পিছোল মুক্তি
নিজস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু |
পিছিয়ে দেওয়া হল ‘বিশ্বরূপমের’ মুক্তির দিন। রবিবার কর্নাটকে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু জায়গায় প্রতিবাদ ওঠে।
|
শনিবার বলিউডের এক পুরস্কার রজনীতে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতার পুরস্কার জিতলেন প্রসেনজিৎ। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘সাংহাই’ ছবিতে অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি। এ বছর বলিউডে পুরস্কার-তালিকায় এমনিতেই প্রথম সারিতে রয়েছে দুই বঙ্গতনয়ের ছবি, কহানি এবং ভিকি ডোনর। তার সঙ্গে প্রসেনজিতের এই পুরস্কার বলিউডে বঙ্গ বিগ্রেডের জয়যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৩০টি কবিতার সিডি প্রকাশিত হল। আবৃত্তিকার
সুতপা বন্দ্যোপাধ্যায়, আবহে তেজেন্দ্রনারায়ণ মজুমদার। তাঁদের দু’জনকে সঙ্গে নিয়ে সেই
সিডিটি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শনিবার, বইমেলায়। ছবি: রাজীব বসু
|
বাংলা সাহিত্যে সারা জীবনের অবদানের জন্য সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়কে পুরস্কৃত করল
পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ড। সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় রবিবার কলকাতা
বইমেলার এসবিআই অডিটোরিয়ামে লেখকের হাতে পাঁচ লক্ষ টাকার পুরস্কার তুলে দেন। —নিজস্ব চিত্র |