ফের তিনটি শ্লীলতাহানির ঘটনার অভিযোগ উঠল শহরে। রবিবার সকালে আলিপুর, গড়ফা থানা এলাকা ও দমদমে। এদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জন পলাতক। প্রথম ঘটনাটি ঘটে আলিপুর জাতীয় গ্রন্থাগারের সামনে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় কলকাতা পুলিশের প্রাক্তন এক অফিসারের মেয়ে ও তাঁর এক বান্ধবীর শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক। পুলিশ জানায়, খিদিরপুরের দিকে হেঁটে যাওয়ার সময় ওই দু’জনের সঙ্গে অভব্য আচরণ করে অর্জুন সাউ নামে এক যুবক। আতঙ্কিত হয়ে দু’জনে চিৎকার করলে টহলরত পুলিশ ভ্যান ঘটনাস্থলে পৌঁছে অর্জুনকে গ্রেফতার করে। একই সময়ে গড়ফা থানার কালিকাপুরে এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত রফিউদ্দিন নস্কর গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, সোনারপুরের বাসিন্দা ওই মহিলাকে রাজমিস্ত্রির কাজ পাইয়ে দেওয়ার নাম করে কলকাতায় নিয়ে আসে রফিউদ্দিন। অভিযোগ, এ দিন কালিকাপুরের এক বহুতলের সাত তলার একটি ঘরে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে রফিউদ্দিন। কোনও মতে সেখান থেকে পালিয়ে যান তিনি। পরে এলাকাবাসীদের সহায়তায় গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। এ দিনই দমদম পুরসভার এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশ জানায়, পুরসভা সংক্রান্ত কাজে দমদমের কালীধাম কলোনির বাসিন্দা এক মহিলা প্রদীপ চট্টোপাধ্যায় নামে ওই পুরকর্মীর বাড়ি যান। সেখানেই ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই অবশ্য অভিযুক্ত ব্যক্তি পলাতক। তদন্ত শুরু হয়েছে।
|
দাবিমতো টাকা না-দেওয়ায় দালালদের মারধরে এক ট্যাক্সিচালকের জখম হওয়ার অভিযোগ উঠল। রবিবার, সুরেন্দ্রনাথ কলেজের সামনে। ট্যাক্সিচালক শেখ মনিরুল জামান পুলিশে অভিযোগ করেন, শিয়ালদহ থেকে এক হাওড়া-যাত্রী তাঁর ট্যাক্সিতে ওঠেন। তখন ৪-৫ জন যুবক তাঁর ট্যাক্সি আটকে ২৫ টাকা চায়। মনিরুল ৫-১০ টাকার বেশি দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করে কপাল ফাটিয়ে দেওয়া হয়।” মনিরুল বলেন, “প্রতি দিনই শিয়ালদহ স্টেশনের আশপাশে দালালেরা ট্যাক্সিচালকদের সঙ্গে ঝামেলা করে। দাবিমতো টাকা না-দিলে মারধর করা হয়।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
কাজ দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মৃণালকান্তি শাস্ত্রী। কাজের টোপ দিয়ে সে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। কাজ না-পেয়ে লোকজন টাকা ফেরত চাইলে মৃণাল তা দিতে পারেনি।
|
পাড়ার এক ব্যক্তির বিরুদ্ধে নাবালিকা মেয়েকে আপত্তিকর ছবি এঁকে দেওয়ার অভিযোগ আনলেন মেয়েটির মা। রবিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানায়, কসবার বোসপুকুরের ঘটনা। অভিযুক্ত ব্যক্তি পলাতক। |