টুকরো খবর
কুষ্ঠ রোগীদের বিক্ষোভ
বাঁকুড়ায় বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
বদলি হয়ে যাওয়া চিকিৎসককে ফিরিয়ে আনার দাবিতে জেলা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন কুষ্ঠ রোগীরা। বুধবার বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতি। বাঁকুড়ার গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল থেকে সদ্য বদলি হয়েছেন চিকিৎসক বাণীপ্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর বদলি আটকাতে কুষ্ঠ রোগীরা হাসপাতাল চত্বরে গত ৩১ ডিসেম্বর থেকে টানা নয় দিন অনশনেও বসেছিলেন। হয়েছিল পথ অবরোধও। কিন্তু বদলি আটকানো যায়নি। ওই সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রাধাবল্লভ পাণ্ডার দাবি, “কুষ্ঠরোগীদের গায়ে হাত দিয়ে চিকিৎসা করতেন বাণীপ্রসাদবাবু। তাঁর বদলি আটকাতে জেলা স্বাস্থ্য আধিকারিকরা রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনায় করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সেই কথায় আমরা অনশন তুলেছিলাম। কিন্তু তাঁরা কথা রাখেননি।” একই সঙ্গে তাঁরা কুষ্ঠরোগীদের স্বার্থ সর্ম্পকিত আরও কিছু দাবি জানান। জেলা শাসক বিজয় ভারতী বলেন, “ওই চিকিৎসকের বদলির বিষয়টি স্বাস্থ্য দফতরের। আমাদের কিছু করার নেই।”

তৃণমূলের অভিযোগ
পঞ্চায়েত নির্বাচনের আগে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবি নিয়ে সিপিএমের নামে রাজনীতি করার অভিযোগ তুলল তৃণমূল। বুধবার রায়গঞ্জে মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ওই অভিযোগ করেন জেলা তৃণমূল সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য। মঙ্গলবার চাকুলিয়ায় দলীয় কর্মিসভায় বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন, “সিপিএম প্রথম থেকেই রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির পক্ষে। বাম সরকারই রায়গঞ্জে হাসপাতাল তৈরির ১০০ একর জমি চিহ্নিত করেছিল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আমি নিজে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের বাড়িতে গিয়ে জমি অধিগ্রহণ করার সম্মতি চেয়েছিলাম। তিনি সম্মতি দেননি।” অমলবাবু বলেন, “সূর্যকান্তবাবু মিথ্যা কথা বলছেন। দু’বছর সময় পেয়ে বামফ্রন্ট জমি অধিগ্রহণ করতে ব্যর্থ হয়েছে।”

প্রসূতির মৃত্যু, অন্ডালে ভাঙচুর নার্সিংহোমে
উখড়ায় তোলা নিজস্ব চিত্র।
এক প্রসূতির মৃত্যুর জেরে নার্সিংহোমে ভাঙচুর চালালেন মৃতার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অন্ডালের খান্দরা নাক কাজোড়ার বাসিন্দা অ্যাম্বুল্যান্সের চালক বাবুয়া সাউ জানান, তাঁর স্ত্রী মমতা সাউ (৪০) ২৫ জানুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। ২৬ জানুয়ারি অস্ত্রোপচার করা হয় তাঁর। একটি পুত্র সন্তানের জন্ম দেন মমতাদেবী। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নার্সিংহোম কর্তৃপক্ষ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করাতে বলেন। সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। বাবুয়াবাবুর দাবি, দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের চিকিত্‌সকেরা তাঁকে জানিয়েছেন, উখড়ার ওই নার্সিংহোমে ভুল পদ্ধতিতে অস্ত্রোপচারে করার ফলেই মৃত্যু হয়েছে মমতার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উখড়ার ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

চিকিত্‌সা নিয়ে ক্ষোভ খোট্টাডিহিতে
কোলিয়ারির চিকিত্‌সা কেন্দ্রে নিয়মিত চিকিত্‌সা পরিষেবার দাবিতে বুধবার খোট্টাডিহি খোলামুখ খনির উত্‌পাদন এবং পরিবহন একঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন খনি শ্রমিকেরা। তাঁদের দাবি চিকিত্‌সা কেন্দ্রে নিয়মিত আসেন না চিকিত্‌সকেরা। তার প্রতিবাদ করতে হবে। পাণ্ডবেশ্বর এরিয়ার জিএম মনোজকুমার জানান, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.