টুকরো খবর
কান্দিতে জয়ী ছাত্র পরিষদ
কান্দি রাজ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ছাত্র পরিষদ। কলেজ সূত্রের খবর, ৬টি আসনে বিরোধীরা প্রার্থী দিলেও ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা সব কটি প্রার্থীই তুলে নেয়। ফলে পর পর পাঁচ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল ছাত্র পরিষদ। কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, চলতি মাসের ৯ তারিখে ছাত্র সংসদ গঠিত হবে। বছরভর ছাত্রদের পাশে থাকার জন্যই বিরোধিতা ছাড়াই এই অনায়াস জয় এসেছে বলে দাবি ছাত্র পরিষদ শিবিরের। তৃণমূল ছাত্র পরিষদের কান্দি মহকুমার সভাপতি সুব্রত শুকুল অবশ্য বলেন, “বীরেন্দ্রচন্দ্র কলেজে ছাত্র পরিষদের গা জোয়ারিতে আমাদের সমর্থকেরা মনোনয়নপত্রই জমা দিতে পারেনি।” অভিযোগ নস্যাৎ করে ছাত্র পরিষদের জেলার আহ্বায়ক শাশ্বত মুখোপাধ্যায় বলেন, “বীরেন্দ্রচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদই বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়েছিল। দুই সমর্থক জখমও হয়েছেন।”

নেতার বাড়িতে বোমাবাজি
রেজিনগরের বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে বেলডাঙা-২ ব্লক কংগ্রেস (পশ্চিম) সভাপতি ইন্দ্রনীল প্রামাণিকের বাড়িতে বোমাবাজির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইন্দ্রনীলবাবুর অভিযোগ, “শনিবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে বোমা মারে। বোমার শব্দে আমার বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়েন।” জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “ওই রাতেই আমরা বিষয়টি দলের পক্ষে নির্বাচন কমিশন ও পুলিশকে লিখিত ভাবে জানিয়েছি।” এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মহম্মদ আলি বলেন, “বিষয়টি আমার জানা নেই।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেন, “তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই ধরা পড়বে দোষীরা।”

কৃষ্ণনগর-বগুলা রুটে বাস বন্ধ
দিন কয়েক আগেই জেলা প্রশাসন নির্দেশ দিয়েছিল আগাম ঘোষণা ছাড়া বাস বন্ধ করা যাবে না। সেই নির্দেশকে না মেনে শনিবার দুপুরে এক বাসকর্মীকে মারধরের অভিযোগে আচমকা কৃষ্ণনগর-রানাঘাট ভায়া বগুলা রুটের অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করে দিল বাস শ্রমিকেরা। নদিয়া জেলা বাস মালিক সমিতির পরিচালন সমিতির সদস্য অসীম দত্ত বলেন, ‘‘ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে এক কন্ডাক্টরকে মারধর করা হয়। তারই প্রতিবাদে শ্রমিকরা ওই রুটে বাস বন্ধ করে দিয়েছেন।’’ তিনি জানান, প্রায়ই যাত্রীদের হাতে হেনস্থা হচ্ছেন বাসকর্মীরা। তবে অনেকক্ষেত্রে বাস কর্মীদেরও সংযত আচরণ করা বাঞ্ছনীয়। অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অরবিন্দ ঘোষ বলেন, “আলোচনার মাধ্যমে দ্রুত মেটানো হবে সমস্যা।”

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। নাম পায়েল দেবনাথ (৪)। বাড়ি ইসলামপুরের খড়ঘড়িয়া গ্রামে। রবিবার গ্রামেরই রাস্তা পার হওয়ার ট্রাকের ধাক্কায় মারা যায় ওই শিশুটি।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল ছুরাত আলি (৫৫) নামে কালীগঞ্জের গোবিন্দপুরের বাসিন্দার।

বিবেকানন্দের জন্মতিথিতে সারগাছি রামকৃষ্ণ আশ্রমে হোমযজ্ঞ। —নিজস্ব চিত্র।

পুলিশ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা। কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.