টুকরো খবর |
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
৫০ বছরে পা দিল হিন্দমোটরের কার্তিক স্মৃতি উচ্চ প্রাথমিক বিদ্যালয়। এই বছরটিকে স্মরণে রাখতে স্কুল কর্তৃপক্ষ বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন। মাত্র ৫৪ জন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু হয়েছিল স্কুলের। বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৩০০ ছুঁয়েছে। সংখ্যায় যেমন বেড়েছে তেমনই আকারে বেড়েছে স্কুলের চেহারা। শিক্ষানুরাগী রানিবালা বিশ্বাস ছেলের নামে ১৩ কাঠা জমি দান করেন। সেই দান করা জমিতেই গড়ে উঠেছে স্কুলভবন। স্কুলের প্রতিষ্ঠা পাওয়ার নেপথ্যে বিশ্বনাথ শাসমল, অজয় বন্দ্যোপাধ্যায়, শংকর ঘোষ, রামপদ ঘোষের মত বহু শিক্ষকের নাম জড়িয়ে রয়েছে। রয়েছে শিক্ষা আন্দোলনের কর্মী প্রয়াত শিক্ষক অজিত বাগের মতো মানুষের শ্রম। বাচ্চাদের খেলার জন্য একটি বড় মাঠ দান করেছেন সাধনচন্দ্র মণ্ডলের মতো সহৃদয় মানুষ। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক অসিত নাথ এবং আরও ৮ শিক্ষিকার পরিচালনায় স্কুলটি নিয়ে রীতিমতো গর্বিত এলাকাবাসী।
|
‘সুশাসনের’ দাবি বিজেপি নেতার
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
|
—নিজস্ব চিত্র। |
চোলাই মদের ঠেক, সাট্টা-সহ অসামাজিক কাজকর্ম বন্ধ করার দাবিতে এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বুধবার হাওড়ার পাঁচলার পানিয়াড়ায় সমাবেশ করল বিজেপি। হাওড়া শহর এবং গ্রামীণ জেলা কমিটি যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তৃতা করতে গিয়ে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে ক্ষমতায় আনা হয়েছে। সিপিএমের নীতিতেই সরকার চালাচ্ছে তৃণমূল।” বক্তৃতা করছেন রাহুল।
|
গাঁধীজি-স্মরণে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার ‘শহিদ দিবস’ পালিত হল শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে। সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজিত হয় মহকুমাশাসকের বাসভবন প্রাঙ্গণে। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় জানান, বিভিন্ন ধর্মের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। মহকুমাশাসক জয়সি দাসগুপ্ত-সহ অন্যান্য অতিথিরা গাঁধীজীর জীবনদর্শন নিয়ে আলোচনা করেন।
|
বীরশিবপুরে কৃষিমেলা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
সম্প্রতি উলুবেড়িয়ায় বীরশিবপুরে রাজ্য কৃষি দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী কৃষিমেলা। ছিল প্রায় ২০টি স্টল। বাঁধাকপি, ফুলকপি, লাউ প্রভৃতি গাছের প্রদশর্নী ছিল বিশেষ আকর্ষণ। ছিল লোকগানের জমজমাট আসর। উদ্যোক্তারা জানান, মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী হায়দার হাজিজ সফি।
|
সুরমার্গের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ায় সুরমার্গ সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি হয় উলুবেড়িয়ায় রবীন্দ্রভবনে। নাচ, গান, আবৃত্তি, গীতি আলেখ্য ও তবলার লহরায় জমে উঠেছিল সন্ধ্যা। ছিল ভরত নাট্যম ও ওড়িশি নাচের যুগলবন্দি।
|
শিশু উৎসব
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সম্প্রতি বাগনানে ঘোড়াঘাটা শিশু উৎসব সমিতির উদ্যোগে হয়ে গেল শিশু উৎসব। অনুষ্ঠানটি হয় ঘোড়াঘাটা ফুটবল মাঠে। ছিল দৌড়, আলু দৌড়, বল ছোড়া প্রভৃতি প্রতিযোগিতা। মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রাজশ্রী মৈত্র।
|
বিবেকানন্দ জন্মোৎসব |
স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হল হাওড়ার পাঁচলায়। গত ১৯ জানুয়ারি অনুষ্ঠানটি হয় স্থানীয় বসুবাটি আমরা সারদা সেবা সঙ্ঘের উদ্যোগে। উদ্বোধনে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ সত্যধর্মানন্দ ও মহারাজ অনাহতনন্দ। অনুষ্ঠান উপলক্ষে ১২টি স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। ছিল গান, গল্পপাঠ ও আলোচনা। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন পরিচালিত চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা অন্বেষণ পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করাও হয় এই অনুষ্ঠানে।
|
পরিষেবার দাবিতে স্মারকলিপি |
উন্নত পরিষেবার দাবিতে আরামবাগ পুরসভায় স্মারকলিপি দিল তৃণমূল। বাণিজ্যিক ভবনগুলির সঠিক কর নির্ধারণ, বস্তি উন্নয়ন, নিকাশি ব্যবস্থার উন্নয়ন-সহ ৪৬ দফা দাবি পেশ করা হয়েছে। এ দিন স্মারকলিপি দেওয়ার আগে তৃণমূলের মিছিল শহর আরামবাগ পরিক্রমা করে। পুরপ্রধান সিপিএমের গোপাল কচ বলেন, “দাবিগুলির কিছু ইতিমধ্যেই কার্যকরী করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকিগুলিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।” |
|