টুকরো খবর
চেম্বার অফ কমার্সের সভা
চেম্বার অফ কমার্সের সভা
মেদিনীপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা হল বৃহস্পতিবার। মেদিনীপুর শহরে এই সভায় ২০০ জন প্রতিনিধি যোগ দেন। বর্তমান প্রেক্ষিতে ব্যবসায়ীদের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ব্যবসায়ীরা মূলত, ফুড সেফটি অ্যাক্ট, রেগুলেটেড মার্কেটিংয়ের সমালোচনায় মুখর ছিলেন। তাঁদের অভিযোগ, এগুলি শহরের বড় বড় হোটেল বা ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও মফস্‌সলের সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে তা পালন করা খুবই কঠিন। সে ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তারই সঙ্গে মেদিনীপুর শহরের পরিবহন ব্যবস্থা নিয়েও সমস্যার কথা জানান। বিশেষত, শহরে যানজট এড়াতে প্রশাসন দিনের বেলায় লরি ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেক্ষেত্রে রাতেই পণ্য সরবরাহ করতে হয়। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক উদয় পাল বলেন, “রাতে তো দোকান বন্ধ থাকে। কর্মচারী ও শ্রমিক পাওয়াও কঠিন। তাই দিনে লরি ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আমাদের সমস্যায় ফেলবে।” সভায় ছিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি সুনীল দাশগুপ্ত, বর্তমান কোষাধ্যক্ষ জি পি সরকার, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি। জেলার সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক।

পৌনে তিন লক্ষ রান্নার গ্যাস সংযোগ বন্ধ রাজ্যে
ভুয়ো ঠিকানা বা অন্যান্য ভুল তথ্যের জন্য রাজ্যের প্রায় পৌনে তিন লক্ষ গ্রাহককে রান্নার গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেল ও গ্যাস সংরক্ষণ নিয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান ইন্ডিয়ান অয়েলের অন্যতম এগ্জিকিউটিভ ডিরেক্টর ইন্দ্রজিৎ বসু। তিনি বলেন, “ওই গ্রাহকেরা নাম-ঠিকানার সঠিক তথ্য জমা দিলে তবেই ফের গ্যাস পাবেন। না হলে তাঁদের নাম বাতিল করে দেওয়া হবে।” পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস গ্রাহক প্রায় ৬৮-৬৯ লক্ষ। এঁদের মধ্যে ১৮ লক্ষের নাম, ঠিকানা-সহ অন্যান্য তথ্য সম্পর্কে তেল সংস্থাগুলির সন্দেহ হয়। গত ক’মাস ধরে ডিলারদের কাছে ওই গ্রাহকদের যাবতীয় তথ্য (কেওয়াইসি বা নো ইওর কাস্টমার) সংগ্রহ করা হচ্ছিল। এর মধ্যেই আপাতত পৌনে তিন লক্ষের সরবরাহ বন্ধ করা হয়েছে।

শুরু হল বাণিজ্য মেলা
কোথায় ‘করাচি দরবার’! কোথায়ই বা সেই পাঠানি খানার সুবাস? ভিসা বিতর্কের চেনা পাকে আটকে পড়ে, গুয়াহাটির আন্তর্জাতিক বাণিজ্য মেলা (আইটিএফএএ) চত্বরে এখনও অনুপস্থিত পাকিস্তান। উত্তর-পূর্বের বৃহত্তম তথা সবচেয়ে পুরনো বাণিজ্য সমাবেশ আইটিএফএএ। উদ্যোক্তা রাজেশ দাস জানান, বিদেশ মন্ত্রকের তরফে পাক প্রতিনিধিদের ছাড়পত্র দেওয়া হয়নি। তবে তাঁর আশা, শীঘ্রই সমস্যা মিটবে। গত কাল, মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে বাণিজ্য মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি অবধি। মেলায় এখন অবধি অংশ নিয়েছে মায়ানমার, তাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল। তাইল্যান্ডের রাষ্ট্রদূত পিসান মানাওয়াপাত বলেন, “উত্তর-পূর্বের হস্তশিল্পীদের ব্যাংককের বাণিজ্য সমাবেশে অংশ নেওয়ার আমন্ত্রণ রইল। সেখানে ‘মেড ইন নর্থ-ইস্ট’ শিল্পের বেশ কদর রয়েছে।”

গত অর্থবর্ষে সংশোধিত বৃদ্ধির হার ৬.২ শতাংশ
বিগত ২০১১-’১২ আর্থিক বছরের জন্য সংশোধিত আর্থিক বৃদ্ধির হার প্রকাশ করল কেন্দ্র। আগের হিসাব ৬.৫% থেকে তা কমিয়ে ৬.২% করল কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর। পাশাপাশি, ২০১০-’১১ সালের জন্য তা ৮.৪% থেকে বাড়িয়ে করা হয়েছে ৯.৩%। ২০১১-’১২ সালের জন্য মাথাপিছু আয় আগের বছরের ৫৪,১৫১ টাকা থেকে বেড়ে হয়েছে ৬১,৫৬৪। মাসিক ভিত্তিতে তা ৫১৩০ টাকা।

ডয়েশ ব্যাঙ্কের ক্ষতি
ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ২২০ কোটি ইউরো (১৬,০৬০ কোটি টাকা) লোকসান করল ডয়েশ ব্যাঙ্ক। আগের বছর একই সময়ে তারা নিট মুনাফা করে ১৮.৬০ কোটি ইউরো। এ বার অবশ্য আয় ৬৮৯ কোটি ইউরো থেকে বেড়ে ছুঁয়েছে ৭৮৭ কোটি। কর্তৃপক্ষের দাবি, ব্যাঙ্ক ঢেলে সাজার প্রক্রিয়ায় বিপুল খরচ হয়েছে। ফলে ওই লোকসান।

উত্তর-পূর্বের জন্য
একটি প্রাইভেট ইক্যুইটি ফান্ড গড়তে বিশ্ব ব্যাঙ্কের শাখা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের সঙ্গে হাত মেলাল ইয়েস ব্যাঙ্ক। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শিল্পে লগ্নি করবে ওই ফান্ড। ওই অঞ্চলে উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি।

পরিকাঠামোয় বৃদ্ধি
৮টি পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার ডিসেম্বরে আগের বছরের ৪.৯ শতাংশের তুলনায় কমে হল ২.৬%। তবে নভেম্বরে তা ছিল ১.৬%। প্রাকৃতিক গ্যাস, কয়লা, সার উৎপাদন কমা এর কারণ।

অয়েল ইন্ডিয়ার শেয়ার
অয়েল ইন্ডিয়া বিলগ্নিকরণে শেয়ারের ন্যূনতম দর ৫১০ টাকায় বেঁধে দিল কেন্দ্র। যা বাজারের থেকে ৫.৪% কম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.