বাঁকুড়ায় হোমগার্ডদের বিক্ষোভ |
নিয়মিত কাজের দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল বাঁকুড়ার ২০০ এনভিএফ কর্মী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। কর্মীদের অভিযোগ, জেলায় শূন্য পদের তুলনায় অতিরিক্ত হোমগার্ড নিয়োগ করায় ‘রোটেশনাল’ পদ্ধতিতে কাজ করতে হচ্ছে। ফলে তাঁরা নিয়মিত কাজের থেকে বঞ্চিত হচ্ছেন। রোটেশনাল পদ্ধতি বন্ধ ও স্থায়ী কাজের প্রতিশ্রুতি না পেলে এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে এনভিএফ কর্মীদের পক্ষ থেকে।
|
নদিয়ার চাকদহে বাস-লরি সংঘর্ষে মৃত ৪ |
নদিয়ার চাকদহে ৩৪ নম্বর জাতীয় সড়কে পলাগাছার কাছে বরযাত্রীর বাসের সঙ্গে লরির মুখোমুখি মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম হয়েছেন ৯ জন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও ২ জন।
|