টুকরো খবর
ব্লক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
নবগ্রামে রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ছবি: গৌতম প্রামাণিক।
নবগ্রাম ব্লক হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অধীর চৌধুরী। এর আগে গত ২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের অনুরোধে ইন্ডিয়ান সোসাইটি অফ এগ্রি-বিজনেস প্রফেশন্যাল (আইএফআইপি) নামে এক বেসরকারি সংস্থা ওই ভবন নির্মাণের দায়িত্ব নেয়। সেই মতো সরকারি জমিতে ওই হাসপাতাল নির্মিত হয়েছে। প্রণববাবু সেই সময়ে ওই ভবনের শিলান্যাসও করেন। এ দিন অধীরবাবুর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জঙ্গিপুরের সাংসদ কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়ও। সংস্থার পক্ষে অরিন্দম সাহা বলেন, “ওই ভবন নির্মাণে খরচ হয়েছে দু’কোটি টাকা। দোতলা ওই ভবনে ৩০টি শয্যা ছাড়াও এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার এবং ইউএসজি মেশিন বসানো হয়েছে।” তিনি বলেন, “২০০৯ সালে জেলাপ্রশাসনের সঙ্গে আমাদের সংস্থার একটি মৌ চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী প্রশাসন ভবন নির্মাণের জন্য আমাদের জমি দেবে এবং সেই জমিতে ভবন নির্মাণের পাশাপাশি উন্নত চিকিৎসার স্বার্থে এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার, ইউএসজি মেশিন দেওয়ার কথা ছিল। এমনকী ভবন নির্মাণের পরে আমাদের কোনও দাবি থাকবে না। গোটা বিষয়টি জেলা প্রশাসনকে হস্তান্তর করা দেওয়া হবে। এদিন সেই হস্তান্তর প্রক্রিয়া মিটেছে।”

হৃদরোগ নিয়ে সভা আইএমএ-র
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) আসানসোল শাখার উদ্যোগে রবিবার আসানসোল ভূতবাংলায় ম্যসনস হলে একটি প্রশিক্ষণ শিবির হল হৃদরোগ নিয়ে। এ দিন আইএমএর সদ্য নির্বাচিত রাজ্য কমিটির সভাপতি নির্মল মাঝি, সিনিয়র ভিপি সুশীলকুমার মণ্ডল-সহ পাঁচ জন নির্বাচিত প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। আইএমএ-র আসানসোল শাখার সভাপতি সব্যসাচী গুপ্ত জানান, আগামি ৯ ফেব্রুয়ারি দুর্গাপুরে তাঁদের সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

চক্ষু পরীক্ষা শিবির
স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা শিবির ও কম্বল বিতরণ করা হল রবিবার ‘অল ইন্ডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশান’ ও স্থানীয় সুকান্ত সঙ্ঘের সহযোগিতায়। পরিচালনায় ছিল দাঁতন থানা। দাঁতন ১ ব্লকের বেলমুলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর), খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দাঁতন কলেজের অধ্যক্ষ পবিত্র মিশ্র-সহ বিশিষ্টজনেরা।

চক্ষুছানি শিবির
বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পরিচালনায় ও বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার বড়জোড়া কমিউনিটি হলে একটি চক্ষুছানি নির্ণয় শিবিরের আয়োজন করা হয়। প্রায় ১০০ জন পুরুষ-মহিলা চক্ষুছানি পরীক্ষা করিয়েছেন।

কুষ্ঠ নিয়ে উদ্বেগ
রোখা যাচ্ছে না কুষ্ঠ। সরকারি তথ্য বলছে, গোটা বিশ্বে মোট কুষ্ঠরোগীর সংখ্যার অর্ধেকেরও বেশি ভারতীয়। ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় নতুন করে কুষ্ঠ ছড়ানোর খবর পাওয়া গিয়েছে।

হাসপাতালে ভাঙচুর
যথাযথ চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়েরা। শনিবার, শিবপুরে। পুলিশ জানায়, এম শুক্ল (৪৮) নামে এক মহিলাকে তাঁর বাড়ির লোকজন এ দিন ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। মহিলার গলায় মাছের কাঁটা আটকে গিয়েছিল। পরিজনদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। এর কিছু পরেই স্থানীয় লোকজন এবং রোগীর পরিজনেরা এসে শিবপুরের ওই হাসপাতালে ভাঙচুর চালান। লিফ্টম্যানকে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্বাস্থ্য শিবির
একটি সংস্থার উদ্যোগে রবিবার খানাকুলের মাড়োখানায় নিখরচায় স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল। ওই সংস্থার অফিস প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে সহায়তা করেছে স্থানীয় ইছাপুর ময়াল রামকৃষ্ণ মিশন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.