টুকরো খবর |
ছন্দপতনের খবর হাইকোর্টেও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাসির পাহাড়ে সুর কেটে গিয়েছিল মুখ্যমন্ত্রীর সভার দিনেই। সেই ছন্দপতনের খবর এসে পড়ল উচ্চ আদালতেও। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জিটিএ নিয়ে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ (ডিজিএইচসি)-এর প্রাক্তন চেয়ারম্যান সুবাস ঘিসিংয়ের মামলার শুনানি চলছিল। যুক্তি সাজিয়ে সওয়াল করছিলেন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। বিচারপতি দীপঙ্কর দত্ত হঠাৎই বলে ওঠেন, সংবাদপত্রে তিনি পড়েছেন, পাহাড়ে এখন অন্য দাবিও উঠছে। তবে এই প্রসঙ্গ আর এগোয়নি। কারণ জিটিএ মামলার সঙ্গে এই খবরের কোনও সম্পর্ক ছিল না। জিটিএ চুক্তি বৈধ কি না, সেটাই এই মামলার মূল বিচার্য। ঘিসিংয়ের বক্তব্য, সংবিধান সংশোধন করে ডিজিএইচসি-র জায়গায় জিটিএ-র নাম অন্তর্ভুক্ত না-করা পর্যন্ত এই চুক্তির কোনও বৈধতা নেই। এর আগে এই মামলার শুনানিতে কেন্দ্রের কৌঁসুলিও জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে জিটিএ-র নাম নথিভুক্তির আগে এটা সংবিধানসম্মত হতে পারে না। একই বক্তব্য জানিয়ে পাহাড়ের অন্য এক সংগঠনও মামলা করেছে। এ দিনের শুনানিতে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র বলেন, জিটিএ সংবিধানের অন্তর্ভুক্ত না-হওয়া পর্যন্ত পাহাড়ে তারা স্থানীয় প্রশাসন চালাতেই পারে। এতে আইনত বাধা নেই। ফের শুনানি বুধবার। হাইকোর্ট কেন্দ্রের কৌঁসুলিকে বলেছে, জিটিএ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে-সব চিঠি চালাচালি হয়েছে, পরের শুনানিতে সেগুলি আদালতে পেশ করতে হবে। শুনানির পরে ঘিসিংয়ের আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, সংবিধান সংশোধন না-করলে যদি জিটিএ চলে, তা হলে তো গোর্খাল্যান্ডও চলতে পারে।
|
স্ত্রী’কে খুন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার মোহরগাঁও গুলমা চা বাগানে। পুলিশ জানায়, মৃতার নাম মাংরি ওঁরাও (৪০)। ধৃতের নাম সেবো রাও। তাঁদের বাড়ি মোহরগাঁও -গুলমা চা বাগানে। এদিন দুপুরে স্বামীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাতে স্বামী-স্ত্রী একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। দু’জনে মদ্যপ অবস্থায় ছিল। সেখান থেকে ফেরার পথে মাংরি দেবী নিজের জামাকাপড় খুলতে শুরু করেন বলে অভিযোগ। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। বাড়িতে ফেরার পরে স্ত্রীকে একটি ধারাল অস্ত্র দিয়ে স্বামী কোপাতে শুরু করে বলে অভিযোগ। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে চোট রয়েছে। স্ত্রী অচৈতন্য হয়ে পড়লে বাড়ির সামনে একটি নালায় তাঁকে চাদর দিয়ে ঢেকে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। এদিন সকালে সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
|
দেড় ঘণ্টা দেহ পড়ে
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যুর পর দেড় ঘণ্টা জাতীয় সড়কের উপর দেহ পড়ে থাকায় রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হল। বৃহস্পতিবার ঘটনাটি ধূপগুড়ির ঠাকুরপাঠ গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে। রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকার ঘটনায় দুই পাশের গাড়িগুলি দাঁড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮টা নাগাদ পুলিশ এসে দেহ তোলার পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ মনিরুদ্দিন (৫৮)। ঘটনায় ক্ষোভ বাড়ছে। বাসিন্দারা জানান, সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দা বিন্নাগুড়ি এমইএসের কর্মী মনিরুদ্দিন বাড়ি থেকে কাজে যাওয়ার সময় গ্রামের রাস্তা পেরিয়ে বাইকে চালিয়ে জাতীয় সড়কে উঠতে গেলেই দুর্ঘটনা ঘটে। ধূপগুড়ি থেকে জয়গাঁগামী চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বাসিন্দারা দেহটি নিয়ে যেতে থানায় খরব দেন। ৮ কিলোমিটার দূর থেকে পুলিশ পৌঁছতে দেড় ঘণ্টা সময় লেগে যায়। ওই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধূপগুড়ি থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন সকালে দেহ তোলার লোক মিলছিল না বলে তাদের দেরি হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।
|
ব্যাঙ্ক থেকে চুরি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ব্যাঙ্কের ভেতর থেকে এক গ্রাহকের পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুর দুয়ার কলেজ হল্টের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য জানান, এ দিন অরবিন্দনগর এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মী বিজন কুমার দেব ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা তোলেন। প্লাস্টিকের ফাইলে টাকা ঢুকিয়ে তা একটি ব্যাগে রেখেছিলেন বিজনবাবু। টেবলে ব্যাগটি রেখে এক পরিচিতের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ে ব্যাগ থেকে টাকা রাখা প্লাস্টিক ফাইল নিয়ে দুষ্কৃতীরা পালায়।
|
ব্যবসায়ীদের বন্ধ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
হাটের একাংশ জায়গার মালিক দাবি করে স্থানীয় কিছু বাসিন্দা কারবারিদের তুলে দেওয়ার প্রতিবাদে বন্ধ পালন করলেন ব্যবসায়ীরা। জলপাইগুড়ি কোতোয়ালির তালমাহাটের ঘটনা। বৃহস্পতিবার ওই ঘটনাকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। এ দিন তালমাহাটে দোকানপাট, ব্যাঙ্ক ও পোস্ট অফিসও বন্ধ ছিল। হাট ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, হাটের কিছু জায়গা তাঁদের পৈতৃক সম্পত্তি দাবি করে এ দিন স্থানীয় কিছু বাসিন্দা ব্যবসায়ীদের সেখান থেকে উঠে যেতে বলেন। হাট ব্যবসায়ী সমিতির সভাপতি বিভূতি রায় বলেন, “কাগজ ছাড়া কী করে ওরা এলাকাটি দাবি করছেন তা জানি না। পুলিশকে জানানো হয়েছে।”
|
প্রতারণার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে একটি অর্থলগ্নীকারি সংস্থার কর্তারা পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার আড়াই মাইল এলাকায়। এদিন সকালে গ্রাহক ও এজেন্টরা ওই অফিসে গিয়ে ভাঙচু করে। পরে পুলিশ গিয়ে তাঁদের অভিযোগের ভিত্তিতে অমিতাভ দাস নামে একজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ডায়মন্ডহারবারের ওই সংস্থাটি দেড় বছর ধরে শিলিগুড়িতে ব্যবসা করছে। অতিরিক্ত হারে সুদের আশ্বাস দিয়ে কয়েক লক্ষ টাকা তুলে নেয় তারা। এদিন সকালে পালিয়ে যায়। পুলিশ ওই সংস্থার এক কর্তার নাম জানতে পেরেছে। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
|
হিমশ্রীকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সোনা জয়ী হিমশ্রী রায়কে সংবর্ধনা জানাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ে তাঁকে এবং তাঁর কোচকে সংবর্ধনা জানান উপাচার্য সমীর কুমার দাস। ২২-২৬ জানুয়ারি কল্যাণীতে ওই প্রতিযোগিতায় হিমশ্রী ১০০ এবং ২০০ মিটারে সোনা জিতেছে। বাংলা থেকে একমাত্র সোনা জিতেছে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের শরীর শিক্ষা বিভাগের ওই ছাত্রী।
|
গোর্খাল্যান্ডে সায় যশোবন্তের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মোর্চা নেতৃত্বের গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ যশোবন্ত সিংহ। রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী। কিন্তু ব্যক্তিগত ভাবে তেলেঙ্গানার মতোই গোর্খাল্যান্ড গঠনের পক্ষে বৃহস্পতিবার সওয়াল করেছেন যশোবন্ত। আজ রাজ্যের একমাত্র বিজেপি সাংসদের সঙ্গে একটি বৈঠক করেন মোর্চা নেতারা। বৈঠকের পরে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকারও সমালোচনা করেন বিজেপি নেতা। |
|