|
|
|
|
হুল্লোড় |
নতুন জুটি পুরনো বন্ধু |
বিয়ের তারিখ এক। বছর এক। এবার এক ছবিতেও। ঋতুপর্ণা আর টোটা। লিখছেন প্রিয়াঙ্কা |
যখন টোটা রায় চৌধুরী নিজের বিয়ের কার্ড বিলি করতে গিয়েছিলেন টলিউডের সবাই বলেছিল, তুই কি “ঋতুপর্ণা সেনগুপ্তকে বিয়ে করছিস?”
এই রকম একটা প্রশ্ন জিজ্ঞেস করার কারণ ঋতুপর্ণা আর টোটার বিয়ের তারিখটা ছিল একই১৩ ডিসেম্বর ১৯৯৯।
এই একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ঋতুপর্ণাও। এই দুই অভিনেতাকে এক সঙ্গে যে সিরিয়ালে প্রথম দেখা যায় তা ছিল প্রভাত রায়ের ‘আন্দোলন’। এ ছাড়া ঋতুপর্ণা ও টোটাকে বড় পর্দায় এক সঙ্গে দেখা যায় প্রথম ‘মনের মানুষ’ ছবিতে। প্রসেনজিতের কামব্যাক ছবি ছিল সেটা। ঋতুপর্ণার বাণিজ্যিক সাফল্যও ওই ছবিতেই আসে। সেখানে টোটা ছিলেন খলনায়ক। এবং খুব কাকতালীয় ভাবে টোটা যে ছবিতে প্রথম প্রযোজক হচ্ছেন তার নামও ‘ভিলেন’। “পরিচালক আলোক রায়। একেবারে কমার্শিয়াল ছবি। ছবিতে আমার স্ত্রীর ভূমিকায় ঋতুপর্ণা। |
|
এই নিয়ে তৃতীয়বার আমরা দু’জন স্বামী-স্ত্রীর ভূমিকায় এক সঙ্গে,” বললেন টোটা। এর আগে ‘বলো তুমি একবার’ আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে টোটা-ঋতুপর্ণা শুটিং করেছিলেন এক সঙ্গে।
‘ভিলেন’ এর শুটিং শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এই ছবি শুরু হওয়ার আগে বেশ কিছুদিন ঋতুপর্ণা থাকবেন দক্ষিণ ভারতের কোভলমে। তাঁর প্রথম মালায়লম ছবি করতে। “দক্ষিণী ছবি করছি এই প্রথম। পরিচালক সোহনলালকে প্রিয়দর্শন আমার কথা বলেছিলেন। এক জন বিখ্যাত সাহিত্যিকের গল্প অবলম্বনে ছবিটি তৈরি,” বললেন ঋতুপর্ণা। সোহনলাল জানান তাঁর ছবিটি বিখ্যাত সাহিত্যিক এম টি বাসুদেবন নায়ারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। ছবির নাম ‘কথা ভিডা’। “এক জন মেজর আর তাঁর স্ত্রী থাকেন এক বাড়িতে। সেখানে এক আগন্তুক এসে মেজরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হন। মেজরের স্ত্রীয়ের ভূমিকায় ঋতুপর্ণা।” বললেন পরিচালক সোহনলাল। |
|
|
|
|
|