এক বছরেরও বেশি সময় থমকে থাকার পর, রবিবার ফের শুরু হল ওড়িশায় পস্কোর প্রস্তাবিত ইস্পাত প্রকল্পের জমি অধিগ্রহণ। আর সেই সূত্রে পুলিশ ও প্রকল্প বিরোধীদের সংঘর্ষে আবার উত্তাল হল জগৎসিংহপুর। অতিরিক্ত জেলাশাসক সুরজিৎ দাস জানান, “সকালে গোবিন্দপুর গ্রামে অধিগ্রহণ শুরু হয়েছে। ইচ্ছুক গ্রামবাসীদের জমি নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত চলবে।” কিন্তু সংশ্লিষ্ট সূত্রে খবর, এ দিন নিরপত্তা নিশ্চিত করতে পুলিশ গোবিন্দপুরে ঢোকার সব রাস্তা আটকে দিলেও বিক্ষোভ ঠেকানো যায়নি। প্রকল্প বিরোধীদের ছোঁড়া ইঁটে ক্ষতিগ্রস্ত হয় পুলিশ-প্রশাসনের অন্তত পাঁচটি গাড়ি। আন্দোলনকারীদের দাবি, গ্রামবাসীরা গোবিন্দপুরে অধিগ্রহণকারী দলকে ঢুকতে বাধা দিতে গেলে, লাঠি চালায় পুলিশ। আহত হন ছ’জন। সুরজিৎবাবুর অবশ্য দাবি, কাজ শান্তিপূর্ণ ভাবেই এগিয়েছে। বিক্ষোভ ঠেকানোর চেষ্টায় আহত হওয়ার কোনও ঘটনার কথা স্বীকার করেননি তিনি।
|
রিলায়্যান্স ক্যাপিটাল (রিলায়্যান্স ক্যাপ) অ্যাসেট ম্যানেজমেন্টের সিঙ্গাপুর শাখা পরিচালিত তহবিলের অঙ্ক (অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট) ছাড়াল ১০০ কোটি ডলার। আগামী তিন বছরে বাজারে খাটানো তহবিলের অঙ্ক দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাও নিয়েছে তারা। বর্তমানে প্রায় ২০০ কোটি ডলারের তহবিল পরিচালনা করে রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। |