসন্তের উত্তর আসতে শুরু করেছে। তবে উত্তরবঙ্গে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ থাকবে বলে আবহবিদেরা জানান। জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে শীত কমতে শুরু করেছিল। মাঝখানে কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চললেও মহানগরে তার প্রভাব পড়েনি। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।” কেন এই পরিস্থিতি? আবহবিদেরা জানান, সাধারণত জানুয়ারির শেষ থেকেই শীত বিদায় নেয়। এই মুহূর্তে উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তার জেরে বায়ুপ্রবাহে কিছু পরিবর্তন হয়েছে। জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের পরিমণ্ডলে। হাওয়া অফিস সূত্রের খবর, পশ্চিমের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। সেখানে বৃষ্টি হবে কি না, আজ, মঙ্গলবার তা বোঝা যাবে বলে জানান গোকুলবাবু।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.