ধুলো, রাস্তা সারানোর দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
একে বেহাল রাস্তা। তার উপরে ধুলোর ঝড়। ঘরে বসে থাকা সম্ভব হচ্ছে না। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ওই ঘটনায় ক্ষুব্ধ মাদারিহাটের বাসিন্দারা দ্রুত মেরামতের কাজ শেষ করার দাবিতে বুধবার আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদারিহাট থেকে হাসিমারা পর্যন্ত ৩১ নম্বরের প্রায় ১৪ কিলোমিটার এলাকা দু’বছর ধরে বেহাল। কয়েকবার আবেদন জানিয়েও লাভ হয়নি। ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলাচল করতে ধুলো উড়ে কুয়াশার মতো পরিবেশ তৈরি হচ্ছে। জাতীয় সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা ঘরে বসে থাকতে পারেন না। ধুলোয় ভরে যাচ্ছে সবকিছু। রাস্তায় চলাফেরা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। অবরোধে জাতীয় সড়কের দু’ধারের প্রচুর গাড়ি আটকে পড়ে। আধ ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
ছাত্রীকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়। |
সোনা জয়ী অ্যাথলিট হিমশ্রী রায়কে সংবর্ধনা দিল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ কর্তৃপক্ষ। বুধবার ওই সংবর্ধনা দেওয়া হয়। হিমশ্রী কলেজের শারীর শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। কোচ হরিদাস রায়কেও এদিন সংবর্ধনা দেওয়া হয়। হিমশ্রী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ এবং ২০০ মিটার দৌড়ে সোনা জেতে। ২২-২৬ জানুয়ারি কল্যাণীতে ওই প্রতিযোগিতা হয়। |
চোর সন্দেহে মারধর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পর পর চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দার একাংশ চোর সন্দেহে ২ যুবককে মারধর করে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার কাওয়াখালি এলাকায়। পুলিশ গিয়ে ২ জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মারধরে বাধা দিতে গিয়ে বাসিন্দাদের ছোড়া ঢিলে এক পুলিশ কনস্টেবল জখম হয়েছেন। |
নতুন সভাপতি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্স কমিটির নতুন সভাপতি নির্বাচিত হন পরিমল লগুন। বুধবার মালবাজারে আদিবাসী সহায়তা কেন্দ্রে ব্লক কমিটির নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে রাজ্য কমিটির নেতা তেজকুমার টোপ্পো জানান। |