সংস্কারের পথেই হাঁটুক ভারত, পরামর্শ ফিচ-এর
সংবাদসংস্থা • মুম্বই ও নয়াদিল্লি |
আর্থিক বৃদ্ধির হার ত্বরান্বিত করার জন্য সংস্কারের রথেই সওয়ার থাকুক কেন্দ্র। সেই সঙ্গে আরও বেশি করে মন দিক রাজকোষ ঘাটতিতে রাশ টানার উপর। সোমবার নয়াদিল্লিকে ফের এই পরামর্শ দিল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ফিচ। পাশাপাশি, সংস্কারের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পক্ষেও জোরালো সওয়াল করেছে তারা। বৃদ্ধির হারে গতি আনতে অথর্মন্ত্রী পি চিদম্বরমের পদক্ষেপকে স্বাগত জানিয়েও ফিচের দাবি, আগামী দিনে এই ধারা বজায় রাখতে হবে ভারতকে। এ জন্য স্বল্প সময়ের জন্য নির্দিষ্ট পরিকল্পনা পেশেরও সুপারিশ করেছে তারা। লোকসভা ভোটের কথা মাথায় রেখে আসন্ন বাজেটে কেন্দ্র যাতে কল্পতরু না হয়, সে বিষয়ে আগাম সতর্ক করতেই ফিচের এই মৃদু ‘হুঁশিয়ারি’ বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, গত সপ্তাহেই ভারতের আর্থিক অবস্থা নিয়ে আশ্বাসের সুর শোনা গিয়েছিল আর এক মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি-র গলায়। সংস্কারের পদক্ষেপের পর দেশের ক্রেডিট রেটিং নামার সম্ভাবনা কিছুটা কমেছে বলে জানিয়েছিল তারা।
|
প্রাকৃতিক গ্যাসের দর দ্বিগুণের প্রস্তাব
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের দর দ্বিগুণ করার প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় যাবে তেল মন্ত্রক। খসড়া প্রস্তাবে রাষ্ট্রায়ত্ত ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়ার জন্য তা এ বছর থেকেই বাড়িয়ে ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটে ৮-৮.৫ ডলার করার কথা বলা হয়েছে। এখন তা ৪.২। সে ক্ষেত্রে বেসরকারি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ তা বাড়াতে পারবে ২০১৪ থেকে। তেল মন্ত্রী বীরাপ্পা মইলি জানান, “এখন সব মন্ত্রকে খসড়া পাঠাচ্ছি। তাদের সঙ্গে আলোচনার পরই মন্ত্রিসভায় যাব।”
|
‘ইকো ট্যুরিজম’
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ডুয়ার্সে চিনচুলা চা বাগানে ‘ইকো ট্যুরিজম’ কেন্দ্র গড়তে উদ্যোগী পৈলান গ্রপ। সোমবার শিলিগুলি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান অপূর্ব সাহা। পাশাপাশি ফুলবাড়িতে তারা ৪৭ বিঘা জমিতে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজগঞ্জের বন্ধুনগরে ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলা হবে বলে জানিয়েছেন। |