টুকরো খবর
অপসারিত বিলকিস
অপসারিত হয়েছেন বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি। ওই পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের বিলকিস বেগম গত ৪ জানুয়ারি কয়েকজন সদস্যকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর গত ১১ জানুয়ারি ওই পঞ্চায়েত সমিতির ১২ জন কংগ্রেস সদস্য সদর মহকুমাশাসকের কাছে সভাপতির অপসারণ চেয়ে অনাস্থাপত্র জমা দিয়েছিলেন। তার ভোট হয়েছে বুধবার। ১২ জন কংগ্রেস এবং ১১ বাম সদস্যের ভোটে অপসারিত হয়েছেন সভাপতি বিলকিস বেগম। এ দিনের সভায় সভাপতি-সহ ৭ সদস্য এ দিনের সভায় অনুপস্থিত ছিলেন। সভাপতি থাকাকালীন বিলকিস বেগমকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “অনাস্থায় ভয় করি না। মন্ত্রী আমার পাশে আছেন।” কিন্তু এ দিনের রায় গিয়েছে তাঁর বিরুদ্ধেই। বহরমপুরের মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “ভোটাভুটির কথা শুনেছি। অপসারণের বিষয়টিও মৌখিক শুনেছি। তবে দু’দিন পর সরকারি ভাবে চিঠি পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, আপাতত সহ-সভাপতি পঞ্চায়েত সমিতি চালাবেন। আগামী ৩০ দিনের মধ্যে মহকুমাশাসকের নির্দেশমত নতুন সভাপতি নির্বাচন হবে।

ট্রান্সফর্মার উদ্ধার
দিনভর নবগ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিদ্যুৎ দফতরের কর্তাদের চক্ষু চড়কগাছ। স্রেফ হুকিং নয়, বিদ্যুতের খুটিতে রীতিমতো চোরাই ট্রান্সফর্মার বসিয়ে শ্যালো চালাচ্ছে চাষিরা। আর এই কাজে খোদ বিদ্যুৎ দফতরের স্থানীয় ঠিকাদার সাইরুল ইসলামের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ দফতরের রঘুনাথগঞ্জের ডিভিশনাল ইঞ্জিনিয়র বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, “তল্লাশি চালিয়ে নবগ্রামের তেলকার বিল এলাকা থেকে অবৈধ ট্রান্সফর্মার উদ্ধার হয়েছে। ঠিকাদার সাইরুল ইসলামের বাড়িতে হানা দিয়েও পাওয়া গিয়েছে অবৈধ ট্রান্সফর্মার ও প্রচুর ব্যারেলভর্তি ডিজেল। শ্যালো মালিক ও ঠিকাদার-সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে।”

পাচারের নালিশ
সিরিয়ালে অভিনয়ের প্রলোভন দেখিয়ে তিন কিশোরীকে পাচারের অভিযোগে তাপসী কর্মকার নামে এক মহিলাকে ধরল পুলিশ। ধৃতের স্বামী জীবন কর্মকার অবশ্য চম্পট দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীদের নিয়ে নবদ্বীপধাম স্টেশনের দিকে যাচ্ছিলেন কর্মকার দম্পতি। পুলিশ গিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় অপহৃত কিশোরীদের। নবদ্বীপ থানার আইসি তপন কুমার মিশ্র বলেন, ‘‘অপহৃতেরা প্রত্যেকেই নবদ্বীপ শহরের বাসিন্দা। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ধৃত তাপসী কর্মকার ও তার স্বামীর বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে।”

দুষ্কৃতীর দেহ উদ্ধার
কুখ্যাত এক বাংলাদেশী দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মিলটন রহমান (৪০)। বাড়ি বাংলাদেশের কাজীপুরে। সোমবার গভীর রাতে মুরুটিয়ার বেলডাঙা-সব্জিপাড়া এলাকায় তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ দেহটি উদ্ধার করে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। দুই দেশেই তার বিরুদ্ধে একাধিক খুন, পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে। মাসকয়েক ধরে সে ডোমকলে গা ঢাকা দিয়ে থাকছিল। বাংলাদেশের একটি গ্যাং এ পারে এসে মিলটনকে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

গুদামে আগুন
বুধবার জাহাঙ্গিরনগরে আগুনে পুড়ে গেল তুলোর গুদাম। —নিজস্ব চিত্র।
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল এতটি তুলোর গুদাম। বুধবার বেলা এগারোটা নাগাদ জাহাঙ্গীরনগরের ওই কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়িতে। প্রাণহানি না ঘটলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কৃষ্ণনগরের দমকলের ওসি হেবজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে সট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।”

৪ জনের যাবজ্জীবন
জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হয়েছে ৪ জনের। সরকারি আইনজীবী জানান, ২০০০-এর ৫ জুন রঘুনাথগঞ্জের আইলের-উপর গ্রামের বাসিন্দা পরেশ পালকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে নিস্তা গ্রামের দুর্যো মণ্ডল, অনাদি মণ্ডল, বীরেন মণ্ডল ও শ্রীনন্দন মণ্ডল। বুধবার জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক তাদের সাজা ঘোষণা করেন।

জয়ী ছাত্র পরিষদ
জঙ্গিপুর কলেজে নির্বাচনের প্রাক্কালে। —নিজস্ব চিত্র।
জঙ্গিপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে ছাত্র পরিষদ। বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪টি আসনের মধ্যে ১৮টিতে জিতেছে ছাত্র পরিষদ, ১৬টি আসন পেয়েছে এসএফআই। শান্তি বজায় রাখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলের উপর নিষেধাঞ্জা জারি করে পুলিশ।

দোকানে চুরি
মঙ্গলবার গভীর রাতে তেহট্রের বার্নিয়াতে একটি সোনার দোকানে সাটার ভেঙে দুষ্কৃতীরা গয়না ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছুক্ষণ তেহট্ট-দেবগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধকারীদের হঠিয়ে দেয়।

ক্লাস বয়কট
মেধা তালিকার ভিত্তিতে পড়ুয়াদের ‘সেকশন’ ঠিক করে দিয়েছেন প্রধান শিক্ষক। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার ক্লাস বয়কট করলেন সহ-শিক্ষকেরা। কল্যাণীর পান্নালাল ইনস্টিটিশনের শিক্ষকদের বক্তব্য, “এতে পড়ুয়াদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে।”

বাংলাদেশি ধৃত
অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রুনা লায়লা। পুলিশ জানায়, বুধবার দুপুরে রানাঘাট স্টেশনে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে জিআরপি ওই তরুণীকে গ্রেফতার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.