অচলাবস্থা কাটল পাথর শিল্পাঞ্চলে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
অবশেষে প্রশাসনিক বৈঠকে রামপুরহাট থানার বড়পাহাড়ি, দিঘলপাহাড়ি, বারমেশিয়া পাথর শিল্পাঞ্চল স্বাভাবিক অবস্থাতে ফিরে এল। বুধবার সকাল থেকে পাথর শিল্পাঞ্চলে কাজ শুরু হয়। অচলাবস্থা কাটাতে এ দিন রামপুরহাট থানার আইসি জয়ন্তকুমার ঘোষ আন্দোলনকারী আদিবাসী সংগঠনের নেতৃত্ব-সহ দুর্ঘটনায় মৃত ও আহত যুবকের পরিবারের লোকজন এবং মালিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রামপুরহাট মহকুমাশাসকের প্রতিনিধি হিসেবে ডেপুটি ম্যাজিস্ট্রেট কোয়েলী দাস উপস্থিত ছিলেন। ত্রিপাক্ষিক আলোচনায় পাথর শিল্পাঞ্চল এলাকায় আর বন্ধ করবেন না বলে আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীরা। ক্ষতিপূরণের প্রশ্নে, আন্দোলনকারী ও মালিক পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা তাঁরা বলতে পারবেন বলে ডেপুটি ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। মালিক সমিতির পক্ষে শাহিদ শেখ বলেন, “প্রশাসনিক হস্তক্ষেপে পাথর শিল্পাঞ্চলে অবরোধ উঠে যাওয়ার পরে এ দিন এলাকার সমস্ত ক্রাসার ও খাদানে স্বাভাবিক কাজ হয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে আমরা পাথর ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব।” যদিও আন্দোলনকারীদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
|
স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ির বীরভূম মহাবিদ্যালয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কলেজ শিক্ষক প্রয়াত দেবরঞ্জন মুখোপাধ্যায়ের স্মরণসভা হয়েছে বুধবার। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী তথা দেবরঞ্জনবাবুর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, ছেলে বীরভূম মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায় প্রমুখ। |