মহকুমা অ্যাথলেটিক্স মিটে চ্যাম্পিয়ন জগন্নাথ স্পোর্টিং |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ৬৫ তম ‘অ্যাথলেটিক্স স্পোর্টস মিট’ হয়ে গেল সম্প্রতি। শ্রীরামপুর স্টেডিয়ামে ওই মিটের উদ্বোধন করেন সংস্থার সহ-সভাপতি তথা পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়। সংস্থা অনুমোদিত ৩৬টি ক্লাব এবং রাজ্য ক্রীড়া সংস্থা অনুমোদিত ১০টি ক্লাবের সাড়ে তিনশো প্রতিযোগী যোগদান করেন। ১৬৮ পয়েন্ট পেয়ে দলগত ভাবে চ্যাম্পিয়ন হয় মাহেশ জগন্নাথ স্পোর্টিং ক্লাব। ১৪৭ পয়েন্ট পেয়ে রানার্স হয় শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব। রাজ্য অ্যাথলেটিক্স দলে প্রতিনিধিত্বকারী শিবাণী ভূমিজ, মনীষা মণ্ডল, অরিন চৌধুরী, গোপাল রাইয়ের মতো অ্যাথলিটরাও প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামা অরিন চৌধুরী ছেলেদের বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়। মেয়েদের বিভাগে এই শিরোপা ওঠে পূজা কোলের মাথায়। সংস্থার যুগ্ম সম্পাদক তরুণ মিত্র জানান, মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ২০১১-১২ সালের বিভিন্ন বিভাগের লিগের পুরস্কারও এ দিন দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় অ্যাথলিট অমর মণ্ডল।
|
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরের ‘মৈত্রেয়ী’ পত্রিকার উদ্যোগে চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে নানা প্রতিযোগিতা হয়ে গেল গত ২৩ জানুয়ারি। পত্রিকার সম্পাদক তথা প্রাক্তন ফুটবলার সুকান্ত বন্দ্যোপাধ্যায় জানান, বসে আঁকো প্রতিযোগিতায় দু’টি বিভাগে আড়াইশোর উপর ছাত্রছাত্রী যোগদান করে। বিভিন্ন বয়সের স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষকে নিয়ে হাতের লেখা প্রতিযোগিতা হয়। যোগাসন প্রতিযোগিতায় যোগ দেয় প্রায় ৮০ জন বালক-বালিকা। কৃতী ছাত্রদের সংবর্ধনা এবং দুঃস্থদের কম্বল দেওয়া হয়। ছিল দুর্গাপুজোর শারদ-সম্মান প্রদান অনুষ্ঠানও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত ডোরা, শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার কর্মকর্তা অজিত মুখোপাধ্যায়, পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় প্রমুখ।
|
উদযাপিত হল গোপালচন্দ্র মেন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। গত রবিবার ও সোমবার দু’দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। উদ্বোধন করেন জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ব্রহ্মচারী দেবেন্দ্রচৈতন্য। উপস্থিত ছিলেন এলাকার শিক্ষাবিদ-সহ অনেকে।
|
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোশিয়েসনের চন্দননগর শাখার বার্ষিক সম্মেলন হয়ে গেল সম্প্রতি। এই উপলক্ষে স্বাস্থ্য শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চলতি বছরে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অমর দে। |