তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গোলমাল বাধল পাণ্ডবেশ্বরের মহাল এলাকায়। দু’পক্ষই পুলিশে অভিযোগ করেছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতা শেখ আজাদের দাবি, বুধবার দলের অঞ্চল সভাপতি নিমাই মণ্ডলের অনুগামীরা শ্যামলা কোলিয়ারির পরিত্যক্ত আবাসনে বসবাসকারী এক ব্যক্তির কাছে টাকা দাবি করে। না দিলে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আজাদ অভিযোগ করেন, খবর পেয়ে তাঁরা গেলে নিমাইবাবুর লোকজনের সঙ্গে বচসা বাধে। পুলিশ গিয়ে তখন সমস্যা মেটায়। আজাদ অভিযোগ করেন, এর পরে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফেরার সময়ে নিমাইবাবুদের লোকজন চড়াও হয়। তবে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালায়। এই ঘটনায় নিমাই মণ্ডল-সহ কুড়ি জনের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ করেছেন শেখ আজাদেরা। নিমাইবাবু অবশ্য আজাদদের সঙ্গে কোনও বিবাদের কথা মানতেই চাননি। তাঁর আবার অভিযোগ, বোমা, বন্দুক, রড নিয়ে সিপিএমের পঞ্চায়েত সদস্য মুনির মণ্ডল সেই সন্ধ্যায় দলীয় কিছু সমর্থককে নিয়ে তাঁদের কার্যালয়ে চড়াও হন। তাঁরা ভয়ে দোকানের ছাদে উঠে পড়েন। সিপিএমের লোকজন তাঁর মোটরবাইক, আসবাব ভাঙচুর করে চলে যায় বলে নিমাইবাবুর অভিযোগ। মুনির মণ্ডল অবশ্য বলেন, “এ সবের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় অবৈধ কয়লা, লোহা এবং বালি ব্যবসা নিয়ে তৃণমূলের দু’টি গোষ্ঠীর প্রায়ই ঝামেলা হচ্ছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
ইসিএলের একটি পরিত্যক্ত গুদাম ঘরে আগুন লেগে বেশ কিছু সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মর্ডান সাতগ্রাম কোলিয়ারির ঘটনা। ইসিএল সূত্রে জানা গিয়েছে,সকালে আচমকা ওই তালা বন্ধ গুদাম থেকে ধোঁয়া বেরোনোর খবর পাওয়া যায়। তারপরই আগুন বেরোতে শুরু করে। আসানসোল ও রানিগঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল দফতর জানায়, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। তাদের কাছ থেকে দু’রাউন্ড গুলি ভর্তি একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি দেশি পাইপ গান ও ১১টি বোমা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাঁকসা থানার রাজবাঁধ ভৈরবতলার নীতেশ সরকার, রাজবাঁধ উত্তরপাড়ার বিকাশ বাউড়ি এবং বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা রাজু সিকদার নামে ওই তিন দুষ্কৃতীকে ধরা হয়েছে।
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে লাউদোহার এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার নির্দেশ দিল দুর্গাপুর আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২৮ এপ্রিল মানিক রুইদাস বাউড়ি নামে ওই ব্যক্তি প্রতিবেশি ৬ বছরের এক বালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছিলেন।
|
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার কোকওভেন থানার শ্যামপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সহদেব মাজি (৬৪)। বাড়ি সুভাষপল্লিতে। এ দিন তিনি সাইকেলে বাজার যাওয়ার পথে ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে।
|
দুর্গাপুর
সুপার ডিভিশন ক্রিকেট। এমএএমসি মাঠ। সকাল ১০টা।
নকআউট ক্রিকেট। তিলক রোড ময়দান। দুপুর দেড়টা। ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস।
জামুড়িয়া
দেবাশিস ঘটক ও রবীন কাজী স্মৃতি ক্রিকেট। আজাদ হিন্দ মাঠ। দুপুর ২টা।
অন্ডাল
ক্রিকেট প্রতিযোগিতা। দুপুর ২টা। ধান্ডাডিহি গ্রাম। |