এল ক্লাসিকোয় মত্ত মাদ্রিদ
রিয়ালের ভরসা রোনাল্ডো আর রেকর্ড
নিজেদের পিছিয়ে রাখছে বার্সেলোনা
ভোররাত থেকে এঁকেবেঁকে গিয়েছে সাপের মতো লাইন। বের্নাবউ স্টেডিয়ামের বাইরে শ’য়ে-শ’য়ে কালো মাথা। বেলা বাড়তে বেড়ে হাজার-হাজার।
অনলাইনে ঝাঁপ পড়েছে, ফোন বুকিং বন্ধ। সমুদ্রের ঢেউয়ের মতো টিকিটের হাহাকার কে সামলাবে?
বহু দিন পরে এল ক্লাসিকোর টিকিট মাদ্রিদের সাধারণের মুঠোয়। এত দিন যা ছিল শুধু সিজন-টিকিটের মালিকদের জন্য। সমীকরণ পাল্টেছে এ বার। টিম দুর্ধর্ষ খেলছে গত কয়েক সপ্তাহ ধরে। সিআর সেভেন আগুনে ফর্মে। গেটাফে ম্যাচের পরে তাঁর গোড়ালির চোটকে ঘিরে আশঙ্কার বৃত্তেরও তো মৃত্যু ঘটে গেল। বের্নাবউয়ে টিমমেটদের সঙ্গে প্র্যাক্টিস সেশনে নেমে পড়লেন রোনাল্ডো।
রোনাল্ডোর প্র্যাক্টিস। সান্তিয়াগো বের্নাবউয়ে।
রিয়াল-সমর্থকদের উত্তেজনা আর রোখে কে?
মঙ্গলবার মাদ্রিদের ট্রেনিং সেশনে রোনাল্ডোর দাপাদাপি দেখা গিয়েছে সর্বত্র। রোনাল্ডো, মডরিচ, ওজিল, ইগুয়াইনদের নিয়ে রিয়ালের ‘কোর’ গ্রুপের প্র্যাক্টিসও চলে আলাদা করে। টিমের সহকারি কোচ রুই ফারিয়ার তত্ত্বাবধানে। আর ‘হেডস্যর’ মোরিনহো? তিনি বাকি টিমকে নিয়ে ঢুকে পড়েন আরও গহনে। যেখানে ফোটোগ্রাফারদের লেন্সও ঢুকতে পারেনি।
মোরিনহো লোকচক্ষুর অন্তরালে গিয়ে কোন জয়মন্ত্র বার করছেন জানা নেই। তবে এটা ঠিক, এল ক্লাসিকো যুদ্ধের আগে তাঁর বেশ বিপর্যস্ত অবস্থা। টিমে ‘আছে’-র চেয়ে ‘নেই’-এর দাপট বেশি। পেপে, রামোস, কোয়েন্ত্রাও, কাসিয়াস, দি’মারিয়াবুধবার বার্সেলোনার বিরুদ্ধে কেউ নেই! মাদ্রিদকে ভরসা দিচ্ছে বার্সার বিরুদ্ধে সাম্প্রতিক অতীত রেকর্ড। সুপারকোপা-র দ্বিতীয় রাউন্ডে জয়। মহাযুদ্ধের প্রাক্লগ্নে করিম বেঞ্জিমা বলেও গেলেন, “এই মুহূর্তে এল ক্লাসিকো বিশ্বফুটবলের সেরা ম্যাচ। আর হালফিলে বার্সার বিরুদ্ধে আমাদের রেকর্ড ভাল। কাম্প নাউতে গিয়েও তো আমরা জিতেছি। তা ছাড়া আমাদের রোনাল্ডো আছে।” আছেন শুধু নন, সিআর সেভেন ভাল ভাবেই আছেন। শেষ ছ’টা এল ক্লাসিকোতেই তাঁর গোল রয়েছে।
সহজ দৃষ্টিতে দুই টিমের অবস্থানে আকাশ-পাতাল ফারাক। রিয়ালের ভরসার নাম যেখানে রোনাল্ডো আর রেকর্ড, বার্সেলোনা সেখানে হাতে পাচ্ছে লিওনেল মেসি এবং বাকি দশ মহাতারকাকেই। তবু কোনও অজানা কারণে নিজেদের পিছিয়ে রাখছে বার্সা। সহকারি কোচ ইওর্দি রৌরা-র কথা ধরলে তো তেমনই দাঁড়াচ্ছে।
“এল ক্লাসিকোর আগে আমরা ভাল অবস্থায়। কিন্তু কোনও ভাবেই ফেভারিট নই। দু’টো লেগ আছে। ম্যাচটা নকআউট। বলা যায় নাকি যে আমরা জিতছি?” প্রশ্ন তুলছেন রৌরা।
মেসির প্র্যাক্টিস।
যিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বার্সার ‘মস্তিষ্ক’ টিটো ভিলানোভার সঙ্গে। টিটো এখনও অসুস্থ, বুধবারের ম্যাচে তাঁর শরীরী উপস্থিতি থাকছে না। “সব কিছু নিয়েই টিটোর সঙ্গে কথা বলে নিচ্ছি। ও আমাদের সব ম্যাচ দেখছে,” বলছেন টিটোর সহকারি।
ভয় কি তা হলে এখানে? বার্সার সব আছে, শুধু ‘দ্রোণাচার্য’ নেই।
মগজের ব্যবহারে মোরিনহোও তো কারও চেয়ে কম যান না!

মহাযুদ্ধের পাঁচ কাহন
লোপেজ বনাম বার্সা-অ্যাটাক
• কাসিয়াসের চোট। বিকল্প হিসাবে উঠে এসেছেন গোলকিপার দিয়েগো লোপেজ। লড়াইটা তাঁর সঙ্গে বিশ্বের সেরা আক্রমণের। এর আগে দুটো ম্যাচে বার্সার বিরুদ্ধে ১৮০ মিনিটে মাত্র এক গোল খেয়েছেন লোপেজ।
ওজিল বনাম বুস্কেতস
• রিয়ালের হৃদপিণ্ড আদতে মেসুট ওজিল। কিন্তু বার্সেলোনার বিরুদ্ধে ওজিলকে বারবার আটকেছেন বুস্কেতস। ডিফেন্স আর মাঝমাঠের মধ্যে খেলা তৈরি করেন ওজিল। বুস্কেতস-রাজও ওই অঞ্চলেই।
রোনাল্ডো বনাম আলভেজ
• বার্সা আক্রমণে বড় ভূমিকা থাকে রাইটব্যাক দানি আলভেজের দৌড়। কিন্তু মোরিনহো যদি বাঁ দিক থেকে রোনাল্ডোকে ব্যবহার করেন, তা হলে সমস্যায় পড়বে বার্সেলোনা।
মেসি বনাম রিয়াল সেন্ট্রাল ডিফেন্স
• পেপের চোট থাকায় প্রশ্ন উঠেছে রিয়ালের সেন্ট্রাল ডিফেন্সে কে খেলবেন। আগে কার্ভালহোকে ব্যবহার করেছিলেন মোরিনহো। কিন্তু মেসিকে আটকাতে রিয়াল কোচ কোনও তরুণ ডিফেন্ডারের উপর ভরসা করতে পারেন।
মোরিনহো বনাম বার্সা-কোচিং স্টাফ
• বার্সেলোনা বস টিটো ভিলানোভা নিউ ইয়র্ক হাসপাতালে। মোরিনহোর সঙ্গে স্ট্র্যাটেজির লড়াই তাই বার্সার বাকি সাপোর্ট স্টাফের। মোরিনহোর কাউন্টার অ্যাটাকের বিরুদ্ধে কি অল আউট ঝাঁপানোর স্ট্র্যাটেজি নেবে বার্সেলোনা?
ক্লাসিকো যখন ময়দানে
জঙ্গি রিয়াল-সমর্থক... উগ্র বার্সা-ভক্ত...

চিডি এডে

মেহতাব হোসেন
• রোনাল্ডোর জন্যই গলা ফাটাব। মেসি বড় ফুটবলার ঠিক। কিন্তু রোনাল্ডো স্রেফ ‘ওয়ান ম্যান আর্মি’।
• অর্ধেক ফুটবলার নেই বলে অনেক কথা হচ্ছে। মোরিনহো কেমন কোচ জানা আছে নিশ্চয়ই। পেপে-দি’মারিয়াদের অভাব দেখবেন, চোখেই পড়বে না।
• মেসি যেন মনে রাখে পাঁচ বছর আগে কী হয়েছিল। ভিয়ারিয়ালের হয়ে এই লোপেজই ওর পেনাল্টি আটকে দিয়েছিল। রিয়ালের বারের তলায় হয়তো লোপেজই থাকবে।
• আগে জাভি-ইনিয়েস্তাকে সামলে দেখাক রিয়াল। তার পর তো মেসি। মনে রাখা ভাল, চার-চার বার বিশ্বসেরা ফুটবলার।
• আমরা এ বার পুরো টিম পাচ্ছি। সেখানে ওদের তো শুধু রোনাল্ডো। পুরো শক্তির টিম নিয়েই সুবিধা করতে পারে না তো এ বার অর্ধেক টিম।
• অনেকে সন্দেহ করছেন, রিয়ালের ঘরের মাঠে বার্সা নাকি ডিফেন্সিভ খেলবে! দেখবেন, বার্সা কিন্তু আক্রমণের রাস্তা থেকে সরবে না। অ্যাওয়ে জিতে আমরা এখানেই ফাইনাল নিশ্চিত করে ফেলব।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.