টুকরো খবর |
জয় দিয়ে কাপ অভিযান শুরু ভারতের
নিজস্ব প্রতিবেদন |
|
সেঞ্চুরির পরে কামিনী। |
দুই চেন্নাই তনয়ার হাত ধরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ১০৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। ওপেন করতে নেমে কামিনীর ঝোড়ো শতরানের ওপর ভর করেই আজ ২৮৪ রান তোলে মিতালি রাজের দল। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপে যিনি ভাঙন ধরালেন তিনিও চেন্নাইয়ের। নিরাঞ্জনা।বিশ্বকাপে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে শতরান করে নতুন রেকর্ড করলেন ২২ বছরের কামিনী। ২০০৬ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল তাঁর। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর দলে ফেরায় কামিনীর কাছে বিশ্বকাপটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ ছিল। আর প্রথম ম্যাচেই একশো ভাগ সফল তিনি। কামিনীরই শহরের আরেক কন্যা নিরাঞ্জনা এ দিন ভারতের সফলতম বোলার। তিন উইকেট নেন তিনি। বাংলার ঝুলন গোস্বামীও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আবার নিজের চেনা ছন্দে। পিঞ্চ হিটার হিসাবে নেমে ২১ বলে ৩৬ রান করার পাশাপাশি দুই উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। |
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২৮৪-৬ (কামিনী ১০০, ঝুলন ৩৬)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৯ (নিরাঞ্জনা ৩-৫২, ঝুলন ২-১৩)।
|
ওয়ার্নার আসছেন ভারতে
সংবাদসংস্থা • মেলবোর্ন |
শক্তিশালী বোলিং বিভাগ নিয়ে ভারতে টেস্ট সফরে আসছে অস্ট্রেলিয়া। পেস বোলার জেমস প্যাটিনসন পাঁজরের চোট সারিয়ে ফিরছেন। থাকছেন পিটার সিডল, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জ্যাকসন বার্ডের মতো পেসার। স্পিনার থাকছেন নাথান লিয়ঁ, জেভিয়ার ডোহার্টি। সঙ্গে অলরাউন্ডার স্টিভন স্মিথ। টেস্টের অভিজ্ঞতাহীন দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মোজেস হেনরিক ১৭ জনের এই দলে ডাক পেলেন। চোটের জন্য শেন ওয়াটসন দলে রয়েছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। সদ্য চোট পাওয়া ওপেনার ডেভিড ওয়ার্নারও আছেন। এ ছাড়াও দলে রয়েছেন এড কাওয়ান, ফিল হিউজেস, উসমান খোয়াজা, ম্যাথু ওয়েডরা। দল পেয়ে খুশি অধিনায়ক মাইকেল ক্লার্ক এ দিন বলেন, “ইংল্যান্ডই টেস্ট সিরিজে প্রমাণ করেছে, ওদের দেশে গিয়ে ভারতকে হারানো যায়।” তবে হরভজন সিংহ আবার ভবিষ্যদ্বাণী করেছেন, ভারতের ৪-০ সিরিজ জেতা উচিত।
|
আইপিএল নিলামে নজর ক্লার্ক-পন্টিংয়ে
সংবাদসংস্থা • চেন্নাই |
দু’জনের একজনও টি-টোয়েন্টি দুনিয়ার মহাতারকা নন। কিন্তু তবু আসন্ন নিলামে সবচেয়ে বেশি ন্যূনতম দরের মালিক তাঁরাই। এঁরা রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্ক। আগামী রবিবার বোর্ড প্রেসিডেন্টের শহরে নিলাম। প্রত্যাশিত ভাবেই নিলামের তালিকায় এ বারও নেই কোনও পাকিস্তানি ক্রিকেটারের নাম। সেখানে প্রবল উত্তেজনা নেই এখনও ঠিক, কিন্তু আকর্ষণ বাড়ছে দুই অস্ট্রেলীয় পন্টিং এবং ক্লার্ককে ঘিরে। নিলামে যাঁরা উঠতে চলেছেন, সেই ১০১ জন ক্রিকেটারের তালিকা এ দিন পেশ করা হল। পন্টিং এবং ক্লার্কদু’জনেরই ন্যূনতম দাম সেখানে চার লক্ষ মার্কিন ডলার। ভারতীয় হিসেবে দু’কোটি টাকার কিছু বেশি। পন্টিং-ক্লার্ককে ছাড়া আরও দু’জনকে সেরার তালিকায় ধরা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জোহান বোথা এবং জাতীয় দলের প্রাক্তন পেসার রুদ্রপ্রতাপ সিংহ। বোথার ন্যূনতম দর ১ কোটি ৬০ লক্ষ টাকা। আর পি-র দর ৫৩ লক্ষ।
|
ক্লার্কের দল দুর্বল : হরভজন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আইপিএলের ধাঁচে গল্ফ প্রিমিয়ার লিগে উত্তরাখন্ড দলের মালিক হলে কী হবে, হরভজন সিংহর মন পড়ে ক্রিকেটেই। ৬ ফেব্রুয়ারি থেকে ইরানি ট্রফির ম্যাচের দিকে তাকিয়ে আছেন তিনি। শততম টেস্টের মুখে দাঁড়িয়ে থাকা স্পিনার বললেন “এই ম্যাচটাই ফের আমার টেস্ট দলে ঢোকার রাস্তা খুলে দিতে পারে। ইরানি ট্রফিতে ভাল খেলে আমি ভারতীয় দলে ফিরতে চাই। আর শততম টেস্টটা যদি মোহালিতে হয়, তা হলে তো ‘বল্লে বল্লে’।” মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া দলকে অস্ট্রেলিয়ার নিকৃষ্টতম দল বলছেন ভাজ্জি। তাঁর মতে, “আমরা আগে যে সব অস্ট্রেলিয়া দলের সঙ্গে খেলেছি। সেই তুলনায় ভারত সফরে আসা বর্তমান দলটি সবেচেয় দুর্বল। ভারত যদি নিজেদের সেরাটা অসিদের বিরুদ্ধে দিতে পারে। তাহলে আমাদের এই সিরিজটা ৪-০ জেতা উচিত।”
|
ধোনির নামে পারফিউম
সংবাদসংস্থা • দুবাই |
রজার ফেডরার। ডেভিড বেকহ্যামদের পাশে এ বার লেখা হয়ে গেল ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নামও। তাঁদের মতো এবার ধোনির নামেও বেরোচ্ছে সুগন্ধী ‘৭ বাই এম এস ধোনি’। কেন ৭? কারণ, এটাই তাঁর ‘লাকি নাম্বার’। দুবাইয়ের এক নামী হোটেলে আনুষ্ঠানিক ভাবে বাজারে এল ধোনির নামের এই নয়া পারফিউম। এই সিরিজের মোট ছ’রকমের পারফিউম পাওয়া যাবে। এই সব গন্ধ ধোনির নিজেরই বাছা। ধোনি বললেন, “আমার জন্ম জুলাইয়ের সাত তারিখে। জার্সির নম্বর সাত। তাই এটাই আমার প্রিয় সংখ্যা।”
|
কার্লোস এখন ফিরতে নারাজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্লাবের জরিমানার হুমকি-মেল পেলেও এখনই ফিরতে নারাজ কার্লোস হার্নান্ডেজ। নীরবতা ভেঙে ইউনাইটেডের কর্তাদের জানিয়ে দিলেন, বাবার মৃত্যুর পর মা মানসিক অবসাদে ভুগছেন। ২ ফেব্রুয়ারি ফেরা সম্ভব নয়। আরও দিন পনেরো ছুটি চাই। কিন্তু কার্লোসকে সময় দিতে নারাজ তাঁর ক্লাব। ইউনাইটেড কর্তারা ঠিক করেছেন, নির্ধারিত দিনে না ফিরলে কার্লোসের মাইনে কেটে নেওয়া নেওয়া হবে। করা হবে জরিমানাও।
|
প্যারিস সাঁ জাঁ-তে সই বেকহ্যামের
সংবাদসংস্থা • প্যারিস |
মার্কিন মুলুকের পর এ বার ফ্রান্স। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জিনেদিন জিদানের দেশের ক্লাব প্যারিস সাঁ জাঁ-তে নিজের ফুটবল জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। আপাতত চুক্তি পাঁচ মাসের। রবিবারই ফরাসি ক্লাবটির তরফে এ খবর জানানো হয়েছে। বেকহ্যাম জানিয়েছেন প্যারিসে ফুটবল থেকে উপার্জনের পুরোটাই তিনি দান করবেন শিশুদের দাতব্য সংস্থায়।
|
জাতীয় প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রাজ্য স্তরে সাফল্য এ বার জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলার সুযোগ করে দিল দুই রেলকর্মীকে। তাঁরা হলেন, ৪৫ বছর বিভাগে মনতোষ কুমার দে ও ৪৩ বছর বিভাগে তুষারেন্দুশেখর তালুকদার। ২১ফেব্রুয়ারি মুম্বইয়ে ওই প্রতিযোগিতায় তাঁরা অংশ নেবেন।
|
রাজ্য গেমসে |
শেষ দিন ব্যাডমিন্টনের জোড়া খেতাব জিতলেন অরূপ বৈদ্য। সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন, পেলেন পুরুষদের ডাবলস খেতাবও। মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন ক্ষীরাঙ্কি সেনগুপ্ত। বক্সিংয়ের বেশ কিছু ম্যাচ উত্তেজনাপূর্ণ হল। চ্যাম্পিয়ন হলেন মুকেশ পাসওয়ান ও তসলিমা খাতুনরা। |
|