ধর্ষণ, শ্লীলতাহানি, সংঘর্ষ-সহ নানা দুষ্কর্ম বাড়ার অভিযোগ তুলে বিরোধী দলগুলি যখন সরব, তখন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার দাবি, “রাজ্যে অপরাধ কমে গিয়েছে।’’ বর্ধমানের কালনায় শনিবার ‘প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি’র রাজ্য সম্মেলনে এই মন্তব্য করেন বেচারামবাবু। মঞ্চে হাজির কালনা থানার ওসি অমিত মিত্রকে দেখিয়ে তিনি বলেন, “এই যে ওসি এখানে হাজির হতে পেরেছেন, কারণ, অপরাধ কমেছে। সারা রাজ্যে শান্তি ফিরেছে। পুলিশ তাই সমাজসেবা, খেলাধুলো করতে পারছে।” কালনা মহকুমাতেই অবশ্য গত কয়েক মাসে কয়েক বার রাজনৈতিক সংঘর্ষ, ছাত্র সংঘর্ষ, পার্টি অফিসে হামলার মতো ঘটনা ঘটেছে। গত এক মাসের মধ্যে বাড়িতেই দুষ্কৃতীদের হাতে দুই মহিলার খুনের ঘটনার এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। অপরাধ কমল কোথায়? জেলার এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জাও মন্ত্রীর সুরেই বলেন, “কোথায় কমেছে, কত শতাংশ কমেছে—এ সব বলতে পারব না। তবে অপরাধ কমেছে।” সিপিএমের কালনা জোনাল কমিটির সম্পাদক করুণা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “মন্ত্রী এবং পুলিশ সুপারের বক্তব্যে আমরা বিস্মিত।”
|
স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মতিথি উপলক্ষে রবিবার বেলুড় মঠে বিপুল ভক্তসমাগম হয়। সকালে মন্দিরে বিশেষ পূজার পরে প্রতি বছরের মতো মঠ-প্রাঙ্গণে স্বামীজির বাসগৃহে শাস্ত্রীয় সঙ্গীত-সম্মেলন হয়। সন্ধ্যায় সভা-মণ্ডপে ধর্মসভাও সম্পন্ন হয়েছে। উত্তর কলকাতায় স্বামীজির পৈতৃক বাড়িতে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাংস্কৃতিক কেন্দ্রেও তাঁর স্মরণে বক্তৃতা দেন স্বামী পূর্ণাত্মানন্দ। |