টুকরো খবর
নতুন নেতা
পঞ্চায়েত নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হল যুব নেতা প্রবাল রাহাকে। রবিবার দলের জেলা সম্মেলনে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে দলের রাজ্য কমিটির সদস্য প্রবালবাবুকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি আলু কেনার টাকা তছরূপের অভিযোগে জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক তথা জেলা সম্পাদক গোবিন্দ রায়কে গত বছর দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরে দলের জেলা সম্পাদকের সাময়িক দায়িত্বে আনা হয় দক্ষিণ বেরুবাড়ি এলাকার নেতা সারদাপ্রসাদ দাসকে। এ দিন দলের নতুন জেলা সম্পাদক হিসেবে প্রবালবাবুকেই বেছে নিয়েছেন রাজ্য নেতৃত্ব। দলীয় সূত্রে জানানো হয়েছে. ৩০ জনের জেলা সম্পাদকমণ্ডলীও গঠন করা হয়েছে। সম্মেলনে দলের নেতা উদয়ন গুহ, জয়ন্ত রায় হাফিজ আলম সৈরানি উপস্থিত ছিলেন। নতুন জেলা সম্পাদক বলেন, “এত দিন অনুগত সেনা হিসেবে যে দায়িত্ব বা নির্দেশ পেয়েছি তাই পালন করে এসেছি। ভবিষ্যতেও করব।” তিনি বলেছেন, “যাঁরা নানা কারণে হতাশ, তাদের চাঙ্গা করে বা ফিরিয়ে এনে দলকে শক্তিশালী করতে হবে।”

কিশোরী-খুনের সূত্র পেল পুলিশ
রাত ১০টায় সীমাকে এক যুবকের মোটরবাইকে করলার বাঁধে ঘুরতে দেখা গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তার আগে সন্ধ্যায় আরও দুই যুবকের সঙ্গে সীমাকে দেখা যায়। ওই তিন যুবক কে তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। তিন সন্দেহভাজনের তালিকা তৈরি করেছে পুলিশ। গত ২৪ জানুয়ারি জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার ও জেলাশাসকের দফতরের পেছনে করলা নদীর পাঁকে মুখ গোঁজা অবস্থায় কিশোরী সীমা দাসের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায় শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। খুনের আগে কিশোরীকে ধর্ষণ করার বিষয়টিও উড়িয়ে দেয়নি পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্তের অগ্রগতি হয়েছে। দ্রুত আততায়ী ধরা পড়বে।”

টাকা ফেরত
রাস্তায় ‘মানিব্যাগ’ পেয়ে পুলিশের হাতে তুলে দিল এক পথশিশু। রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘটনাটি ঘটেছে। ওই টাকার ব্যাগ যাঁর পরে রেল পুলিশের তরফে তাঁর হাতে তা তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই পথশিশুর নাম গোপী রায়। ওড়িশার বাসিন্দা বিশ্বরঞ্জন বাগ এদিন পাহাড়িয়া এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছিলেন। স্টেশনে তাঁর টাকার ব্যাগটি হারিয়ে গিয়েছিল। ব্যাগে ২৫০০ টাকা এবং দরকারি কাগজ ছিল। সেটি কুড়িয়ে পেয়েছিল গোপী। ‘মানি ব্যাগ’-এ থাকা ফোন নম্বর দেখে পুলিশ যোগযোগ করে বিশ্বরঞ্জনবাবুকে তা ফিরিয়ে দেয়।

সেরা আঠেরোখাই
মহকুমা ক্রীড়া পরিষদের ভলিবলে ফের সেরা আঠেরোখাই সরোজিনী সঙ্ঘ। শনিবার প্রতিযোগিতার শেষ খেলায় তারা তরুণতীর্থকে ২৫-৮ ও ২৫-৬ পয়েন্টে হারিয়েছে। পরপর দু’ বার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় খুশি ক্লাব কর্মকর্তা থেকে সদস্য সমর্থকেরাও। মহকুমা ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে, এ বার ৮টি দল লিগের খেলায় অংশ নেয়। কিশোর সঙ্ঘ, মহানন্দা স্পোর্টিং ক্লাব, জিটিএস, দাদাভাই ক্লাব, শিলিগুড়ি সাই, বিধান স্পোর্টিং ক্লাব এবং তরুণতীর্থ। সব ক’টি ক্লাবকে লিগের খেলায় হারিয়ে দেয় আঠেরোখাই সরোজিনী সঙ্ঘ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.