সিনেমার সংলাপ নিয়ে জাভেদ |
|
বইমেলার মাঠে কলকাতা লিটারারি মিটে জাভেদ আখতার। |
মান্টো গল্পে যৌনতার কথা লিখতেন, কিন্তু সুড়সুড়ি দিতেন না। শতবর্ষ পেরোনো উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোকে নিয়ে সাহিত্য উৎসবের এক অধিবেশনে বলে গেলেন জাভেদ আখতার। দেশভাগ নিয়ে ‘টোবা টেক সিংহ’র মতো ছোটগল্পের পাশাপাশি মুম্বই ছবিতে চিত্রনাট্য এবং সংলাপও লিখতেন মান্টো। দেশভাগের পরে পাকিস্তানে চলে যান, কিন্তু জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারেননি। অবশেষে লাহৌরের বাড়িতে মৃত্যু হয় তাঁর। “সিনেমার সংলাপ আসলে গরিব মানুষের টেলিগ্রাম”, বললেন জাভেদ। আজ, শুক্রবার সাহিত্য উৎসবে ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কি না’ সংক্রান্ত বিতর্কে যোগ দেবেন এই চিত্রনাট্যকার।
|
ফের কাজ শুরু নয়া মেট্রোর |
বৌবাজারে মেট্রোর জমি-জট নিয়ে মামলা এখনও বিচারাধীন। পাশাপাশি, গঙ্গার নীচ থেকে কলকাতার দিকে কোন পথে মেট্রো যাবে তা-ও জানা নেই। তবুও আজ, শুক্রবার থেকে সেই থমকে যাওয়া কাজ শুরু করছেন ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে বকেয়া টাকার কিছুটা অংশ মেটানোয় তারা কাজ করতে রাজি হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। সমস্যা জিইয়ে রেখে কাজ শুরুর অর্থ কী? মেট্রোর এক পদস্থ ইঞ্জিনিয়ার বলেন, “ব্যাপারটা কেন্দ্র দেখছে। সমস্যার দিকে আপাতত তাকাচ্ছি না। টাকা এসে গিয়েছে। আমাদের লক্ষ্য বর্ষার আগেই হাওড়া ও কলকাতার দিকে স্টেশন তৈরি ও সুড়ঙ্গ কাটার কাজ এগোনো।”
|
দমদমের জোড়া খুনের ঘটনায় বৃহস্পতিবার নন্দীবুড়ো নামে আরও এক জন গ্রেফতার হল। আগেই গ্রেফতার হয় তোতন নামে এক যুবক। মৃত অভিজিৎ সাহার বাবা যে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তাদের মধ্যে এই দু’জনের নাম আছে। এখনও পলাতক বিজয়, মানা এবং ঞ। পুলিশ জানায়, ধৃতদের জেরায় আরও নাম উঠে এসেছে। তাদেরও খোঁজ চলছে। পুলিশের দাবি, ঘটনার রাতে অভিযুক্তদের সঙ্গে অভিজিৎ ও তার জামাইবাবু কৌশিকের মারামারি হয়। পুলিশের অনুমান, তোলাবাজি নিয়েই গোলমাল। পুলিশ জেনেছে, অভিজিৎ এবং কৌশিক তোলাবাজিতে জড়িয়ে পড়েছিলেন।
|
শাস্তির মুখে সীমান্তরক্ষী |
শ্যামবাজারে শ্লীলতাহানিতে অভিযুক্ত সীমান্তরক্ষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। ওই বাহিনীর ডিজি সুভাষ জোশী বৃহস্পতিবার জানান, অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। জোশী বলেন, “ভবিষ্যতে যাতে এমন ঘটনা না -ঘটে, তার ব্যবস্থা করছি।” বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতে এ দিনই তিনি দিল্লি থেকে কলকাতায় আসেন। বাহিনীর এডিজি বংশীধর শর্মা জানান, সীমান্তের গ্রামে অনেক ছেলেমেয়ের জন্ম থেকেই ঠোঁটের একটি অংশ কাটা। তিনি বলেন, “দারিদ্রের কারণে ওরা চিকিৎসা করাতে পারে না। ওই অবস্থায় বড় হয়ে ওঠে এবং আস্তে আস্তে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।” বেসরকারি সংস্থার সাহায্যে এই ধরনের ছেলেমেয়েদের কলকাতায় এনে অস্ত্রোপচারে উদ্যোগী হয়েছে বিএসএফ।
|
এক বিদেশি যুবকের হারিয়ে যাওয়া কয়েক হাজার ডলার, পাসপোর্ট ও ভিসা ফেরত দিলেন এক ট্যাক্সিচালক। পুলিশ জানায়, বাবুরাম মাহাতো নামে ওই ট্যাক্সিচালক পর্ণশ্রীর বাসিন্দা। মঙ্গলবার মালয়েশিয়ার বাসিন্দা ব্র্যান্ডন জন থেসেইরা হাওড়া স্টেশন থেকে তাঁর ট্যাক্সিতে রয়েড স্ট্রিটে এসে একটি হোটেলে ওঠেন। তাঁর ডলার, পাসপোর্ট ও ভিসা -সহ ব্যাগ ট্যাক্সিতে রয়ে যায়। রাতে ব্যাগটি পান বাবুরাম। |