বিনোদনের টুকরো খবর |
|
অমিতাভের গান
সংবাদসংস্থা • মুম্বই |
শান্তির বার্তা দিতে মঞ্চে গাইলেন অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। গেয়েছেন সোনু নিগম, শানও। বুধবার রাতে আন্ধেরিতে ‘গ্লোবাল সাউন্ড অফ পিস’ শীর্ষক ওই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শান্তির বার্তা দেওয়া এবং ২৬/১১-য় নিহতদের শ্রদ্ধা জানানো। মঞ্চ সাজানো হয়েছিল বেলুন ও রাজহাঁসের নক্সা দিয়ে। লাল নয়, ছিল সাদা কার্পেট। গান গেয়ে রীতিমতো উচ্ছ্বসিত অমিতাভ।
|
দশ বছর জেল হতে পারে সলমনের |
অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে দশ বছর পর্যন্ত জেল হতে পারে সলমন খানের। ২০০২ সালে তাঁর গাড়ির তলায় চাপা পড়ে মারা যান এক ঘুমন্ত ফুটপাথবাসী, আহত হন আরও চার জন। এই ঘটনার মামলার শুনানি শুরু হয়েছিল ২০০৫ সালে। ২০১১ সালে অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর অভিযোগে কম শাস্তির রায় ঘোষণা করে মুম্বই হাইকোর্ট। কিন্তু এর পর আরও কঠিন শাস্তির জন্য আবেদন জানায় মুম্বই পুলিশ। সলমনের বিরুদ্ধে পেশ করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সে আবেদন গৃহীত হয়েছে আদালতে।
|
শতরূপার ছবির জন্য গবেষক বিজেপি নেতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চলচ্চিত্র পরিচালক শতরূপা সান্যালের ছবির জন্য তথ্য সরবরাহ করেছেন বিজেপি-র রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। পলাশির যুদ্ধেরও আগে মেদিনীপুরে রানি শিরোমণির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ হয়। সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে ছবি করছেন শতরূপা। তার জন্য গবেষণার কাজটি করেছেন শমীক। ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘রানি শিরোমণি’। অক্টোবরে জঙ্গলমহলে শু্যটিং শুরু হওয়ার কথা। শতরূপার কথায়, “বাঙালি মহিলার বীরত্ব তুলে ধরার জন্য এই ছবি করতে চাই।” শমীকের বক্তব্য, “মেদিনীপুরের মানুষের সংগ্রামের প্রতি আমার বরাবরই শ্রদ্ধা আছে। সে জন্যই ওই বিষয়ে আমি গবেষণা করেছি।”
|
বালুরঘাটে উত্তরবঙ্গ উৎসবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। —নিজস্ব চিত্র। |
তারার আলো:
বিধাননগর মেলায় দেব। বৃহস্পতিবার। ছবি: শৌভিক দে |
|
|