আটটি ক্লাবকে নিয়ে প্রথম ডিভিশন ক্রিকেট লিগ শুরু হল বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শিবাজি সঙ্ঘ ৫৬ রানে হারায় আদিত্য স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে শিবাজি ৪০ ওভারে ২৪৬-৬ রান করে। দলের কৃষ্ণ মহান্তি ৭৭, গুরুপ্রসন্ন চট্টরাজ ৪৬ রান করেন। আদিত্য সঙ্ঘের অনুজ সিংহ ১৮ রানে দু’উইকেট নেন। পরে আদিত্য ৪০ ওভারে করে ১৯০-৮ রান। অনুজ সিংহ ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন। পরের ম্যাচে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ২৬০ রানের বিপুল ব্যবধানে হারায় বংপুর চেতনা সঙ্ঘকে। প্রথম ব্যাট করে কল্যাণ ৩৭ ওভারে ২৯৩-৬ রান করে। মানবেন্দ্র যাদব ৯৬ বলে ১১৩ রান করেন। সৌমদীপ বন্দ্যোপাধ্যায় করেন ৬৮ রান ও অভিজিৎ চট্টোপাধ্যায় করেন ৩৪ রান। |
চেতনা সঙ্ঘ ১৯.১ ওভারে মাত্র ৩৩ রানে অল আউট হয়ে যায়। অভিজিৎ চট্টোপাধ্যায় ২ রানে ২টি, শেখ সুরমান আলি ৬ রানে ২টি , রাতুল রায় ৬ রানে ২টি ও মীরজাম সবুজ ৯ রানে ২টি উইকেট নেন। দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে দাপট দেখিয়েছেন অফ স্পিনারেরা। এই লিগে উদয় সঙ্ঘ ৯৯ রানে হারায় তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। প্রথমে উদয় ৩০ ওভারে ১৯৮-৭ রান করে। দলের রতন কুমার শেঠ করেন ৪৯ রান। তেওয়ারিবাগানের সন্দীপ ৩২ রানে ৪ উইকেট দখল করেন। তেওয়ারি বাগান ২২.৩ ওভারে মাত্র ৯৯ রান করে অলআউট হয়ে যায়। ডানহাতি অফস্পিনার বাবু মালাকার ৬ ওভার বল করে ৩ মেডেন ওভার নিয়ে ১২ রানে ৫ উইকেট নেন। অপর ম্যাচে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৩০ রানে হারায় অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবকে।
|
২৬তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা শেষ হল রবিবার। পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের তরুণ সঙ্ঘের মাঠের এই প্রতিযোগিতায় বাংলা, অসম, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং সিকিমের ১৭০ জন প্রতিযোগী যোগ দেয়। সেরার সেরা পুরস্কার ছাড়াও প্রতি বিভাগে প্রথম পাঁচ জনকে ট্রফি এবং মানপত্র তুলে দেওয়া হয়েছে। ছিলেন যোগ হেল্থ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি তুষার শীল, জেলা যোগ ওয়েলফেয়ারের সম্পাদক সুনীল সাউ প্রমুখ। অন্য দিকে বর্ধমানে দুরাজদিঘি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় প্রথম হলেন ইনজামাম-উল হক। দ্বিতীয় হয়েছেন প্রীতি খাতুন ও তৃতীয় ইশা খাতুন। ১১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেন।
|
কেশবপুর অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে ফুটবলে চ্যাম্পিয়ন হল হুগলির বাসাই অ্যাকাডেমি। কালনা ১ ব্লকের কেশবপুর, ফড়িংগাছি, খাসপুর অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে আট দলের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছিল রবিবার। টাইব্রেকারে ৪-২ গোলে জেতে বাসাই। খেলার শুরুতে ছিল আদিবাসী নৃত্য। হাজির ছিলেন অভিনেত্রী ঈপ্সিতা বসু। এ ছাড়াও প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, কম্পটন দত্ত, মানস ভট্টাচার্য এবং গৌতম সরকারও ছিলেন। পুরস্কার দেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ।
|
ধান্ডাডিহি নবারুণ সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে রবিবার জিতল মাধবপুর সিএ। ধান্ডাডিহি শব্দাবুড়ি মাঠে তারা বক্তারনগর ফাইটক্লাবকে ৫৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে মাধবপুর ৬ উইকেটে ১৬৩ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ১০৮ রান তোলে বক্তারনগর।
|
হারল কাজোড়া নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় জিতল ভূতবাংলা তপসি ক্রিকেট ক্লাব। রনাই মাঠে তারা কাজোড়া এবিএসসিকে ১ উইকেট হারায়। প্রথমে ব্যাট করে কাজোড়া সব উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভূতবাংলা। |