|
|
|
|
সবুজ বিপ্লবের আশা সনিয়ার |
সরাসরি ভর্তুকিতে সহায়ক ১০০ দিনের কাজ: মনমোহন |
নিজস্ব প্রতিবেদন |
অনেক বেশি মানুষকে উন্নয়নের আওতায় এনেছে ১০০ দিনের কাজ। ভর্তুকির টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজেও এই প্রকল্প অনেক সাহায্য করবে। আজ এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রায় একই সুরে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর মন্তব্য, দেশে দ্বিতীয় সবুজ বিপ্লব আনতে পারে ১০০ দিনের কাজের প্রকল্প।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ মানুষের উন্নয়নে গতি এনেছে এই প্রকল্প। কাজ থেকে সরাসরি টাকা পাওয়া ছাড়াও রয়েছে অনেক পরোক্ষ প্রভাব। ১০০ দিনের কাজের টাকা মেটানোর জন্য ব্যাঙ্ক ও ডাকঘরে ওই প্রকল্পের কর্মীদের অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, “সরাসরি ভর্তুকির টাকা দেওয়ার ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলি আমাদের সাহায্য করবে।” ব্যাঙ্কে এই প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ৪ কোটি মানুষের অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কৃষির মাধ্যমে গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য আরও ৩০টি কাজকে ১০০ দিনের প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মনমোহন। তাঁর মতে, সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প (আইসিডিএস) ও ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ অর্থ একসঙ্গে ব্যবহার করা গেলে অনেক বেশি উপকার পাওয়া যাবে। মনমোহনের দাবি, ১০০ দিনের কাজে বিভিন্ন দফায় প্রযুক্তির ব্যবহার সরকারি কাজে অনেক স্বচ্ছতা এনেছে।
১০০ দিনের কাজের মাধ্যমে সামাজিক পরিবর্তন আসছে বলে দাবি করেছেন মনমোহন। কারণ, ওই প্রকল্পে উপকৃতদের মধ্যে বড় অংশ মহিলা ও তফসিলি জাতি ও উপজাতির মানুষ। তাঁর মতে, সম্ভবত এই প্রথম কোনও প্রকল্পে পুরুষ কর্মীদের সমান মজুরি পান মহিলারা। ফলে, এই প্রকল্পের মাধ্যমে উপার্জন করে মহিলারা অনেক পরিবারে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন। মনমোহনের মতে, পঞ্চায়েতগুলিকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। তবেই স্থানীয় স্তরে উন্নয়নের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা যাবে। মজবুত হবে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানও।
প্রধানমন্ত্রীর মতোই ১০০ দিনের প্রকল্পের উপরে বিশেষ আস্থা রয়েছে সনিয়া গাঁধীরও। তাঁর মতে, এখনও এই প্রকল্পের অনেক সুবিধা ব্যবহারই করা যায়নি। কারণ, গ্রামে সকলের জন্য সম্পদ তৈরি ও ছোট কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করা যেতে পারে। তবে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেননি তিনি। সনিয়ার আশ্বাস, প্রকল্পে দুর্নীতি রোধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। |
|
|
|
|
|