পুস্তক পরিচয় ৫...
বাঙালির গান শোনা
‘গ্রামোফোন বা কলের গান বেশ কয়েক দশক আগেই বাঙালির জীবন থেকে বিদায় নিয়েছে। কিন্তু রেখে গেছে... ঐতিহ্যের এক প্রাণময় ধারা।’ এই ঐতিহ্য নিয়েই লিখেছেন আবুল আহসান চৌধুরী, তাঁর বাঙালির কলের গান (বেঙ্গল পাবলিকেশনস, ঢাকা, পরি: নয়া উদ্যোগ, ৪৭৫.০০) বইয়ে। মেগাফোন, হিন্দুস্থান রেকর্ড কোম্পানির ইতিবৃত্তের সঙ্গে কে মল্লিক, আব্বাসউদ্দিন, শচীনকর্তা, কমলা ঝরিয়া, যূথিকা রায়, কমল দাশগুপ্ত আর প্রণব রায়কে নিয়ে লেখা তথ্যসমৃদ্ধ অধ্যায়গুলি স্মৃতিভারাতুর করে তোলে।
‘একটি পুরো সন্ধ্যা পঙ্কজদার জন্যে ধার্য ছিল। পঙ্কজদা রবীন্দ্রসংগীতই গাইলেন— ... সেদিন শ্রোতাদের মধ্যে তাঁর গান শোনার আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গেলাম।’ আবদুশ শাকুরের লেখালেখি যেমন গান শোনার, তেমনই তা নিয়ে চর্চারও। তাঁর নতুন বই শ্রোতার কৈফিয়ত (বেঙ্গল পাবলিকেশনস, ৩৭৫.০০) আদতে এক সমঝদার শ্রোতার শুদ্ধতম মেজাজে সংগীত চর্চার বিবরণ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.