টুকরো খবর |
ছাত্রী অপহরণে ধৃত এইচআইভি আক্রান্ত
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
নবম শ্রেণির ছাত্রী অপহরণ মামলায় ধরা পড়ল এইচআইভি আক্রান্ত রোগী। আদালতের নির্দেশে সে এখন জেলের আইসোলেশন ওয়ার্ডে বন্দি। চলছে চিকিৎসাও। অপহরণের ঘটনা ২০ জানুয়ারির হলেও মামলা সকলের নজর কাড়ে তার আইনজীবী জামিনের আবেদন জানালে। ওই আদালতকে বলেন, তাঁর মক্কেলের রক্তে এইচআইভি-র জীবাণু রয়েছে, তাকে জেলে না পাঠানোই উচিত। তাঁর বক্তব্যের সমর্থনে ডাক্তারি পরীক্ষার কাগজপত্রও পেশ করেন। বিচারক অবশ্য আবেদন খারিজ করে জানান, নাবালিকা অপহরণের ঘটনার তদন্ত চলাকালে অভিযুক্তকে জামিনে ছাড়া যায় না। বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, ধৃত অভিযুক্তকে পৃথক ঘরে রেখে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে। শিলচর সেন্ট্রাল জেলের অ্যাসিস্ট্যান্ট জেলর কল্যাণ চৌধুরী জানান, আইসোলেশন ওয়ার্ডে একজন এইচআইভি আক্রান্ত ও টিবি রোগী বন্দি রয়েছে আগে থেকেই। এখন তিন জনকেই এক ওয়ার্ডে রাখা হয়েছে। সঙ্গে কেয়ারটেকার হিসাবে আছে আর একজন বন্দি।
|
দামিনীর ভাইকে প্রতিশ্রুতি সনিয়ার
নিজস্ব সংবাদদাতা • লখনউ |
দামিনীর ভাইকে একটা ফ্ল্যাট ও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সনিয়া গাঁধী। রবিবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডে মৃত তরুণীর ভাই। তিনি জানান, শনিবার সনিয়া ও রাহুল গাঁধী দামিনীর বাড়িতে যান। সেখানে দামিনীর মায়ের সঙ্গে সনিয়া প্রায় ঘণ্টাখানেক কথা বলেন। তাঁর মায়ের অনুরোধের সাড়া দিয়ে সনিয়া জানান, দামিনীর ভাইকে সরকারি চাকরি এবং দিল্লির দ্বারকায় তাঁকে একটি ফ্ল্যাট দেওয়ার বন্দোবস্ত শুরু করা হচ্ছে।
|
ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীগড় |
দুই সৎ ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন বছর আঠারোর এক তরুণী। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের দেরাবাসি এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা জানতে পেরে ওই তরুণীর নিজের ভাই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন ওই তরুণী। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
|
খোয়াইয়ে সংঘর্ষ, ধৃত ১৫
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাজ্যে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ‘তুচ্ছ’ বিষয়কে কেন্দ্র করে যুযুধান দুই রাজনৈতিক পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ছে সহজেই। গত কাল রাত ১১টার পর খোয়াইয়ে সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে কংগ্রেসের ৫-৬ জন সমর্থক জখম হয়েছেন। গুরুতর আহত এক জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ দিকে খোয়াই থানার পুলিশ জানায়, দুটি রাজনৈতিক দলের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের ১১ জন এবং কংগ্রেসের ৪ জন সমর্থককে পুলিশ আজ গ্রেফতার করেছে।
|
বন্ধ ২২টি ভুঁইফোঁড় আর্থিক সংস্থা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দেওঘর ও পাকুড়ের বাইশটি ভুঁইফোঁড় আর্থিক সংস্থাকে বেআইনি ঘোষণা করল ঝাড়খন্ড সরকার। রাজ্য জুড়ে জালিয়াতির ঘটনার বাড় বাড়ন্ত রুখতেই এই পদক্ষেপ করল প্রশাসন। কিছু দিন আগেই একটি ভুঁইফোঁড় আর্থিক সংস্থার বিরুদ্ধে বেশ কিছু টাকা তছরুপের অভিযোগ ওঠে। তার জেরেই প্রাশাসনের এই তৎপরতা।
|
ধৃত ৭ মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • কোরাপুট |
ওড়িশার কোরাপুট জেলা থেকে গ্রেফতার হল ৭ মাওবাদী। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্রও। মুরলাপুট জঙ্গলের কাছে বিএসএফ-এর অভিযান চলাকালীন ধরা পড়ে ওই মাওবাদীরা। শীঘ্রই ধৃতদের কোর্টে তোলা হবে, জানালেন কোরাপুট এসপি অবনীশ কুমার। |
|