আজ, রবিবার ময়দানের তালতলা মাঠে আনন্দক্রীড়া। প্রতি বছরের মতো এবিপি পরিবারের সব কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা যোগ দেবেন ২১টি ইভেন্টে। প্রতিযোগীর সংখ্যা প্রায় হাজার। পুরুষদের বিভাগে ১০০, ২০০ মিটার ছাড়া রয়েছে টাগ অফ ওয়ার, হাঁটা, রিলে দৌড়। মহিলাদের বিভাগে রয়েছে ৫০ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁটা ইভেন্ট। ছোটদের বিভাগে দৌড় ছাড়া রয়েছে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। ক্রীড়া শুরু সকাল সাড়ে নটায়। পুরস্কার দেবেন পার্থসারথি সেনগুপ্ত।
|
ইন্ডোর ক্রিকেটকে স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন ইন্ডোর ক্রিকেটে গত দুই বিশ্বকাপের ভারত অধিনায়ক, বাংলার অপরূপ চক্রবর্তী। শনিবার রাজ্য ইন্ডোর ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে থাকা সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, “ইন্ডোর ক্রিকেটের পাশে আছি আমরা। কিন্তু যতক্ষণ না আইসিসি স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ বোর্ড বা সিএবি-র স্বীকৃতি দেওয়া অর্থহীন।” ইন্ডোর ক্রিকেটে বর্ষসেরা ব্যাটম্যানের পুরস্কার পেলেন অপরূপ। সেরা বোলার অঙ্কুর জৈন। সেরা অলরাউন্ডার মোহিত অগ্রবাল। অপরূপ-মোহিত সেরা পার্টনারশিপের জন্য পেলেন মাঁকড়-রায় পুরস্কার।
|
এয়ার ইন্ডিয়াকে ৪-১ গোলে হারিয়ে শনিবার পুণে এফসিকে পিছনে ফেলে দিল ইউনাইটেড স্পোর্টস। আই লিগে ইস্টবেঙ্গল, চার্চিল এবং ডেম্পোর পরে চার নম্বরে এখন এলকো সাতোরির দল (১৯ ম্যাচে ৩০)। এ দিন ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করলেন বিনিথ। একটি গোল র্যান্টির। এ দিকে, ৬ ফেব্রুয়ারি ভারত-প্যালেস্তাইন ম্যাচের আগে রহিম নবির হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেবেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স।
|
রহিম নবির হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেবেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স। ফেডারেশন চেষ্টা চালাচ্ছে কোচিতে ওই অনুষ্ঠানে আই এম বিজয়ন ও জো পল আনচেরিকে আনার। ৬ ফেব্রুয়ারি ভারত-প্যালেস্তাইন ম্যাচের আগে ওই অনুষ্ঠান। ওই ম্যাচ খেলতে নবি-সহ বাকিরা পৌছে যাচ্ছেন আজ রবিবারই। পর্তুগাল থেকে এসে যাওয়ার কথা অধিনায়ক সুনীল ছেত্রীরও।
|
আগামী সপ্তাহ থেকে সিএবি প্রথম ডিভিশন লিগের ম্যাচগুলিতে আম্পায়াররা ব্যবহার করবেন লাইট মিটার। আলো নিয়ে যাতে বিতর্ক না হয়, সেটা দেখতেই এ বার লাইট মিটারের ব্যবস্থা করেছে সিএবি, জানান কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। |