টুকরো খবর
মৎস্যচাষে উদ্যোগ মন্ত্রীর
নবদ্বীপ পুরসভা প্রস্তাবিত ‘ইকো ফ্রেন্ডলি ফিসারিজ অ্যান্ড ট্যুরিজম’ প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখতে রবিবার নবদ্বীপ ঘুরে গেলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রবিবার দুপুরে দফতরের ১৪ জন পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে নবদ্বীপের গঙ্গা এবং শ্মশান লাগোয়া প্রকল্পের প্রস্তাবিত জায়গাটি ঘুরে দেখেন মন্ত্রী। চন্দ্রনাথ সিংহ বলেন, “মৎস্য চাষ, বিপণন এবং পর্যটনের জন্য আগামী দিন এটি অত্যন্ত ভাল প্রকল্প হয়ে উঠবে।” আটের দশকে বাম জমানায় নবদ্বীপ শ্মশান লাগোয়া ওই এলাকায় মৎস্য চাষ-সহ কিছু প্রকল্পের জন্য ১৩টি বিরাট পুকুর কাটানো হয়। কিন্তু তার পরে সেই কাজ আর এগোয়নি। পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, “রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনের পরেই আমি একটা ইকো ফ্রেন্ডলি ফিসারিজ অ্যান্ড ট্যুরিজম-এর প্রস্তাব মৎস্য দফতরে জমা দিই। কিন্তু তৎকালীন মৎস্যমন্ত্রী আবু হেনার আমলে কাজের কাজ কিছু হয়নি। পরে নতুন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে আমি গোটা বিষয়টি জানাই। তার পরেই অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি প্রকল্পের ব্যাপারে উদ্যোগী হন।” পুরপ্রধানের কথায়, “প্রায় ৩৯ বিঘা বা ১৩ হেক্টর জমি ওই জায়গায় রয়েছে। প্রস্তাবিত প্রকল্পে হারিয়ে যাওয়া মিষ্টি জলের মাছ চাষের ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের একটি গেস্ট হাউস। তিন তলা ডর্মিটারি। ৮টি কটেজ। গঙ্গায় বোটিংয়ের ব্যবস্থাও থাকবে। ১৩ হেক্টর জায়গা জুড়ে বাগান, সৌন্দর্যায়ন ও সবুজায়ন করা হবে গঙ্গার পাড়।” মন্ত্রী অবশ্য বলেন, “পর্যটকরা এখন নবদ্বীপ বলতে মায়াপুরকেই বোঝেন। চৈতন্য জন্মস্থান নবদ্বীপ তাঁর নিজস্ব কারণেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক, এটাই চাই।” এদিন চন্দ্রনাথ সিংহের সঙ্গে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহাও ছিলেন।

বড় লগ্নি টানতে রাজ্যকে আর্জি ফাউন্ড্রি শিল্পের
মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের শীর্ষ মন্ত্রী-আমলারা বারবার ছোট ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিচ্ছেন। তাতে শিল্পমহলের আপত্তি নেই। কিন্তু তাদের দাবি, বড় শিল্প না-থাকলে ছোট-মাঝারি শিল্পের বিকাশ অসম্ভব। তাই বড় শিল্পে লগ্নি টানতে রাজ্যের কাছে আর্জি জানাল ফাউন্ড্রি শিল্পমহল। রবিরার ৬১তম ইন্ডিয়ান ফাউন্ড্রি কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ও তার ফাঁকে আয়োজক কমিটির চেয়ারম্যান রবি সেহগাল বলেন, “এই শিল্পের উন্নতির জন্য প্রয়োজন গাড়ি, ট্র্যাক্টর বা দুর্গম রাস্তার উপযোগী বড় ধরনের গাড়ি শিল্প। না-হলে ফাউন্ড্রি শিল্প কাকে পণ্য বিক্রি করবে? এ ধরনের লগ্নি আনতে রাজ্যকে আগে আর্জি জানিয়েছি। এখনও জানাচ্ছি।” ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি-র প্রেসিডেন্ট হর্ষ ঝা-ও বলেন, “বড় শিল্পকে ঘিরে ছোট শিল্প গড়ে ওঠে।” প্রসঙ্গত, দূষণরোধী আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এ দিন জাপানের ফাউন্ড্রি সোসাইটির সঙ্গে চুক্তি সই করে এই ইনস্টিটিউট।

গ্রামোন্নয়নে মন দিতে চান রতন টাটা
জীবনের দ্বিতীয় ইনিংসটা দ্রুত শুরু করতে চান রতন টাটা। যেখানে গ্রামীণ এলাকায় বসবাসকারীদের জীবনযাপনের মান উন্নত করাই হবে তাঁর লক্ষ্য। অবসর কাটানোর ফাঁকে ট্যুইট করে এই পরিকল্পনার কথা জানিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন কর্ণধার। ‘লাইফ আফটার রিটায়ারমেন্ট’ নামের ওই ট্যুইটার বার্তায় অবশ্য তাঁর পরম শান্তিতে অবসর যাপনের কথাও তুলে ধরেছেন তিনি। বলেছেন, “অনেকটা সময় কাটাচ্ছি বাড়িতে। খেলা করছি প্রিয় কুকুরদের সঙ্গে।” জানিয়েছেন, ১০ হাজার কোটি ডলারের সংস্থা চালাতে গিয়ে জীবনের যে ছোট ছোট আনন্দগুলো উপভোগের সময় পাননি, এখন তার সমস্ত কিছু সুদে-আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে এক সময়কার তুমুল ব্যস্ত এই গোষ্ঠী পরিচালকের স্বচ্ছন্দ স্বীকারোক্তি, “অবসরের প্রথম কয়েক সপ্তাহ খুব আনন্দ করে কাটালাম আমি।” তাঁর আশা, জীবনের দ্বিতীয় দফায় গ্রামীণ এলাকার উন্নতির কাজটাও তাঁকে একই রকম তৃপ্তি দেবে।

গুজরাতে দ্বিতীয় কারখানার জমি কিনল মারুতি
ভারতে চতুর্থ কারখানা গড়তে গুজরাতে জমি কিনল মারুতি সুজুকি। নরেন্দ্র মোদীর রাজ্যে এটি সংস্থার দ্বিতীয় কারখানা। দ্রুত গাড়ি উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ বাড়িয়ে বছরে ৩০ লক্ষের কাছাকাছি নিয়ে যেতেই এই উদ্যোগ। লক্ষ্যমাত্রা ২০১৭-এ উৎপাদন শুরু করা। যার মাধ্যমে ইউরোপ, পশ্চিম এশিয়ায় রফতানি বাড়াতে চায় সংস্থা। মারুতির চেয়ারম্যান আর সি ভার্গবের দাবি, সেখানে বছরে প্রায় সাড়ে ৭ লক্ষ গাড়ি তৈরি হওয়ার কথা। প্রসঙ্গত, গুজরাতেরই মেহসানা জেলায় মারুতির তৃতীয় কারখানার নির্মাণ শুরু হবে মার্চ নাগাদ।

হাজার ডাকঘরে বসছে এটিএম
ডাকঘরগুলিতে ব্যাঙ্কের পরিষেবা দিতে পরিকাঠামো ঢেলে সাজা হচ্ছে। দেড় বছরের মধ্যে দেশের এক হাজার ব্যাঙ্কে এটিএম বসানো হবে। রবিবার কলকাতায় কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী কিল্লি কৃপারানি এ কথা জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.