জাতীয় পতাকার অবমাননার নালিশ |
প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা তুলেছিলেন স্কুলের শিক্ষকেরা। কিন্তু পরদিনও নামানো হয়নি সেই পতাকা। শেষমেশ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির উদ্যোগে রবিবার দুপুরে নামল পতাকা। সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “খবর পেয়ে পর আমি বাধ্য হয়ে লোক পাঠিয়ে পতাকা নামানোর ব্যবস্থা করেছি। জাতীয় পতাকার অবমাননা মানা যায় না। ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি কৃষ্ণনগরের মহারাণী জ্যোতির্ময়ী প্রাথমিক স্কুলের। প্রধান শিক্ষক নৃসিংহপ্রসাদ মিত্র বলেন, “স্কুলটি রাজবাড়ির ভিতরে। আরও চারটি পরিবারের বাস সেখানে। গেটের চাবি ওঁদের কাছেই থাকে।” তিনি বলেন, “তা ছাড়া স্কুলের পাশেই স্কুলেরই এক জন শিক্ষিকা থাকেন। শনিবার বিকেলে তাঁকে পতাকা নামিয়ে রাখতে বলেছিলাম। তিনি কেন তা করেননি বলতে পারব না।”
|
নির্বাচন নিয়ে বিবাদ কলেজে |
চলতি মাসের ৩০ তারিখে ছাত্র সংসদ নির্বাচনের প্রাক্কালে জঙ্গিপুর কলেজে বিরোধ বাঁধল। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে গাড়ি ভাড়া মেটানোকে কেন্দ্র করে হস্টেলের এক ছাত্র ও গাড়ির মালিকের মধ্যে বচসা বাঁধে। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ছাত্র পরিষদ সমর্থক ওই ছাত্র হস্টেলে এসে দলবল নিয়ে গাড়ি মালিকের ওপর চড়াও হয়। তিনি তখন রাস্তার ধারের একটি সাইবার কাফেতে ছিলেন। উত্তেজিত ছাত্ররা ভাঙচুর চালায় সেখানে। কাফের মালিক প্রসেনজিৎ কর্মকার বলেন, “হামলাকারীদের বলা হয় ওই গাড়ির মালিকের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তবু তারা দোকানে হানা দিয়ে দু’টি ক্যামেরা ভাঙে। রাস্তার ধারে দাঁড় করানো ৪টি গাড়িতেও ব্যাপক ভাঙচুর করে ওই ছাত্ররা। ঘটনাস্থলে পুলিশ এসে দোষীদের ধরার পরিবর্তে দাড়িয়ে থাকে।” পরে অবশ্য পুলিশ হস্টেল থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জন ছাত্র পরিষদ সমর্থককে গ্রেফতার করে। ধৃতেরা আপাতত জেলা হেফাজতে।
|
বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি |
সরকারি নূন্যতম মজুরির বাইরে বিড়ি শ্রমিকদের সঙ্গে ভবিষ্যতে কোনও অনৈতিক মজুরি চুক্তিতে সামিল হবে না সিটু। রবিবার বিড়ি শিল্পাঞ্চল অরঙ্গাবাদে দলীয় বিড়ি শ্রমিক সম্মেলনে এসে এ কথা ঘোষণা করলেন সিটুর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী। তিনি বলেন, ‘‘সরকারি নির্দেশ মেনে সকল বিড়ি শ্রমিককে ন্যূনতম ১৫১ টাকা মজুরি দিতে হবে। রাজ্য সরকারকে দেখতে হবে বিড়ি শ্রমিকেরা যাতে ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত না হন।” শ্যামলবাবু বলেন, “সরকার বিড়ি শ্রমিকদের বধির্ত মজুরি কার্যকর না করলে বামপন্থী ৪টি বিড়ি শ্রমিক সংগঠন সড়ক ও ট্রেন অবরোধ করবে।” সিটুর জেলা সম্পাদক তুষার দে বলেন, “দু’বছর ধরে আশ্বাস দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত ত্রিপাক্ষিক বৈঠক ডেকে নূন্যতম মজুরি কার্যকর করছে না। তাই সিটু বাধ্য হয়ে মালিকদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করছে।”
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম শম্ভু দাস (২৯)। বাড়ি চাকদহের গৌড়পাড়া এলাকায়। পুলিশ জানায়, শনিবার বিকেলে ওই যুবক বাইক নিয়ে বাড়ি থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠতেই পিছন দিক থেকে আসা একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
মাঠের মধ্যে থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। নাম সফেজা বিবি (৩৫)। বাড়ি চাপড়ার মানদিয়া এলাকায়। পুলিশ জানায়, পেশায় বেসরকারি একটি নার্সিংহোমের আয়া ওই মহিলা পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে গোয়ালডাঙা-বাঙালঝির মাঝে রানাবন্ধগামী রাস্তার পাশে সরষে খেতের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
|
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ রবিবার দুপুরে বহরমপুরের খাগড়া ষষ্ঠীতলার কচুরিপানার ডোবা থেকে উদ্ধার হয়েছে। |