পূর্ব রেলের আসানসোল ডিভিশনে ফের লাইনে ফাটল ধরা পড়ল মঙ্গলবার। সকালে জামতাড়া ও বদমা স্টেশনের মাঝামাঝি ডাউন লাইনে ফাটলটি দেখা যায়। এর জেরে তিনটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কিছুটা বিলম্বিত হয়। জামতাড়া স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ডাউন হিমগিরি এক্সপ্রেস। বিদ্যাসাগর স্টেশনে দাঁড় করানো হয় ডাউন অমৃতসর এক্সপ্রেস ট্রেনটিকে ও পটনা-জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে জামতাড়া স্টেশনে। রেলের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, ১০টা নাগাদ রেল কর্মীরা ফাটলটি দেখতে পেয়ে স্টেশন কর্তৃপক্ষকে খবর দেন। সঙ্গেসঙ্গে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফাটল মেরামত করেন। সকাল ১১ টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হয়। আসানসোল ডিভিশনের গ্রান্ড কর্ড লাইনেও এ দিন ফাটল দেখা যাওয়ায় প্রায় ঘন্টা খানেক রেল চলাচল বিঘ্নিত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, কুলটি স্টার্ট কেবিনের কাছে ডাউন লাইনে ফাটল দেখা দেয়। ঘণ্টা খানেক আটকে থাকে রাজধানী, কোল্ডফিল্ড-সহ একটি প্যাসেঞ্জার ট্রেন। তবে আটটা নাগাদ এই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়।
|
ন্যূনতম মজুরি ও আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিতে উৎপাদন বন্ধ করে প্রায় আট ঘণ্টা বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। মঙ্গলবার ইসিএলের বনজোমাহারি খনিতে তৃণমূল অনুমোদিত ঠিকা শ্রমিক সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। আচমকা উৎপাদন বন্ধ রেখে এই বিক্ষোভে বিপাকে পড়ে যান ওই বেসরকারি সংস্থার আধিকারিকেরা। তাঁদের অভিযোগ, ভোর ৫টা থেকেই বিক্ষোভ শুরু হয়। অনুরোধ করা সত্ত্বেও শ্রমিক-কর্মীরা উৎপাদন শুরু না করায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। দুপুর দেড়টা নাগাদ সংস্থার আধিকারিকদের পক্ষ থেকে সত্যেন্দ্র সিংহ রবিবার আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর পরেই বিক্ষোভ থামে ও কাজ শুরু হয়। তবে বিক্ষোভকারীরা জানান, রবিবার সন্তোষজনক সমাধান না হলে তাঁরা লাগাতার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি নেবেন।
|
দু’টি পৃথক বধূ নির্যাতনের অভিযোগে মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিরাপুরের শ্যামবাঁধ এলাকা থেকে পুলিশ সন্তোষ শর্মাকে গ্রেফতার করে। তাঁর স্ত্রীর অভিযোগ, মাস খানেক আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। সালানপুর থানার পুলিশ বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম প্রণব চট্টরাজ ও ধরমদাস চট্টরাজ।
|
মাঝ রাস্তায় চাকা ফেটে যাওয়ায় লরির নীচে বসেই তা সারাচ্ছিলেন খালাসি ও লরির এক কর্মী। পিছন থেকে আর একটি লরি এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হল খালাসির। সোমবার রাতে অন্ডাল মোড়ের ঘটনা। মৃতের নাম বীরবল সিংহ (২৫)। অন্য জনকে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
নতুন বছরে বেশিরভাগ পাঠ্যপুস্তক বদলে তালিকায় এসেছে নতুন বই। ওই তালিকা বদলে পুরনো বই ফের নথিভুক্ত করার দাবিতে রানিগঞ্জের জেকে নগর হাইস্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। মঙ্গলবার প্রায় সারাদিন বিদ্যালয় চত্বরে ধর্নায় বসেছিলেন তাঁরা। কিন্তু কর্তৃপক্ষ জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন বই চালু করা হয়েছে। বদল সম্ভব নয়।
|
ট্রেনে এক যাত্রীর সুটকেস চুরির অভিযোগে রকি গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি থানার পুলিশ। গত ৯ জানুয়ারি হাওড়াগামী শিপ্রা এক্সপ্রেসে চুরির ঘটনায় তিনি অভিযুক্ত বলে পুলিশের দাবি।
|
পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় রানিগঞ্জের জেকে নগর কোলিয়ারির এজেন্ট কার্যালয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। |