নিষেধাজ্ঞা ভেঙে বৈধ হল ট্রাউজার
সংবাদসংস্থা • প্যারিস |
ভাঙল ২০০ বছরের অচলায়তন। শেষ পর্যন্ত ট্রাউজার পরার বৈধতা পেলেন প্যারিসের মহিলারা। ফরাসি বিপ্লবের সময় থেকেই ট্রাউজার পরার অধিকারের দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। ১৮০০ সালের ১৭ নভেম্বর মেয়েদের পোশাকের উপর বিধি-নিষেধ চাপানো হয়। ১৮৯২ সালে অবশ্য এই নিয়ম শিথিল করে বলা হয়, ঘোড়ায় চড়ার সময় এবং সাইকেল চালানোর সময় ট্রাউজার পরতে পারবে তারা। কিন্তু এই পরিবর্তন শুধু খাতায়-কলমেই বহাল ছিল। সরকারি নির্দেশ অনুযায়ী, ‘পুরুষদের মতো পোশাক’ পরতে চাইলে পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল তাদের। কিন্তু এত দিনে উঠতে চলেছে এই নিষেধাজ্ঞা। ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী জানিয়েছেন, সরকারি ভাবে এখনও রদ হয়নি এই পোশাক-বিধি। তিনি বলেন, “কিছু বিশেষ কাজ থেকে বা পেশা থেকে মেয়েদের বিরত রাখার জন্যই চাপানো হয়েছিল এই পোশাক-নীতি। কিন্তু আধুনিক ফ্রান্সে এই নীতি অযৌক্তিক।”
|
|
ছবি: এপি |
মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ায় গুলি করেছিল তালিবান। ব্রিটেনে অস্ত্রোপচারের পরে এই প্রথম মুখ খুলেছে পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। শনিবার এক ভিডিও বার্তায় জানিয়েছে, তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন ঈশ্বর। সকলের প্রার্থনায় ফের কথা বলতে, শুনতে, দেখতে পাচ্ছে সে। ফের মানুষের কাজেই লাগতে চায় সে। ভিডিওতে উর্দু ও পুস্তু ভাষায় কথা বলেছে মালালা। একটি মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে ‘মালালা ফান্ড’ তৈরির কথাও ওই ভিডিওতে জানিয়েছে সে। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা অ্যালিস নেলসন জানিয়েছেন, তাঁরা মালালার মতো মেয়েদের পাশে আছেন। তাই তৈরি করেছেন মালালা ফান্ড’। এই ফান্ড মেয়েদের শিক্ষার স্বপ্ন পূরণ করতে চাইছে। |