শনিবার গভীর রাতে ইসলামপুর শহরের ট্রাক স্ট্যান্ড এলাকায় বাইকের ওপর ট্রাক উল্টে বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক বাইক আরোহী। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সুমন মিস্ত্রি (২৩)। মৃতের বাড়ি ইসলামপুরের অজিতবাস কলোনীতে। শনিবার রাতে বাইকে চেপে ইসলামপুর শহরের পেট্রল পাম্পের দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন মিস্ত্রির। তিনি স্থানীয় একটি সোনার দোকানের কর্মচারী ছিলেন। সেই বাইকে থাকা এক ব্যক্তি হিরা সিংহকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ইসলামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাঁকে কিষানগঞ্জে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালক পলাতক।
এলাকার বেহাল জাতীয় সড়কের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে এলাকার বাসিন্দাদের দাবি। জাতীয় সড়কের পাশে ফুটপাত তৈরীর দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকার বাসিন্দা দীপক দাস, মিঠুন দাস, গোকুল হালদাররা বলেন, “ইসলামপুরের জাতীয় সড়ক বিষয়ে প্রশাসনের কর্তারা উদাসীন সেই কারণে ওই জাতীয় সড়ককে মরণ ফাঁদ হিসাবেই ধরে নিতে হয় সকলকে। এ দিন প্রায় দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। ইসলামপুরের মহকুমা শাসক সমনজিত সেনগুপ্ত বলেন, “বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি বৈঠক করা হবে।” ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার সমস্যার কথা জানিয়েও কাজ হয় নি। প্রশাসনিক স্তরের বৈঠক ছাড়া ওই সমস্যা মেটানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে বৈঠক করার জন্য প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে।” |