কর সাশ্রয় প্রকল্পে লগ্নি সেরে নিন এখনই
জানুয়ারি যদি পার্টি-পিকনিকের মাস হয়, তবে ফেব্রুয়ারি হল করের মাস। এই মাসের অন্তিম লগ্নে পেশ করা হবে ২০১৩-’১৪ আর্থিক বছরের বাজেট। হিসেব হবে লাভ-লোকসানের। সম্ভব হলে এর আগেই সেরে ফেলতে হবে চলতি বছরের জন্য কর সাশ্রয়ের ব্যবস্থা। ৮০সি, ৮০ডি, ৮০জি ইত্যাদি ধারায় কত কর বাঁচানোর সুযোগ আছে, তা অনেকেরই জানা। আজ আমরা নজর রাখব বিভিন্ন প্রকল্পের উপর, যেখানে লগ্নি করে কর রেহাই পাওয়া সম্ভব।
প্রথমেই দেখে নেব কর সাশ্রয়কারী নতুন প্রকল্প রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিমের বৈশিষ্ট্যগুলি। গত বছরের বাজেট ঘোষণা অনুযায়ী সম্প্রতি অনুমোদিত হয়েছে এই প্রকল্প। আয়কর আইনের ৮০ সিসিজি ধারা অনুযায়ী ইক্যুইটিতে যাঁরা কখনও লগ্নি করেননি এবং যাঁদের মোট আয় ১০ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা এই প্রকল্পে ৫০ হাজার টাকা পর্যন্ত লগ্নি করলে তার ৫০ শতাংশের উপর কর ছাড় পাওয়ার যোগ্য হবেন। ৮০সি ধারায় ১ লক্ষ টাকার উপরে পাওয়া যাবে এই ছাড়। একনজরে দেখে নেব ছাড়ের শর্তগুলি:
সংশ্লিষ্ট ব্যক্তির আগে কোনও ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না, যেখানে শেয়ার কেনাবেচা হয়েছে অথবা তিনি কোনও ডিম্যাট অ্যাকাউন্টে প্রথম নামাঙ্কিত গ্রাহক ছিলেন না।
তিনি অতীতে ইক্যুইটি অথবা ডেরিভেটিভ বাজারে লেনদেন করেননি।
আয় ১০ লক্ষ টাকার মধ্যে।
প্রকল্প অনুযায়ী লগ্নি করার জন্য নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বাঞ্ছনীয়।
যে-সব লগ্নি করছাড়ের যোগ্য, তার মধ্যে থাকবে মুম্বই স্টক এক্সচেঞ্জের ‘বিএসই ১০০’ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ‘সিএনএক্স ১০০’-এর অন্তর্গত সব শেয়ার, রাষ্ট্রায়ত্ত মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন কোম্পানির শেয়ার এবং এদের পরবর্তী দফার পাবলিক ইস্যু বা এফপিও, মিউচুয়াল ফান্ডের সেই সব ইটিএফ, যার তহবিল এই প্রকল্পের অন্তর্গত শেয়ারে লগ্নি করা হবে, বাছাই করা মিউচুয়াল ফান্ড এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার নতুন ইস্যু (এনএফও)
লগ্নি ধরে রাখতে হবে ১ বছর।
লগ্নির উপর ডিভিডেন্ড করমুক্ত।
প্রকল্পটির উদ্দেশ্য, যাঁরা কোনও দিন ইক্যুইটিতে লগ্নি করেননি, তাঁদের শেয়ার বাজারে আহ্বান করা। যাঁরা শেয়ার লেনদেন সম্পর্কে ওয়াকিবহাল নন, তাঁরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সুযোগ নিতে পারেন রাজীব গাঁধী ইক্যুইটি প্রকল্পের। লগ্নির জায়গাগুলি এমন ভাবে বাছা হয়েছে, যেখানে দীর্ঘ মেয়াদে লোকসান করার সম্ভাবনা কম এবং লাভের সম্ভাবনা বেশি।
এ বার আসা যাক সনাতন ৮০সি ধারায়। এই ধারা অনুযায়ী কতকগুলি নির্দিষ্ট প্রকল্পে বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে লগ্নির পুরো টাকাটাই বাদ যায় করযোগ্য আয় থেকে। অর্থাৎ সেই অঙ্কের উপর কোনও কর দিতে হয় না। ৮০সি ধারার অন্তর্গত প্রকল্পগুলির মধ্যে আছে প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পি পি এফ), জাতীয় সঞ্চয়পত্র, ইক্যুইটির সঙ্গে সম্পর্কযুক্ত মিউচুয়াল ফান্ডে লগ্নি (ই এল এস এস), ৫-বছর মেয়াদি ব্যাঙ্ক-জমা, পেনশন প্রকল্পে জমা, জীবন বিমার প্রিমিয়াম, গৃহঋণের মূল টাকা পরিশোধ, সন্তানের শিক্ষা বাবদ খরচ ইত্যাদি। পি পি এফ অ্যাকাউন্টে এখন সুদের হার ৮.৮ শতাংশ। মেয়াদ ১৫ বছর। দীর্ঘ মেয়াদে সুরক্ষিত জায়গায় সঞ্চয় এবং কর সাশ্রয়ের অন্যতম শ্রেষ্ঠ জায়গা।
জাতীয় সঞ্চয়পত্র এখন পাওয়া যায় দুটি মেয়াদে। ৫ এবং ১০ বছর। সুদের হার যথাক্রমে ৮.৬% এবং ৮.৯%।
৫ বছর মেয়াদি কর সাশ্রয়কারী ব্যাঙ্ক আমানতে এখন প্রচলিত সুদের হার বিভিন্ন ব্যাঙ্ক অনুযায়ী ৮.৫% থেকে ৯.৫%। ৮০সি ধারায় কর ছাড় পাওয়া যায় হাডকো এবং ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের সুবৃদ্ধি প্রকল্পে লগ্নি করেও! হাডকোর কর সাশ্রয়কারী ৫ বছর মেয়াদি জমায় সুদের হার ৯%। রেটিং ‘এ এ+’। সুবৃদ্ধির রেটিং ‘এফ এ এ এ’। এবং সুদের হার ৯.২৫%। প্রবীণ নাগরিকেরা পাবেন অতিরিক্ত ০.৬০%। অর্থাৎ মোট ৯.৮৫% সুদ। এর সঙ্গে কর সাশ্রয় ধরলে প্রকল্পটি বেশ আকর্ষণীয় বলে মনে হয়।
বাজারে এখন রয়েছে বেশ কিছু ইএলএসএস প্রকল্প। অগ্রণী প্রকল্পগুলির মধ্যে আছে কানাড়া রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার, ফ্র্যাংকলিন ইন্ডিয়া ট্যাক্স সেভার, এইচডিএফসি ট্যাক্স সেভার, আইসিআইসিআই-প্রু ট্যাক্স প্ল্যান, এলঅ্যান্ডটি ট্যাক্স অ্যাডভান্টেজ, রিলায়্যান্স ট্যাক্স সেভার, রেলিগেয়ার ট্যাক্স প্ল্যান, এসবিআই ম্যাগনাম ট্যাক্স প্ল্যান, সুন্দরম বিএনপি ট্যাক্স সেভার ইত্যাদি। দীর্ঘ মেয়াদে কয়েকটি প্রকল্প বেশ ভাল লাভের সন্ধান দিয়েছে।
৮০সি ধারায় ১ লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করে করের স্তর অনুযায়ী বছরে ৩০ হাজার, ২০ হাজার, অথবা ১০ হাজার টাকা পর্যন্ত কর সাশ্রয় সম্ভব। এ ছাড়া সাশ্রয় হবে শিক্ষা সেস বাবদ অতিরিক্ত টাকা। নতুনরা রাজীব গাঁধী ইক্যুইটি প্রকল্পে ৫০ হাজার টাকা পর্যন্ত লগ্নি করে, করের স্তর অনুযায়ী সাশ্রয় করতে পারেন যথাক্রমে আরও ৫,০০০ টাকা (২০% স্তরে) এবং ২,৫০০ টাকা (১০% স্তরে)। চলতি বছরে পরিকাঠামো বন্ডে লগ্নির উপর করছাড় প্রত্যাহার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.