ভারতের মাটিতে আবার কোচিং করাতে দেখা যাবে জন রাইটকে। তবে জাতীয় দলের হয়ে নয়। আইপিএল সিক্সে মুম্বই ইন্ডিয়ান্সকে কোচিং করাবেন ভারতের প্রাক্তন কোচ। এর আগে অনিল কুম্বলেকে চিফ মেন্টর হিসাবে তুলে নিয়ে চমক দিয়েছিল সচিনের মুম্বই ইন্ডিয়ান্স। এ বার চমক চিফ কোচ বাছাইয়েও। দলের প্রধান কোচ রবিন সিংহও অবশ্য থাকছেন।
২০০০ থেকে ছ’ বছর ভারতের কোচ ছিলেন রাইট। ২০০৩ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই ফাইনালে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। নিজের দেশকেও বছর তিনেকের জন্য কোচিং করান প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক। গত বছর নিউজিল্যান্ডের কোচিং ডিরেক্টর জন বুকাননের সঙ্গে মতের অমিল হওয়ায় সরে আসেন রাইট।
রাইটকে কোচ হিসাবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বলা হয়েছে, “ভারতের কোচ থাকাকালীন দলকে প্রচুর সাফল্য দেন রাইট। যে অল্প সময়ের জন্য নিউজিল্যান্ডকে কোচিং করিয়েছিলেন রাইট, সেই সময় ওদের পারফরম্যান্স ভালই হয়েছিল। আমরা আশা করছি, রাইটের কোচিং অভিজ্ঞতা দলের কাজে লাগবে।”
|
এবিটিএ’র রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলি জেলা। রানার্স হল নদিয়া। রবিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন অ্যাথলিট মনোরঞ্জন পোড়েল। উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পাণ্ডা, সংগঠনের রাজ্য সম্পাদক উৎপল রায়, জেলা সম্পাদক অশোক ঘোষ প্রমুখ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষিকারা এই প্রতিযোগিতায় যোগ দেন। ৩০টি বিভাগে প্রতিযোগী ছিল ৪৩১। রবিবার সকালে শহরে র্যালি বেরোয়। র্যালি শেষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা ঘিরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ দিনই সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। |
আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) ২০১৩-এ শতবর্ষ পূরণ উপলক্ষে বিভিন্ন দেশের ডেভিস কাপে বিশেষ অবদান রাখার জন্য বাছাই প্লেয়ারদের পুরস্কৃত করছে। ভারত থেকে রামনাথন ও রমেশ কৃষ্ণন, জয়দীপ মুখোপাধ্যায়, বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ এই সম্মান পাচ্ছেন। আগামী শনিবার দিল্লির আর কে খন্না স্টেডিয়ামে ভারত-কোরিয়া ডেভিস কাপ ডাবলস ম্যাচ শুরুর আগে ভারতীয় ডেভিস কাপ ইতিহাসের এই পঞ্চপাণ্ডবকে পুরস্কৃত করা হবে।
|
অস্ট্রেলীয় ওপেন খেলার সময় পাওয়া কোমরের চোটের কারণে ৬ ফেব্রুয়ারি থেকে কাজাখস্তানে শুরু মেয়েদের দলীয় টেনিস ফেড কাপ থেকে সরে দাঁড়ালেন সানিয়া মির্জা। ভারতের গ্রুপে আছে তাইল্যান্ড ও উদ্যোক্তা দেশ কাজাখস্তান। সানিয়ার জায়গায় দুই রিজার্ভ প্লেয়ার অঙ্কিতা রায়না ও প্রেমা ভামব্রি-র মধ্যে কাউতে সম্ভবত নেওয়া হবে। তা সত্ত্বেও কায়া শ্রফ, রুতুজা ভোঁশলে ও ঋষিকা শঙ্করের ভারতীয় মেয়েদের টেনিস দল খুবই দুর্বল। দেশের বর্তমান ডেভিস কাপের থেকেও।
|
আর্সেনালের সঙ্গে তাঁর ১৭ বছরের সম্পর্ক কি ভাঙতে চলেছে? ব্রিটিশ সাংবাদিক মহলে খবরটা সে রকমই। আর্সেন ওয়েঙ্গারকে আর্সেনাল থেকে তুলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। হোসে মোরিনহোর পারফরম্যান্সে আদৌ খুশি নন রিয়াল কর্তারা। কোচ হিসাবে তাঁরা চান ওয়েঙ্গারকে। কিন্তু আর্সেনাল কোচ কি রাজি হবেন রিয়ালের প্রস্তাবে?
|
চার দিন বাদেই শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। আর পাকিস্তানি মেয়েরা যেখানে খেলবেন, সেই কটক এখন মোড়া কড়া নিরাপত্তায়। রবিবার পাক টিম কটকে নামার আগেই দশ জন বিক্ষোভকারীকে নিজেদের হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দল ভূবনেশ্বরে থাকলে কী হবে, পাক মেয়েদের রাখা হচ্ছে কটকেই, স্টেডিয়ামের খুব কাছে। যাতে যাতায়াতের পথে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
|
রবিবার ঘরের মাঠে ওএনজিসি-র বিরুদ্ধে ১-১ ড্র করল ডেম্পো। যতীন বিস্তের গোলে প্রথমে গিয়েছিল সন্তোষ কাশ্যপের দল। অতিরিক্ত সময়ে গোল করে ডেম্পোর হার বাঁচান পিটার কার্ভালহো।
|
হুগলি-খানাকুলে শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে মোল্লা গোলাম কুদ্দুস স্মৃতি চ্যালেঞ্জ টি- টোয়েন্টি কাপ ৩ ফেব্রুয়ারি। |