টুকরো খবর
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী
মারা গেলেন স্বাধীনতা সংগ্রামী তথা বৈষ্ণব পণ্ডিত, সোনারাম চুটিয়া। জীবনভর জাতিভেদের বিরুদ্ধে লড়াই চালানো চুটিয়াকে গত কাল বেলা সাড়ে বারোটা নাগাদ অসুস্থ অবস্থায় যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ন’টা নাগাদ তিনি মারা যান। ৯৭ বছর বয়সী সোনারামবাবুর দেহ আজ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে রাখা হয়। রাজ্যের মন্ত্রী, আমলা, শিক্ষাবিদ, বৈষ্ণবসাধক থেকে শুরু করে আম জনতার সারিবদ্ধ ভাবে তাঁকে শ্রদ্ধা জানায়। কটন কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক সোনারামবাবু শিবসাগরে বিজ্ঞান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। দশম শ্রেণিতে পড়ার সময় প্রথম তিনি গাঁধীজিকে দেখেন। পরে ব্যক্তিগত ভাবে গাঁধীর সঙ্গে দেখা করেন তিনি। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে তিনি জেলে যান। জেলেই ১৯৪৩ সালে গড়মুর সত্রের সত্রাধিকার পীতাম্বর দেব গোস্বামীর সঙ্গে তাঁর দেখা হয়। তাঁর প্রেরণাতেই তিনি শ্রীমন্ত শঙ্করদেব সঙ্ঘে যোগ দেন। আমৃত্যু সঙ্ঘের মুখ্য পরামর্শদাতা ছিলেন তিনি। ২০০০ সালে সোনারামবাবুকে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কারে সম্মানিত করা হয়। সোনারাম চুটিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়ক ও মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

ধর্ষণ মামলায় পাঁচটি বেঞ্চ
নিয়ম করে, প্রতিদিন ধর্ষণের মামলার শুনানির জন্য পাঁচটি স্পেশ্যাল বেঞ্চ তৈরি করল গৌহাটি হাইকোর্ট। পাঁচটি বেঞ্চকে ১০০টি মামলার দায়িত্ব দেওয়া হয়। তার মধ্যে ৯৮টি মামলার শুনানি কালই শুরু হয়েছে। গৌহাটি হাইকোর্টে প্রায় ২০০ ধর্ষণের মামলা ঝুলছে। কামরূপ, নগাঁও ও ধুবুরি জেলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য চালু হল ফাস্ট ট্র্যাক আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ মেনেই গৌহাটি হাইকোর্টের এই পদক্ষেপ।

প্রবেশ নিষেধ
জারোয়াদের এলাকায় পর্যটকদের ঢোকা এমনিতেই বন্ধ। এ বার থেকে স্থানীয়দেরও সেখানে ঢুকতে গেলে দেখাতে হবে পরিচয়পত্র, কিনতে হবে টিকিট। জারোয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে বৃহস্পতিবার এই নির্দেশ আন্দামান ও নিকোবর প্রশাসনের। জারোয়া এলাকার মধ্যে দিয়ে গিয়েছে আন্দামান ট্রাঙ্ক রোড। নয়া নির্দেশে বলা হয়েছে, ওই রাস্তা দিয়ে এ বার থেকে সরকারি বা বেসরকারি কোনও বাসই যাতায়াত করতে পারবে না।

আত্মঘাতী ব্যাঙ্ককর্মী
গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা উদ্ধার করার দুশ্চিন্তায় আত্মঘাতী হলেন ৫৬ বছরের ব্যাঙ্ক ম্যানেজার। পুলিশ জানিয়েছে, বুধবার মিরা রোড রেল স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গ্রাহকদের ঋণের টাকা উদ্ধার করার ব্যাপারে গত কয়েক দিন ধরেই প্রচণ্ড মানসিক চাপে ছিলেন তিনি।

পাক সেনার পাল্টা চাপ খারিজ অ্যান্টনির
ভারতীয় সেনা তাদের জওয়ানদের মাথা কেটে নিয়েছিল বলে পাক সেনা যে দাবি করেছিল, তা উড়িয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। সম্প্রতি পাক সেনা জম্মু-কাশ্মীরের মেন্ধার সেক্টরে দুই ভারতীয় জওয়ানকে হত্যা করে এক জনের মাথা কেটে নেওয়ায় নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা তৈরি হয়। পাক সেনা এই অভিযোগ অস্বীকার তো করেই, উপরন্তু রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক শিবিরে পাল্টা অভিযোগ করে যে, গত ১৫ বছরে বহু বার পাক জওয়ানদের মাথা কেটে নিয়েছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার সেই অভিযোগ খারিজ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমেছে। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

তিন-ডি নয়, চার-ডি
এত দিন ত্রিমাত্রিক গণতন্ত্রের কথা জানা ছিল। ত্রিমাত্রিক অর্থাৎ থ্রি-ডির অর্থ ডিবেট অ্যান্ড ডিসকাশন (তর্ক ও আলোচনা), ডিসেন্ট (মতবিরোধ) ও সব শেষে ডিসিশন (সিদ্ধান্ত)। কিন্তু এখন যোগ হয়েছে নতুন আর এক ‘ডি’ ডিসরাপশন (দলগঠনে অনৈক্য)। চেন্নাইয়ের একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গণতন্ত্রকে এ ভাবেই ব্যাখ্যা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে সংসদে এবং বিধানসভায় যে প্রবল মতবিরোধ দেখা যাচ্ছে তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেল তাঁর এই কথার মধ্য দিয়ে। তিনি বলেন “এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলিকে শুধু পাশ কাটিয়ে চলে যাওয়া যায় না। এটা মোকাবিলা করার সময়, কী ভাবে মোকাবিলা করব সেটা ভাবার সময় নয়।”

সুভাষ কি না
গুমনামি বাবা ওরফে ভগবানজি সুভাষচন্দ্র বসু কি না তা খতিয়ে দেখতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিল ইলাহাবাদ হাইকোর্ট। ফৈজাবাদের রামভবনে থাকতেন গুমনামি বাবা। তিনিই সুভাষচন্দ্র বলে বিশ্বাস করতেন অনেকে। তবে এ কথা মানতে রাজি হয়নি বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন। ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটিতে বিশেষজ্ঞদের রাখতে হবে। নেতৃত্বে থাকবেন হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি। তিন মাসের মধ্যে সরকারকে তদন্তের ফল জানাতে নির্দেশ দিয়েছে আদালত।

গডকড়ীকে জেরা
প্রাক্তন বিজেপি সভাপতি নিতিন গডকড়ীকে প্রায় চার ঘণ্টা ধরে জেরা করল আয়কর বিভাগ। বৃহস্পতিবার, নাগপুরের সদর দফতরে তদন্তকারী অফিসার গীতা রবিচন্দন তাঁকে জেরা করেন। আয়কর দফতর সূত্রের খবর, গডকড়ীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একাধিক বেসরকারি সংস্থায় বিনিয়োগ করে আয়কর ফাঁকি দিয়েছেন। গডকড়ী সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

ধর্ষিতাদের চিকিৎসায় তৎপর হাইকোর্ট
দিল্লির সমস্ত হাসপাতালে ধর্ষিতা বা নিগৃহীতাদের দ্রুত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দিল্লি সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি আদালতের নির্দেশ, পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি নিতে হবে। দিল্লি সরকারকে কোর্ট বলেছে, সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে যেন এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.