নিশানায় এক। যুদ্ধে অন্তত তিন।
আইপিএল সিক্সের রবিবাসরীয় নিলামকে ব্যাখ্যা করতে গেলে এ ভাবেই ধরতে হবে। নিশানায় অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর তাঁকে পাওয়ার দৌড়ে অন্তত তিন ফ্র্যাঞ্চাইজি।
শনিবার রাত পর্যন্ত যা খবর, তাতে মুম্বই ইন্ডিয়ান্স, পুণে ওয়ারিয়র্স এবং সান রাইজার্স চেন্নাইয়ের নিলামে ক্লার্কের জন্য ঝাঁপাতে পারে। হরভজন সিংহ দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে অধিনায়ক-সমস্যায় মুম্বই। বিকল্প হতে পারতেন রোহিত শর্মা। কিন্তু তাঁকে অধিনায়ক করা নিয়ে দ্বিমত আছে মুম্বই শিবিরে। ক্লার্ককে পাওয়া গেলে অধিনায়ক-জট কাটার পাশাপাশি মিডল অর্ডারে নির্ভরতাও পাওয়া যাবে। রাতে শোনা যাচ্ছে সচিন তেন্ডুলকরকে ফের মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে দেখা যেতে পারে।
পুণে অতটা মরিয়া নয়। তবে তারা নিলাম থেকে ব্যাটসম্যানই খুঁজছে। টিমের হেড কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড। কিন্তু যুবরাজ সিংহ অধিনায়কত্ব করবেন কি না, এখনও নিশ্চিত নয়। সান রাইজার্স আবার খুঁজছে টিমের হাল ধরার মতো সিনিয়র কাউকে। ক্লার্কের ‘বেস প্রাইস’ চার লক্ষ মার্কিন ডলার। মুম্বইয়ের হাতে রয়েছে তেইশ লক্ষ মার্কিন ডলার। পুণের হাতে তেত্রিশ লক্ষ। আর সান রাইজার্সের পকেটে সত্তর লক্ষ।
শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংস আবার খুঁজছে পেসার। অস্ট্রেলিয়ার ডাগ বোলিঞ্জারকে ছেড়ে দেওয়া হয়েছে। চেন্নাইয়ের পছন্দের তালিকায় থাকতে পারেন ডার্ক ন্যানেস বা রবি রামপলের মতো কেউ। পেসার-সমস্যায় ভুগছে দিল্লিও। উমেশ যাদব এখনও পুরো ফিট নন। বরুণ অ্যারনেরও চোট। পেসার বলতে পড়ে থাকছেন মর্নি মর্কেল এবং ইরফান পাঠান। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের দুই বিদেশির স্লট খালি। নিলামের আগে আগে দক্ষিণ আফ্রিকান পেসার মার্চেন্ট ডি’লাঞ্জকে তারা ছেড়ে দিয়েছে। নিলামে তাদের লক্ষ্যেও পেসার থাকার সম্ভাবনা। রবিবারের নিলামে থাকছেন কেকেআর কোচ ট্রেভর বেলিস। অধিনায়ক গৌতম গম্ভীরেরও থাকার কথা।
আর রিকি পন্টিং? তাঁর কী হবে?
ক্লার্কের মতোই চার লক্ষ ডলার ‘বেস প্রাইস’ ধার্য হয়েছে তাঁর। সান রাইজার্স পন্টিংয়ের জন্য যেতে পারে। সে ক্ষেত্রে অধিনায়কের সঙ্গে টিমের মেন্টরও হয়ে যেতে পারেন পন্টিং। এক ফ্র্যাঞ্চাইজি কর্তা দুপুরে বললেন, “বাকিদের ওকে নিয়ে কতটা আগ্রহ থাকবে সন্দেহ আছে। দু’বছর আগের লক্ষ্মণের মতো পন্টিং যদি শেষে আনসোল্ড থেকে যায়, অবাক হব না।” |