পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রথম। দ্বিতীয় আইজি (পশ্চিমাঞ্চল)। আর তৃতীয় পুলিশ সুপার। কোনও পরীক্ষার ফল নয়। এ হল, দশ মিটার রাইফেল শুটিং প্রতিযোগিতার ফলাফল। জেলাশাসকও ওই প্রতিযোগিতায় যোগ দিলেও তিনি অবশ্য প্রথম তিনে স্থান পাননি!
বুধবার পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে এমন দৃশ্যই দেখা গেল পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে। ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। |
রীতি অনুযায়ী অতিথি-সহ পুলিশের শীর্ষকর্তারা অনুষ্ঠানের একটি ইভেন্টে যোগ দিয়ে থাকেন। সেই মোতাবেক এ দিন দশ মিটার রাইফেল শুটিং বিভাগে যোগ দিয়েছিলেন আইজি (পশ্চিমাঞ্চল), জেলা পুলিশ সুপার সি সুধাকর, অতিরিক্ত পুলিশ সুপার অবধেশ পাঠক ও জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি-সহ জেলা পুলিশের বেশ কয়েকজন পদস্থ কর্তা। তাতেই প্রথম স্থান অধিকার করেন অবধেশবাবু। দ্বিতীয় হন গঙ্গেশ্বর সিংহ, তৃতীয় সি সুধাকর। আর খালি হাতেই ফিরতে হয় জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারিকে। পরে দ্বিতীয় স্থান পাওয়া উচ্ছ্বসিত আইজি (পশ্চিমাঞ্চল) বলেন, “অনেকদিন পরে এরকম ইভেন্টে যোগ দিলাম। তা সত্ত্বেও আমি কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছি!” আর প্রথম হওয়া অতিরিক্ত পুলিশ সুপার অবধেশ পাঠকের মন্তব্য, “এ নিয়ে আর কী বলব!”
এ দিনের ক্রীড়াঅনুষ্ঠানে কর্তাব্যক্তি ছাড়াও ৫০টি ইভেন্টে যোগ দিয়েছিলেন মোট ৬০০ পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যেরা। |