উঠল নিষেধাজ্ঞা
নিজস্ব সংবাদদাতা • চেন্নাই |
প্রত্যাশিত ভাবেই রবিবার ‘বিশ্বরূপম’-এর উপর থেকে উঠে গেল নিষেধাজ্ঞা। খুব শিগগিরই তামিলনাড়ুতে মুক্তি পেতে চলেছে ‘বিশ্বরূপম’। শনিবারের ত্রিপাক্ষিক বৈঠকেই ‘বিশ্বরূপম’-বিতর্কে একটা সমঝোতায় এসেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা ও পরিচালক কমলহাসন। বৈঠক শেষে পরিচালক জানিয়েছিলেন, সংখ্যালঘু নেতৃত্বের দাবি মেনে বাদ দেওয়া হবে ছবিটির সাতটি বির্তকিত অংশ। ‘বিশ্বরূপম’-এর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রবিবার পরিচালক আরও জানালেন, এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও তুলে নেওয়া হবে।
|
নাট্যত্সব গোবরডাঙায় নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
সম্প্রতি তিন দিনের নাট্যোত্সব হয়ে গেল গোবরডাঙায়। রূপান্তর নাট্যসংস্থার উদ্যোগে গড়পাড়া বিধান স্মৃতি সঙ্ঘের মাঠে ওই উত্সবে সাতটি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলি হল উদ্যোক্তা সংস্থার ‘চোর’, অশোকনগরের অভিযাত্রী সংস্থার ‘বাবা কাহিনী’, বারাসতের কাল্পিক সংস্থার ‘ছেলেটা’, কলকাতার স্ববাক সংস্থার ‘অণুবীক্ষণ’, দত্তপুকুরের দৃষ্টি সংস্থার ‘তিনসত্যি’, চাঁদপাড়ার অ্যাক্টো সংস্থার ‘ছাঁচভাঙার গান’ এবং কালপুরুষ সংস্থার ‘প্রাণের মানুষ’। উত্সবে ‘সার্ধ শতবর্ষে স্বামী বিবেকানন্দ’ বিষয়ক একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা ছিল। যাত্রাশিল্পী খোকন বিশ্বাস ও নাট্যকার শ্যামল দত্তকে সম্মান পুরস্কার দেওয়া হয়। |
কোলড়ায় নাট্য প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
হাওড়া জেলার নাট্য আন্দোলনে বরাবরই দক্ষ সংগঠক হিসাবে পরিচিত কোলড়া বীণাপাণি ক্লাব। প্রতি বছরের মতো এ বছরও ডিসেম্বরের শেষে একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করেছিল তারা। যোগদান করে ২০টি দল। প্রযোজনা ও পরিচালনা বিভাগে প্রথম হয়েছে যথাক্রমে আগড়পাড়া থিয়েটার পয়েন্ট ও বরাহনগরের থিয়েটার প্রসেনিয়াম। সেরা অভিনেতা ও সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন আগড়পাড়া থিয়েটার পয়েন্টের রণি ভৌমিক ও পলাশ পাল। সেরা অভিনেত্রী আগড়পাড়াই শীলা লাহা (রায়)। পান্ডুলিপি বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন বরাহনগর থিয়েটার প্রসেনিয়াম। |