টুকরো খবর
দমদমে জোড়া খুনের তদন্তে এ বার নয়া মোড়
দমদমের শেঠবাগানে জোড়া খুনের ঘটনায় মৃত দুই যুবকের সঙ্গে অভিযুক্তদের কতটা ঘনিষ্ঠতা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবক তোতনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, রাতে দমদম স্টেশনের রেল লাইনের ধারে মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিত অভিজিৎ ও কৌশিক। ঘটনার দিন ২৩ ডিসেম্বর তোতন, বিজয়, নন্দীবুড়ো, মানা এবং ঞ নামে আরও ৫ যুবকের সঙ্গে যায় তারা। তোলাবাজি-সহ নানা অসামাজিক কাজে যুক্ত থাকায় এদের মধ্যে তিন জনের নামই পুলিশের খাতায় আছে। এলাকার দাগি দুষ্কৃতী বড় পকাই ও ছোট পকাইয়ের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা রয়েছে। সে দিন রেল লাইনের ধারে আড্ডার ঠেকে একসঙ্গে মদ্যপানের পরে গোলমাল ও মারামারি হয়। কী নিয়ে গোলমাল ও তখনই দু’জনকে খুন করা হয় কি না দেখছে পুলিশ। পুলিশ আরও জেনেছে, তাদের বন্ধু দমদম স্টেশনের এক চায়ের দোকানের মালিক বিজয় ২৩ ডিসেম্বর নিজের জন্মদিনে অভিজিৎ ও কৌশিকদের রেল লাইনের ধারে ডাকে। ছিল অভিযুক্ত বন্ধুরাও। অভিজিতের স্ত্রী মিতা বলেন, “রাত ৯টা ৫৪ মিনিটে ফোন করলে বলে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছে। না ফেরায় সোয়া দশটায় ফোন করি। দেখি ফোন সুইচ অফ। আর ফোনে পাইনি।” ২৬ জানুয়ারি দমদমের রেল ইয়ার্ডের একটি ঝিল থেকে অভিজিৎ সাহা (২৬) ও তাঁর জামাইবাবু কৌশিকের (৩১) দেহ মেলে। অভিজিতের বাবা সুনীল সাহার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু হয়। সুনীলবাবুর দাবি, “অভিজিৎ ওই ছেলেদের সঙ্গে মিশলেও খারাপ কাজে থাকত না। তবে মাস তিন আগে ছোট পকাই প্রোমোটারির জন্য ওর থেকে টাকা চায়, মারধরও করে।”

গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ, যুবক ধৃত
বাসের পরে এ বার গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ। বুধবার রাতে হেদুয়া এলাকায় গাড়ির মধ্যে নাবালিকার শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ে এক যুবক। পুলিশ জানায়, ধৃতের নাম মানব পল্লে। কাজ দেওয়ার নামে মানব এবং তার সঙ্গীরা ১৬-১৭ বছরের মেয়েটিকে প্রথমে লেক টাউনে নিয়ে যায়। তার পরে ঘোরাঘুরি করে হেদুয়ায় আসে। অভিষেক ঝুনঝুনওয়ালা নামে এলাকার এক বাসিন্দা বলেন, “হেদুয়া বাসস্ট্যান্ডের কাছে একটা সাদা গাড়িতে পাঁচ যুবক মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করছিল। মেয়েটি কোনও মতে বেরিয়ে এলে তারা জোর করে ফের তাকে গাড়িতে তোলে। আমরা ছুটে যেতেই ওই যুবকেরা গাড়ি নিয়ে পালাতে থাকে।” মোটরবাইক নিয়ে তাড়া করে পাড়ার ছেলেরা বড়তলা থানার কাছে গাড়িটিকে আটকান। চার যুবক পালায়। মানব, গাড়িচালক এবং ওই নাবলিকাকে থানায় নিয়ে যান বাসিন্দারা। মেয়েটির পরিবার থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে। বাসিন্দাদের অভিযোগ, রাত বাড়লেই ওই যুবকেরা হেদুয়া এলাকায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াত। মহিলাদের উত্ত্যক্ত করত। এ দিন তাদের গাড়িতে কয়েকটি মদের বোতল পাওয়া যায়।

দুর্ঘটনায় মৃত্যু
কলকাতায় বুধবার সকালে প্রায় একই সময়ে তিনটি দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, আহত দু’জন। নিউ আলিপুরে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় প্রাণ হারান এক মোটরবাইক চালক। পুলিশ জানায়, হেলমেট না-থাকায় ওই মোটরবাইক চালকের মাথায় আঘাত লাগে। তাঁর নাম জানা যায়নি। সকালেই বাইপাসে বাসের ধাক্কায় গুরুতর আহত হন পার্থসারথি মজুমদার নামে এক বৃদ্ধ। উল্টোডাঙা মেন রোডে পুলিশ ভ্যানের ধাক্কায় জখম হন দীপ্তি দাস নামে এক মহিলা।

প্রথম মেট্রো সফর
অচিন পথে...
আয়লা-দুর্গত শিশুরা ঘুরল কলকাতা, চড়ল মেট্রোয়।
এই প্রথম শহরে আসা। বুধবার বাতানুকূল মেট্রোয় সাতাশ মিনিটের আনন্দ করা। কবি সুভাষ থেকে পার্ক স্ট্রিট। এইটুকু যাত্রাপথ ছিল স্কুল শিশুদের জন্য কলকাতা মেট্রোর ওই আনন্দ যাত্রায়। সামিল হয়েছিল আয়লা দুর্গত দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের একটি স্কুলের ১৫২ জন ছেলে মেয়ে। সঙ্গে ছিলেন তাদের বাবা ও মায়েরাও।

পুলিশে অভিযোগে অনলাইন ব্যবস্থা
থানায় গেলেও অভিযোগ দায়ের করছে না পুলিশ। এ বার সেই ক্ষোভের সমাধান হতে চলেছে। অনলাইনেই অভিযোগ জানানো যাবে। জানা যাবে তার প্রেক্ষিতে পুলিশি পদক্ষেপও। ব্যবস্থাটির পোশাকি নাম ‘ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম’ প্রোজেক্ট। বুধবার বিধাননগরে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর (এসসিআরবি) অফিসে কেন্দ্রীয় এই প্রকল্পের প্রথম পর্যায়ের পাইলট প্রজেক্টের (পশ্চিমবঙ্গ) সূচনা হয়।

ওজনযন্ত্র আটক
ওজনযন্ত্রে কারচুপির অভিযোগে তিনটি সোনার দোকানের ডিজিট্যাল ওয়েয়িং মেশিন আটক করল ক্রেতা সুরক্ষা দফতর। মঙ্গলবার, দফতরের অফিসারেরা বৌবাজারের বিভিন্ন দোকানে হানা দেন। দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বুধবার জানান, ২৫টি দোকানের তিনটি থেকে যন্ত্র সিল হয়েছে। মোট ২৫০০০ টাকা জরিমানা হয়েছে দোকানমালিকদের।

দুর্ঘটনায় মৃত্যু
টালিগঞ্জ সার্কুলার রোডে মঙ্গলবার রাতে লরির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম জাকির হুসেন খান (২২)। বাড়ি চিরন্তনী পার্ক এলাকায়। লরিটিকে আটক করা হলেও চালক পলাতক।

ছ’কোটি কর ফাঁকি, ধৃত
প্রায় ছ’কোটি টাকা ভ্যাট বা যুক্তমূল্য কর ফাঁকির অভিযোগে একটি নির্মাণ সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম পার্থ দে। রাজ্যের বাণিজ্যকর দফতরের অভিযোগ, পূর্ব যাদবপুরের ওই সংস্থা ২০১০-’১১ সালে বিপুল পরিমাণ ভ্যাট মেটায়নি।

পড়ে মৃত্যু
বালিগঞ্জের রেনি পার্কে একটি বাড়ির চারতলা থেকে পড়ে এক রং-মিস্ত্রির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম দিলওয়ার খান। রঙের কাজ করতে করতে তিনি পড়ে যান।

শ্বশুরবাড়ির মার
কৈলাস বসু রোডে নিজের বাড়িতেই শ্বশুরবাড়ির লোকজনের মারধরে এক যুবকের হাত ভেঙে গিয়েছে। পুলিশি সূত্রের খবর, নবীন জয়সোয়াল নামে ওই যুবকের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। শ্বশুরবাড়ির লোকেরা তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.