টুকরো খবর |
কলেজে মাঠ চেয়ে অধ্যক্ষের দ্বারস্থ সিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাঠের পরিকাঠামো গড়ে তোলার দাবিতে এ বার কলেজ অধ্যক্ষ দিলীপ নিয়োগীর দ্বারস্থ হল মেদিনীপুর কমার্স কলেজের ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। মঙ্গলবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে সংসদের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়। কয়েকদিন আগে কংগ্রেসের কার্যালয়ের মাঠে কলেজ গেমসের আয়োজন করে বিড়ম্বনায় পড়েছিল এই কলেজের ছাত্র সংসদ। ছাত্র পরিষদও। মেদিনীপুর কমার্স কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে সিপি। ছাত্র সংসদের উদ্যোগে ইন্ডোর গেমস্ হয়। জেলা কংগ্রেস কার্যালয় চত্বরের মাঠেই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছাত্রীদের চারটি দল তাতে যোগ দেয়। ছাত্র পরিষদের বক্তব্য, কমার্স কলেজের নিজস্ব কোনও মাঠ নেই। তাই অধ্যক্ষের কাছে মাঠের পরিকাঠামো দাবি লিখিত ভাবে জানানো হয়েছে।
|
নেই ‘আমরা-ওরা’
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
এক মঞ্চে শাসক ও বিরোধী। ছবি: রামপ্রসাদ সাউ। |
একমঞ্চে হাজির হলেন তৃণমূল ও সিপিএমের বিধায়কেরা। মঙ্গলবার ছিল জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর আয়োজিত আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। জেলা পরিষদ চত্বরে তার উদ্বোধন অনুষ্ঠােনে পাশাপাশি দেখা যায় তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, দুলাল মুর্মু, সিপিএমের বিধায়ক দিবাকর হাঁসদা, বিরাম মান্ডিকে। ছিলেন জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, সাংসদ পুলিনবিহারী বাস্কে, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মও। মোট ১৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
|
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
স্কুলের সুবর্ণজয়ন্তী পালন |
সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন শুরু হল শালবনি থানার খাঁদিবাঁধ কোকিলমণি হাইস্কুলে। মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রায়, স্কুলের প্রধান শিক্ষক গৌতমকুমার ঘোষ প্রমুখ। তিন দিন ধরে নানা কর্মসূচী এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞান প্রদর্শনী হয়। আজ, বুধবার আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান রয়েছে। বর্ষ উদ্যাপন চলবে কাল, বৃহস্পতিবার পর্যন্ত। শেষ দিনে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব রয়েছে।
|
বিজেপির বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। মঙ্গলবার খড়্গপুরে দলীয় এক বৈঠকে হাজির ছিলেন রাজ্য নেতা প্রভাকর তেওয়ারি এবং অমল চট্টোপাধ্যায়। জেলার বিভিন্ন অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল নিয়েই মূলত আলোচনা হয়।
|
খোওয়া গেল ল্যাপটপ
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
অফিস চলাকালীন খোওয়া গেল চন্দ্রকোনা ২ ব্লকের জয়েন্ট বিডিও জয়ন্ত রায়ের ল্যাপটপ। ঘটনাটি মঙ্গবার দুপুরের। পুলিশ ল্যাপটপের খোঁজে তল্লাশি শুরু করেছে।
|
গাঁজা-সহ ধৃত |
তিন কিলো গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় চন্দ্রকোনার জাড়া থেকে তপন দোলই এবং তাপস সাঁতরা নামে ওই দু’জনকে ধরা হয়। ধৃতদের বাড়ি জাড়াতেই। ধৃতদের মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।
|
শুরু মেলা |
শুরু হল চন্দ্রকোনা-২ ব্লক কৃষি মেলা। মঙ্গলবার ব্লক চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ছায়া দোলই। ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, বিডিও সৈকত হাজরা প্রমুখ। |
|