বাবা জ্ঞান দিয়ো না |
|
হারাধনের ছ’টি মেয়ে
কোয়েল তো সাত পাকে বাঁধা পড়লেন। টালিগঞ্জের ছয় আইবুড়ো
কন্যার কী ইচ্ছে? তাঁদের মনের গহনে উঁকি মারলেন সংযুক্তা বসু |
|
|
তনুশ্রী চক্রবর্তী
কোয়েলের বিয়ে হয়ে গেল। খুব ভাল লাগছে। ওরা সুখী হোক। জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। প্রেম না করে বা ভাল ভাবে পরিচয় না করে কিছুতেই বিয়ে করব না। বাড়ির থেকে দেখে শুনে বিয়ে করার মধ্যে একেবারেই নেই। নিজের কাজের প্রতি প্যাশনেট এমন ছেলেই আমার পছন্দ। বর যদি ছবি আঁকেন, তা হলে ছবির প্রতি, যদি সঙ্গীতশিল্পী হন গানের প্রতি, আর যদি চাকরি করেন তবে চাকরির প্রতি প্যাশনেট হতে হবে তাঁকে। তিনি যদি নিজের কাজটা করতে ভালবাসেন, তা হলে আমার কাজের প্রতিও শ্রদ্ধা থাকবে।
কারেন্ট স্টেটাস: টেকনিক্যালি একক। তবে কারও সঙ্গে সম্পর্ক থাকলেও থাকতে পারে। ইন্ডাস্ট্রির গুঞ্জন রুদ্রনীল ঘোষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক নিয়ে তনুশ্রী আর কথা বাড়াতে চান না।
সম্ভাব্য বিয়ের সময়: ছবিতে যদি ভাল ভাবে দাঁড়াতে পারেন বিয়ে হবে দেরিতে। না হলে হয়তো তাড়াতাড়ি। |
|
শুভশ্রী
কোয়েলদি যথেষ্ট পরিণত বয়সে বিয়ে করল। আমিও সেই রকমই ম্যাচিওরড এজে বিয়ে করতে চাই। পথ চলতে চলতে কাউকে যদি ভাল লাগে আর সে যদি আমাকে বোঝে, তা হলে সময় নিয়ে ভাবনা চিন্তা করে তাকে বিয়ে করতে পারি। তা যদি না হয় সম্বন্ধ করেই বিয়ে হবে। খুব সহজ, সরল, ভাল মনের মানুষ হতে হবে স্বামীকে। তাই বিয়ের আগে পাত্রর সঙ্গে মেলামেশা করে যাচাই করে নিতে চাই।
কারেন্ট স্টেটাস: নায়ক দেবের সঙ্গে প্রেম ছিল। সেই প্রেমে ভেঙে এখন একা।
সম্ভাব্য বিয়ের সময়: দেবের সঙ্গে সম্পর্ক থাকলে বিয়ে তাড়াতাড়ি হত। আপাতত কোনও সঙ্গী নেই বলেই হয়তো বিয়ে পিছিয়ে গেল। |
|
নুসরত জাহান
আর যাই হোক ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করব না। বাড়ির দেখা ছেলের সঙ্গে বিয়ে হলেও কোনও আপত্তি নেই। বিয়ে যাঁর সঙ্গেই হোক, শ্বশুরবাড়ির পরিবেশে যেন খাঁটি বাঙালিয়ানা থাকে। ধর্মের কোনও সীমাবদ্ধতা নেই। হিন্দু পরিবারেও বিয়ে করতে রাজি, পাত্র যদি যোগ্য হয়। আমি যেহেতু লম্বা, তাই পাত্র লম্বা হওয়া খুব জরুরি। ফর্সা আর সুদর্শন হলে আরও ভাল। চাই পুরোপুরি মাচো লুক। সেই সঙ্গে বরকে ‘ডিসিপ্লিনড’ হতে হবে। আমি তেমন গদগদ রোম্যান্টিক নই। তাই পাত্র রোম্যান্টিক না হলেও চলবে। তার সঙ্গে বোঝাপড়াটা যেন ঠিক থাকে। তাতেই রোমান্স তৈরি হবে।
কারেন্ট স্টেটাস: একক। টালিগঞ্জের গভীর জল্পনা কাদেরের সঙ্গে তাঁর এখনও সম্পর্ক আছে।
সম্ভা ব্য বিয়ের সময়: সম্পর্ক নিয়ে যেমন ধোঁয়াশা তেমনি তাঁর জীবন কোন খাতে গড়াবে তা নিয়েও। |
|
মিমি চক্রবর্তী
এখন কোনও ভাবেই বিয়ের কথা ভাবছি না। এ নিয়ে কী করে কিছু বলি? যখনই বিয়ে করি পাত্রকে ভাল দেখতে হতে হবে। রসিকতাবোধ থাকতে হবে।
কারেন্ট স্টেটাস: একক। মিমি বলেন, ‘সিঙ্গল। বাট নট রেডি টু মিঙ্গল’। অর্থাৎ এখনই কারও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে চান না। যদিও টলিউডে জোর গুজব পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব। এবং সেটা প্রেম।
সম্ভব্য বিয়ের সময়: বিয়ে কবে হবে ঠিক নেই। |
|
রাইমা সেন
এখনও বিয়ে নিয়ে কোনও প্ল্যান করিনি। আসলে ছেলে পাওয়া না গেলে তো কোনও প্ল্যান করা যায় না। তবে হ্যাঁ যখনই বিয়ে করি, পাত্রকে লম্বা এবং সুদর্শন হতে হবে। অগাধ টাকা থাকা চাই।
কারেন্ট স্টেটাস: একক। সিঙ্গল বাট রেডি টু মিঙ্গল।
সম্ভাব্য বিয়ের সময়: ভাল ছেলে পেলে সঙ্গে সঙ্গে বিয়ে হবে। |
|
পার্ণো মিত্র
কোয়েলের বিয়ে হয়ে গেল, আমার অনেক বন্ধুদেরও বিয়ে হয়ে গেল। তাই বলে আমাকেও বিয়ে করতে হবে এমনটা একেবারেই ভাবছি না। আসল কথা বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। একটা কথা আমি মানি, ‘পারফেক্ট’ পাত্র বলে কিছু হয় না। দোষে-গুণে মিলিয়েই মানুষ। ‘ডেসটিনি’ যাকে ঠিক করে রেখেছে তার সঙ্গেই বিয়ে হবে।
কারেন্ট স্টেটাস: শোনা যায় তাঁর এক জন এনআরআই বয়ফ্রেন্ড আছেন। আবার এও শোনা যায় যে তাঁর বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে।
সম্ভাব্য বিয়ের সময়: ইন্ডাস্ট্রির খবর ছবিতে যদি সে ভাবে জায়গা করতে না পারেন বিয়ে হতে পারে বছর দুয়েকের মধ্যেই। |
|
|