|
|
|
|
টুকরো খবর |
নিতিন ক্ষমা চান, উঠল দাবি
নিজস্ব সংবাদদাতা • নিয়াদিল্লি |
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত নিতিন গডকড়ীর, দাবি জানাল আয়কর অফিসারদের সর্বভারতীয় সংগঠন। সভাপতির পদ থেকে সরে যাওয়ার পরের দিনই আয়কর কর্তাদের হুমকি দেন গডকড়ী। জানান, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের নিস্তার নেই। বিজেপি সভাপতি পদে নির্বাচনের এক দিন আগেই গডকড়ী-ঘনিষ্ঠ সংস্থার সঙ্গে যুক্ত সংস্থায় হানা দেয় আয়কর দফতর। তাতেই যায় সভাপতির পদও। ২৪ জানুয়ারি তিনি নাগপুরে বলেন, “আমাদের দল যখন ক্ষমতায় আসবে, কোনও চিদম্বরম বা সনিয়া বাঁচাতে পারবেন না ওঁদের (আয়কর কর্তাদের)।” সংগঠনের বক্তব্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তকে প্রভাবিত করতেই এ ধরনের মন্তব্য করেছেন গডকড়ী। তদন্তকারীদের নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয়েছে। আয়কর দফতরের কর্তারা বলছেন, “আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এক জন জাতীয় স্তরের নেতা কী ভাবে এ রকম অসংযত মন্তব্য করতে পারেন। ওঁকে ক্ষমা চাইতে হবে।” তবে গডকড়ী আজ জানান, অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি ও সব বলেননি। দফতর চাইলে যে কোনও সংস্থার বিরুদ্ধেই তদন্ত চালাতে পারে। তাঁর দাবি, যে সব সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের সঙ্গে তাঁর বা তাঁর পবিবারের কোনও যোগ নেই। |
বড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রী বাসের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
|
অল্পের জন্য রক্ষা। গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরের কাছে উজ্জ্বল দেবের তোলা ছবি। |
নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ল বাস। কপালজোরে বেঁচে গেলেন সব যাত্রী। ঘটনাটি ঘটেছে, কামাখ্যা মন্দিরের কাছে নীলাচল পাহাড়ে। পুলিশ জানায়, কাল বিকালে তীর্থযাত্রী এবং পর্যটকদের নিয়ে একটি বাস কামাখ্যার দিকে যাচ্ছিল। তখনই দুর্গা মন্দিরের কাছে পাহাড়ের মোড়ে উল্টোদিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি পড়ে যায় বাসটি। বাইকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশের রেলিং ভেঙে বাসটি পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে। কপালজোরে চল্লিশ ফুট নীচে গিয়ে বাসটি কোনও ভাবে আটকে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। ঘটনায় জখম হন প্রায় ২০ জন। এদের মধ্যে, বাইক-আরোহী ব্যক্তি, এক বৃদ্ধা, একটি শিশু-সহ পাঁচ তীর্থযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। |
কাছাড়-করিমগঞ্জ সীমান্তে ফ্লাড লাইট
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
পঞ্জাব, রাজস্থান, ও গুজরাতের মতো সীমান্তে আলোর বন্যা বইয়ে দেওয়ার কাজ চলছে কাছাড়-করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তেও। প্রথম পর্যায়ে নাছানপুর থেকে শেরালিপুর পর্যন্ত সমীক্ষা সেরে এখন জেনারেটর রুম তৈরি এবং খুঁটি পোঁতার কাজ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে লামাজুয়ার থেকে মালেগড় পর্যন্ত সমীক্ষার কাজ হাতে নেওয়া হয়েছে। বরাক উপত্যকায় কাছাড় ও করিমগঞ্জ জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্ত ১২৮ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে ৩৬ কিলোমিটার জলসীমা। পুরো এলাকায় ফ্লাড লাইটের ব্যবস্থা করতে কেন্দ্রের মঞ্জুরি মিলেছে। সীমান্ত আলোকিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সিপিডব্লুডি-কে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নাছানপুর থেকে শেরালিপুর মধ্যে বেশ কিছু জায়গায় খুঁটি পোঁতা হয়ে গিয়েছে। প্রতিটির দূরত্ব একশো মিটার। চলছে জেনারেটর বসানোর প্রয়োজনীয় ব্যবস্থাও। সিপিডব্লুডি জানিয়েছে, দুই পর্যায়ে ৯টি করে মোট ১৮টি জেনারেটর বসবে। প্রথমে বসছে জালালপুর, নাছানপুর, মুচিঘাট, বটেরটক, লেবারপুতা, চাঁদনিনগর, হরিনগর, ভাঙ্গা ও টুকেরগ্রামে। পরে বসানো হবে লামাজুয়ার, জবাইনপুর, চরাকুড়ি, সাদারশি, জগন্নাথি, লক্ষ্মীবাজার, লাফাশাইল, সুতারকান্দি ও কুড়িখালে। তাদের আশা, দুই পর্বে সমস্ত কাজ সেরে আগামী বছরের এপ্রিলে আলো জ্বালানো সম্ভব হবে।
বিএসএফ অনেক দিন থেকেই সীমান্তে চোরাকারবার ও অনুপ্রবেশ রোধে কাছাড়-করিমগঞ্জেও ফ্লাড লাইটের ব্যবস্থা করার কথা বলছিল। এখন কেন্দ্রের মঞ্জুরি মেলায় তাদের আশা, কাজ দ্রুত সম্পন্ন হবে। |
ত্রিপুরা কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
কংগ্রেস নেতৃত্বাধীন জোট আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ী হলে রাজ্যের ‘সার্বিক উন্নয়নে’ কী ভাবে কাজ করবে, এআইসিসি প্রতিনিধি লুইজিনহো ফেলেইরো আজ দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে তা জানিয়ে গেলেন। ফেলেইরো বলেন, ‘‘কংগ্রেস জোট রাজ্যে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেবে।’’ ইস্তাহারে আছে, সরকারি প্রশাসনে কর্মসংসস্কৃতি ফিরিয়ে এনে আর্থিক, সামাজিক, শিল্প, শিক্ষা সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি, গ্রাম এবং শহরে মানুষের স্বার্থে উন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস নেওয়া হবে। ফেলেইরোর অভিযোগ, টানা ২০ বছর বামফ্রন্ট সরকারের রাজত্বে সর্বভারতীয় স্তরে ত্রিপুরা পিছিয়ে পড়েছে। আইএনপিটির বিজয় রাংখল জানান আইএনপিটি আলাদা করে কোনও ইস্তাহার প্রকাশ করবে না। বেকার ভাতা প্রদান, বয়সোত্তীর্ণ বেকারদের সরকারি চাকরির সংস্থান, শিক্ষক-কর্মচারীদের জন্য কেন্দ্রীয় হারে বেতনক্রম, এডিসি ভিলেজের হাতে অধিক ক্ষমতা প্রদান সহ ৩৩ দফা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে। জোর দেওয়া হয়েছে রাজ্যে বসবাসকারী অতি দরিদ্রদের দারিদ্র মোচনে। |
ফের বাড়তে পারে ৩ ট্রেনের ভাড়া
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ফের রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের যাত্রী ভাড়া বাড়তে পারে। রেলের সরবরাহ করা খাদ্য সামগ্রীর মূল্য পুনর্বিন্যাসের পর ওই তিনটি ট্রেনের ভাড়া ১৫ থেকে ২০ টাকার মতো বাড়ানো হতে পারে বলে রেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। এই ব্যাপারে দ্রুত সরকারি ঘোষণা হবে। উল্লেখ্য, ২২ জানুয়ারি রেলের ভাড়া বৃদ্ধির পরে ফের ওই তিনটি ট্রেনের ভাড়া বাড়তে চলেছে। রেল সূত্রের খবর, মেল এবং এক্সপ্রেস ট্রেনের খাবারের মূল্য ১০ বছর বাদে গত মাসে পুনর্বিন্যাস করা হয়েছে। কিন্তু তখন রাজধানী, শতাব্দী এবং দুরন্তর ক্যাটারিং সার্ভিসের পুনর্বিন্যাস করা হয়নি। এই তিনটি ট্রেনের যাত্রী ভাড়ার মধ্যেই স্ন্যাকস-সহ খাবারের দাম ধরা থাকে। |
হেলদোল নেই
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দিল্লির গণধর্ষণ কাণ্ডের পর এক মাস কেটে গেলেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে, বর্মা কমিটির সঙ্গে কোনও আলোচনাই করেননি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দিল্লির গণধর্ষণ কাণ্ডের পর গঠিত কমিটির প্রধান বিচারপতি জে এস বর্মা। তাঁর আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর কিছু বলার থাকলে তিনি অর্থমন্ত্রী পি চিদম্বরমের মাধ্যমে কমিটিকে তাঁর মত জানিয়েছেন। মাঝে মধ্যে চিদম্বরম নিজেও ফোনও করেছিলেন বার কয়েক। কিন্তু শিন্দে এখনও পর্যন্ত এক দিনও কথা বলেননি। |
|
|
|
|
|