নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি মূল ভবনটি। পাশেই সাজানো বাগান। সেখানে বসার ব্যবস্থা। শিশুদের নিয়ে মায়েদের অবাধ যাতায়াত। অথচ এটি কোনও উদ্যান নয়। একটি একটি শ্মশান। রবিবার মালবাজারে বৈদ্যুতিক চুল্লির কাজের শিলান্যাস অনুষ্ঠানে এসে এভাবেই শ্মশানের ভোল পাল্টে দেওয়ার কথা ঘোষণা করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজিডিএ) চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। রুদ্রনাথবাবু বলেন, “প্রকল্প রুপায়নে কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী তিন চার মাসের মধ্যেই মালবাজার পুরসভা শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বসাবার কাজও সম্পূর্ন হয়ে যাবে। তার সঙ্গে মাল নদীকে ড্রেজিং করা হবে। সব মিলিয়ে ৯ কোটি টাকার কাজ হবে। শ্মশান মানেই ভয়ের বিষয় এই কথা মাথায় যাতে না আসে, সেই জন্য সৌন্দযর্করণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।” এসজেডিএ-র কয়েকজন আধিকারিক জানান, পরিবেশরক্ষার বার্তা দিয়ে স্বল্প ধোঁয়ার প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক চুল্লির জন্য দূষণ কমাবে। অন্যদিকে জ্বালানি কাঠের ব্যবহারেও নিয়ন্ত্রণ আসবে। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান খগেশ্বর রায়, মালবাজারের পুরপ্রধান সুপ্রতিম সরকারও। এ দিন বাগরাকোটের ভানু ময়দানে একটি কমিউনিটি হলের শিলান্যাস করেন রুদ্রনাথবাবু।
|
আন্দোলনে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দীর্ঘদিন ধরে শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়ক বেহাল হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, ওই রাস্তা চার ‘লেন’ করার কাজ থমকে রয়েছে রাজ্য সরকারের তরফে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার জন্য। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টার আজও চালু হয়নি। সার্কিট বেঞ্চ অস্থায়ী ভবনে চালু করার আশ্বাস দেওয়া হয়েছিল। নিউরোলজি, নেফ্রলজি এবং কার্ডিওলজির বহির্বিভাগ চালু হয়নি। অন্যান্য শিক্ষার ক্ষেত্রেও নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কাজ হয়নি। এই ধরনের নানা অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ঘেরাও কর্মসূচি নিয়েছে জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস কমিটি। আগামী ১৫ মার্চ তারা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ঘেরাওয়ের কর্মসূচির কথা জানিয়েছেন। রবিবার শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ড কংগ্রেসের সম্মেলনে এ কথা জানিয়েছেন জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অবশ্য সম্প্রতি দাবি করেছেন, তিনি দায়িত্বে আসার পর প্রচুর অসমাপ্ত কাজ সমাপ্ত করেছেন। তিনি বলেন, “কেউ রাজনীতি করলে আন্দোলন করতেই পারেন। যদি কী কী উন্নয়ন কাজ হয়েছে জানতে চান আলোচনায় বসতে পারেন। সবই জানাব।” দফতর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়িতে স্পোর্টস কমপ্লেক্সের কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ির বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে।
|
উৎসব উপলক্ষে শহরে ম্যারাথন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসাবে ম্যারাথন দৌড়ে সেরা হলেন মনিপুরের বাসিন্দা ওইনাম সনাতন সিংহ। প্রায় ৪২ কিলোমিটার ওই দৌড়ে তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ২৩ মিনিট ৫০ সেকেন্ড। তিনি ১ লক্ষ টাকা পুরস্কার জিতেছেন। দ্বিতীয় হয়েছে মেঘালয়ের বিনিং লিঙ্গাহুই, তৃতীয় বিপুল সাহারিয়া। বিপুল অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। হাসমিচক থেকে দৌড় শুরু হয়ে হিলকার্টরোড, খাপরাইল, সুকনা, ইস্টার্ন বাইপাস হয়ে নিউ জলপাইগুড়ির অগ্রণী ক্লাব প্রাঙ্গনে দৌড় শেষ হয়। হাসমিচক থেকে মাটিগাড়ার সিটি সেন্টার পর্যন্ত ‘ড্রিম রান’-এর আয়োজন করা হয়েছিল। তাতে পুরুষ বিভাগে প্রথম হয়েছে এসকে সাউ, দ্বিতীয় সুনিতা রাজভর, তৃতীয় গৌরব কুমার টারার। মহিলা বিভাগে সেরা যুথিকা সরকার, সুনিতা রাজভর, সুমতি দাস। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তাদের হাতে এ দিন পুরস্কার তুলে দিয়েছেন। ‘ড্রিম রান’ ১০ হাজার বাসিন্দা অংশ নিয়েছেন বলে আয়োজকরা দাবি করেছেন।
|
প্রয়াত নেতা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের আরএসপির প্রথম সারির নেতা বিমল দাসের(৫৮)। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়। বিমল বাবুর পরিবার সূত্রে জানানো হয়েছে, ১৯৫৫ সালের ২ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন, গত শনিবার ২ ফেব্রুয়ারিই তাঁর মৃত্যু হয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে আলিপুরদুয়ার ১ জোনালের সম্পাদক পদে ছিলেন।
|
পরিবারকে দেহ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নেপালের ব্যবসায়ী খুন ও অপহরণ কাণ্ডে মৃত দুই ব্যক্তির মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরেই দেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
|
ডুয়ার্সের ৮৩ বছরের প্রাচীন ক্লাব ডামডিমের ফ্রেন্ডস ইউনিয়ন-এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হল রবিবার। তিরন্দাজি, ম্যারাথন, একশো মিটার দৌড়, স্লো সাইকেল রেস-সহ ১৯টি বিভাগে ১৫০ প্রতিযোগী অংশ নেন।
|
শিলিগুড়ির সেবক রোডের একটি হোটেল থেকে ১০০ কেজি গাঁজা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি নাইন এম এম পিস্তল। ধৃতদের মধ্যে এক প্রাক্তন সেনাকর্মী ও এক সেনা জওয়ান রয়েছে। |