অবিশ্বাস্য আগুনে ফাস্ট বোলিংয়ের সাক্ষী থাকল ওয়ান্ডারার্সের দর্শকরা। ডেল স্টেইনের সামনে ৪৯ রানে শেষ হয়ে গেল পাকিস্তান। যা টেস্টে তাদের সর্বনিম্ন রান। মাত্র ৮.১ ওভার বল করে ৮ রান দিয়ে ছ’উইকেট তুলে নিলেন স্টেইন।
এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেসারের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মহম্মদ হাফিজরা। পাকিস্তানের দু’জন মাত্র ব্যাটসম্যান দু’অঙ্কের রান করতে পেরেছেন। আজহার আলি (১৩) এবং মিসবা উল হক (১২)। প্রচণ্ড গতির সঙ্গে স্টেইনের বিষাক্ত সুইংয়ের মোকাবিলা করতে পারেননি পাক ব্যাটসম্যানরা। |
টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫৫ সালে ২৬ অলআউট।
নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করার পর এ বার পাকিস্তানকেও সিরিজের শুরুতেই জোর ধাক্কা দিল গ্যারি কার্স্টেনের দল।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৫৩ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে স্মিথরা ২০৭-৩। অর্থাৎ চারশোরও বেশি রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। |