টুকরো খবর
শিশু খুনে গ্রেফতার ৩
চাপড়ায় বছর সাতেকের মামণি মণ্ডলের খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম নায়েব মণ্ডল, মটর হালদার ও দিলীপ হালদার। বৃহস্পতিবার ডোমপুকুর-নওদাপাড়া থেকে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, ‘‘এখনও পর্যন্ত তিন জনকে ধরা হয়েছে। কানের সোনার দুলের হাতাতেই শিশুটিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।’’ তবে ঘটনাস্থলে শিশুটির অর্ন্তবাস মেলায় পুলিশ এখনই যৌন নির্যাতনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। পুলিশ জানিয়েছে, ধৃত মটর হালদার ধর্ষণের চেষ্টার অভিযোগে একবার গ্রেফতার হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর পর দিন বাড়ির পাশেই সর্ষে খেতে মধ্যে হাত দু’টি পিছমোড়া অবস্থায় মামণি মণ্ডলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তার কোমর থেকে নিচের পুরো অংশটাই খুবলে খেয়েছিল হিংস্র কোনও জন্তু। তদন্তে নামানো হয় মোনা নামের প্রশিক্ষিত কুকুর। পুলিশ জানায়, ধৃতদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেছিল ‘মোনা’। যার ফলে অভিযুক্তদের গ্রেফতার করা সহজ হয়েছে।

সংস্কারের দাবি, সড়ক অবরোধ
ভাঙাচোরা সড়ক। তার উপরেই তৈরি হচ্ছে রেল সেতু সংযোগকারী সড়ক। যান চলাচলের সময় ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিবাদে বাসিন্দারা বৃহস্পতিবার সকালে ঘণ্টা তিনেক মিঞাপুরের কাছে রঘুনাথগঞ্জ-উমরপুর রাজ্য সড়ক অবরোধ করেন। আটকে পড়েন বহু মানুষ। জঙ্গিপুর ব্যবসায়ী সমিতির সভাপতি শ্যামল সাহা বলেন, “শহরে ঢোকার এই রাস্তা দিয়ে ভারি যান চলাচলের জন্য গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। পূর্ত দফতরকে জানিয়েও সুরাহা হয়নি।” পূর্ত দফতরের সহকারি বাস্তুকার রাজেন্দ্রকুমার মণ্ডল বলেন, “৫০০ মিটারের ওই সড়ক তৈরির অনুমতি মিলেছে। কিন্তু যান চলাচল বন্ধ রেখে ব্যস্ত ওই রাস্তার মেরামতি করা যাচ্ছে না। ঠাণ্ডা কমলেই রাতের দিকে ওই রাস্তার সংস্কার করা হবে।”

উদ্ধার ৬ শিশু
কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস থেকে ৬ শিশুকে উদ্ধার করল আজিমগঞ্জ জিআরপি থানার পুলিশ। বুধবার গভীর রাতে আজিমগঞ্জ স্টেশনে ট্রেন থেকে ৮-১৪ বছরের ওই শিশুদের উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কাজের প্রতিশ্রুতি দিয়ে বিহারের কাটিহার থেকে ওই শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। মুর্শিদাবাদ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ওই শিশুদের বহরমপুরের একটি হোমে রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও কাটিহারের চাইন্ড লাইন শিশুদের ঠিকানা জানার চেষ্টা করছে।

যাবজ্জীবন ৩ জনের
দু’টি খুনের ঘটনায় জঙ্গিপুরের দু’টি আদালত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। ২০০৭-এর ১৯ জানুয়ারি রঘুনাথগঞ্জের নয়া মুকুন্দপুরে মোবারক শেখ নামে এক যুবক খুন হয়েছিলেন। ওই অপরাধে সোনার্দি শেখ ও হাকিম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন প্রথম ফাস্ট ট্রাক আদালতের বিচারক। অন্য দিকে, ১৯৯০-এর ২৭ মে সমশেরগঞ্জের গাজিনগরে খুন হয়েছিল কিশোরী আজমিরা খাতুন (১৫)। ওই ঘটনায় রবিউল শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক।

ধর্ষণের অভিযোগ
অন্তঃসত্ত্বা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই মহিলা রানিনগর লিখিত অভিযোগে জানায়, বুধবার সন্ধ্যায় পাড়ারই এক যুবক বাড়ির পিছনে কলাবাগানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।’’

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। নাম আনসার শেখ (৭০)। বাড়ি চাপড়া এলাকার হাতিশালায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কামারখাল বাঁধের কাছে ট্রাক্টরের ধাক্কায় মারা যান আনসার। ওই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা শোনপুকুরের কাছে বেশ কিছুক্ষণ করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

পঞ্চায়েত পরিদর্শন
নদিয়ার দু’টি পঞ্চায়েত ঘুরে দেখলেন বিধানসভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ এবং ভূমি সংস্কার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চার সদস্য। বৃহস্পতিবার তাঁরা মায়াপুর-বামনপুকুর-১ ও শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে যান। পরে তাঁরা জেলা প্রশাসনের কর্তা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম ফ্রেন্সি প্রামানিক (২৮)। বাড়ি খড়গ্রামের দেবী পারুলিয়া গ্রামে। বুধবার অসুস্থ মহিলাকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এ দিন বাড়ি ফিরে আসার পর ওই রাতে তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.