কন্ডাক্টরকে মার, বাস বন্ধ দুই রুটে
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
তিনকোনিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে বাস। —নিজস্ব চিত্র। |
এক কন্ডাক্টরকে মারধরের জেরে নবদ্বীপ-বর্ধমান ও মেমারি-মালডাঙা রুটে বাস বন্ধ করে দিলেন মালিকেরা। ওই দুই রুটের বাসকর্মীদের দাবি, মঙ্গলবার সকালে মন্তেশ্বরের বসন্তপুর গ্রামের কিছু বাসিন্দা একটি বাসের কন্ডাক্টরকে মারধর করেন। এ ব্যাপারে পাঁচ জনের নামে মন্তেশ্বর থানায় অভিযোগও করা হয়। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি বাসকর্মীদের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগেই বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত সোমবার। সে দিন সকালে আসানসোল থেকে নবদ্বীপগামী একটি বাসে উঠতে যান বসন্তপুরের কয়েক জন বাসিন্দা। সঙ্গে অসুস্থ ব্যক্তি রয়েছেন দাবি করে তাঁরা বাসে বসার জায়গা চান। কিন্তু জায়গা দেওয়া তো দূর, উল্টে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওই বাসিন্দাদের। মঙ্গলবার সকালে সেই বাসটি বসন্তপুরের উপর দিয়ে যাওয়ার সময়ে কিছু লোকজন সেটি আটকায়। বাসের চালর চন্দন শেখ অভিযোগ করেন, গাড়িতে ঢুকে কন্ডাক্টরকে বেধড়ক মারধর করে ওই সব লোকজন। প্রতিবাদে মঙ্গলবার নবদ্বীপ-বর্ধমান রুটের বাস বন্ধ রাখা হয়। বুধবার তার সঙ্গে বন্ধ হয়ে যায় মেমারি-মালডাঙা রুটের বাসও। মন্তেশ্বরের গৌড়মোহন কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষা চলায় বাস বন্ধে বিপাকে পড়েন ছাত্রছাত্রীরা।
|
মিড-ডে মিলের টাকা ও কর্মীর দাবি শিক্ষকদের
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
মিড-ডে মিল সংক্রান্ত ১৪ দফা দাবিতে মন্তেশ্বরের ব্লক অফিসে স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যেরা। বুধবার দুপুরে সংগঠনের প্রায় শ’দুয়েক সদস্য মিছিল করে ব্লক অফিসে যান। তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, গত চার মাসের মধ্যে স্কুলগুলির বকেয়া বিল মেটানো, মিড-ডে মিলের হিসেব রাখার জন্য কর্মী নিয়োগ, মাথা পিছু তিন টাকা ৩৩ পয়সা বরাদ্দ বৃদ্ধি, হাজিরার বদলে মোট ছাত্রছাত্রীর উপরে বরাদ্দ দেওয়া, রাঁধুনিদের সারা বছর ভাতার ব্যবস্থা ইত্যাদি। বিডিও প্রদীপকুমার বারুই আশ্বাস দেন, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ওই সংগঠনের মন্তেশ্বর তিন নম্বর চক্রের সাধারণ সম্পাদক ইনামুল হক বলেন, “জ্বালানি-সহ সব কিছুর খরচ বাড়ছে। অথচ মাথা পিছু বরাদ্দ বাড়ছে না। বিষয়টি উদ্বেগের। দ্রুত সমস্যা না মিটলে সংগঠনের তরফে আন্দোলনে নামা হবে।”
|
নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
অন্তর্লীনা ভট্টাচার্য।
—নিজস্ব চিত্র। |
কত্থক নৃত্যর নজরকাড়া শিল্পী অন্তর্লীনা ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হল কালনায়। বুধবার দুপুরে বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় হিন্দু বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। পরে অন্তর্লীনার বাবা অতীন্দ্রনাথ ভট্টাচার্য বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। ২০০৭ সাল থেকেই দেশের নানা জায়গায় কত্থক শিল্পী হিসেবে নজর কেড়েছিল অন্তর্লীনা। তাঁর মৃত্যুতে শোক নেমেছে শহর জুড়ে।
|
বাস উল্টে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কনেযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ভাতারের বনপাশ-কামারপাড়ার কাছে মান্দারবাটি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গলসির গারুল থেকে একটি বাসে চেপে প্রায় সত্তর জন মান্দারবাটিতে কনেযাত্রী গিয়েছিলেন। ফেরার সময়ে সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। তাতে জখম হন ২৬ জন। তাঁদের মধ্যে ১৫ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাজেশ বাগদি (২৭) নামে এক জনের মৃত্যু হয়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক পুলিশ কনস্টেবলের। বুধবার ভোরে বর্ধমান-কাটোয়া রোডে বলগনার কাছে শিকরতোড় গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মোস্তাকিম শেখ (২৫)। বাড়ি মঙ্গলকোটের ধারসোনা গ্রামে। তিনি শিবপুরের পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এ দিন বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় একটি ট্রাক তাঁর মোটরবাইকের ধাক্কা মারলে গুরুতর জখম হন তিনি। ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
ছাত্রীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। পুলিশ জানায়, মৃতের নাম ঋতু নন্দী (১৮)। বাড়ি মাধবডিহির বাজে কামারপুরে। বহলানপুর হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়তেন তিনি। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। |